Advertisement
Advertisement

Breaking News

IPL 2022

শেষ মুহূর্তে IPL থেকে নাম তুলছেন ক্রিকেটাররা, কড়া পদক্ষেপের ইঙ্গিত বিসিসিআইয়ের

আগামী বছর থেকে স্টার স্পোর্টসে নাও দেখা যেতে পারে আইপিএল।

IPL 2022: BCCI likely to take action against cricketers for last minute pull outs | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:March 29, 2022 8:10 pm
  • Updated:March 30, 2022 4:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নিলামের আগে আইপিএলে (IPL 2022) খেলার আগ্রহ দেখাচ্ছেন। ড্রাফটে নাম লেখাচ্ছেন। নিলামে দলও পাচ্ছেন। কিন্তু শেষ মুহূর্তে তুচ্ছ কারণে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছেন। যার ফলে শেষ মুহূর্তে চরম সমস্যায় পড়ে যাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলি। গত কয়েক বছরে আইপিএলে এমন কাণ্ড বহুবার ঘটেছে। এবছর যেমন শেষ মুহূর্তে দুই ইংরেজ ক্রিকেটার জ্যাসন রয় (Jason Roy) এবং অ্যালেক্স হেলস নাম প্রত্যাহার করে নিয়েছেন, যার জেরে সমস্যায় পড়তে হয়েছে কেকেআর (KKR) এবং গুজরাট লায়ন্সকে। এই সমস্যা মেটাতে এবার আসরে নামল বিসিসিআই।

সূত্রের খবর, এবার থেকে শেষ মুহূর্তে আইপিএল থেকে নাম প্রত্যাহার করা রুখতে ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে বোর্ড। তুচ্ছ কারণে কোনও ক্রিকেটার শেষ মুহূর্তে আইপিএল থেকে নাম প্রত্যাহার করতে চাইলে আগে বোর্ডকে জানাতে হবে। বোর্ড তাঁর দেখানো কারণ বিবেচনা করবে। ওই ক্রিকেটারের দেখানো কারণ যুক্তিগ্রাহ্য মনে না হলে তাঁকে নাম প্রত্যাহার করার অনুমতি দেওয়া হবে না। তারপরও যদি কোনও ক্রিকেটার আইপিএলে না খেলতে চান, তাহলে তাঁকে শাস্তির মুখে পড়তে হতে পারে। এবছরই জ্যাসন রয়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও নাকি ভাবছে বোর্ড। যদিও এই সবটাই এখনও রয়েছে আলোচনার পর্যায়ে। এ নিয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত বোর্ড নেয়নি।

Advertisement

[আরও পড়ুন: নিলামে দর উঠেছিল ২০ লাখ টাকা, অভিষেক ম্যাচেই রেকর্ড গড়লেন অখ্যাত আয়ুশ বাদোনি]

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে আইপিএলের গভর্নিং কাউন্সিলের এক সদস্য জানিয়েছেন, শেষ মুহূর্তে ক্রিকেটাররা নাম তুলে নিলে চরম সমস্যায় পড়ে ফ্র্যাঞ্চাইজিগুলি। ওই ক্রিকেটারকে ঘিরে করা তাদের সমস্ত পরিকল্পনা ভেস্তে যায়। সেকারণেই এবার থেকে এইভাবে নাম তোলা বন্ধ করার কথা ভাবছে বোর্ড (BCCI)। যদিও, কোনও ক্রিকেটার একবার নাম লেখালে আর প্রত্যাহার করতে পারবেন না, তেমন নিয়ম আমরা চাইছি না। আমরা শুধু চাইছি তুচ্ছ কারণে যাতে কেউ নাম প্রত্যাহার না করে।

[আরও পড়ুন: বিরাট আর বুমরাহর সম্পর্ক খারাপ করতে চাইছেন পার্থিব! নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখে প্রাক্তন কিপার]

এদিকে, আইপিএলের মিডিয়া রাইটস নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে স্টার স্পোর্টসের (Star Sports) চুক্তি এবছরই শেষ হচ্ছে। আগামী বছর থেকে নতুন কোনও চ্যানেল আইপিএল দেখাতে পারে। মঙ্গলবারই নতুন করে টিভি রাইটস বিক্রির জন্য টেন্ডার ডেকেছে বোর্ড। আগামী মরশুমে রেকর্ড অঙ্কে রাইটস বেচতে চায় বিসিসিআই।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement