Advertisement
Advertisement
IPL 2021

IPL 2021: চলতি আইপিএলের পরই আরসিবির অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা Virat Kohli’র

কয়েকদিন আগেই আন্তর্জাতিক টি-২০-র অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়েছিলেন কোহলি।

IPL 2021: Virat Kohli to Step Down as Royal Challengers Bangalore Captain After This Season | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:September 19, 2021 11:02 pm
  • Updated:September 19, 2021 11:48 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিম ইন্ডিয়ার পর এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore)। আন্তর্জাতিক টি-২০-তে ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব ছাড়ার কথা আগেই জানিয়েছিলেন। এবার আইপিএলে আরসিবির ক্যাপ্টেন্সি থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন বিরাট কোহলি। চলতি আইপিএলের পরই দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি। দলের টুইটার হ্যান্ডেলে ভিডিও বার্তায় সেকথাই জানিয়ে দিলেন বিরাট (Virat Kohli)।

ভিডিও বার্তায় আরসিবি অধিনায়ককে বলতে শোনা গিয়েছে, “গোটা আরসিবি পরিবার, ব্যাঙ্গালোরের অসাধারণ সমর্থক এবং যাঁরা দীর্ঘদিন ধরে আরসিবিকে সমর্থন করে চলেছেন, তাঁদের উদ্দেশে আজ আমি একটা ঘোষণা করতে চাই। আজ বিকেলেই গোটা দলের সঙ্গে আমি কথা বলেছি। আইপিএল-এর দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগে আমি সবাইকে জানাতে চাই যে, এটাই অধিনায়ক হিসেবে আরসিবি-তে আমার শেষ মরসুম। আজ বিকেলেই দলের ম্যানেজমেন্টের সঙ্গে আমার কথা হয়েছে। বেশ কিছুদিন ধরেই এই সিদ্ধান্তের কথা চিন্তাভাবনা করছিলাম।”

Advertisement

[আরও পড়ুন: বিরাট কোহলি এবং রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটারদের বন্ধুত্ব জরুরি নয়]

এরপরই দায়িত্ব ছাড়ার কারণও জানান তিনি। বিরাটের কথায়, “কিছুদিন আগেই টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব ছাড়ার কথা ঘোষণা করেছি। নিজের উপর থেকে দায়িত্বের বোঝা কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছিলাম। এছাড়া আরও যে দায়িত্বগুলি আমার উপরে রয়েছে তা ভাল ভাবে পালন করতে চাই। তাই নিজেকে তরতাজা রাখতে, মানসিক ভাবে ঠিক রাখতে এবং ভবিষ্যতে কী করতে চাই সেটার কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। সামনের বছর আরসিবি-তে অনেককিছুই পরিবর্তন হবে। কারণ আগামী বছরই বড় নিলাম রয়েছে। তবে আমি ম্যানেজমেন্টকে এটাও জানিয়েছি যে, আরসিবি ছাড়া অন্য কোনও দলে নিজেকে দেখার কথা ভাবতেও পারি না। প্রথম দিন থেকেই আরসিবির প্রতি এটাই আমার দায়বদ্ধতা। আইপিএল-এর শেষ পর্যন্ত নিজেকে আরসিবি-র ক্রিকেটার হিসেবেই দেখতে চাই। ৯ বছরের একটা দারুণ যাত্রা শেষ হল। খুশি, দুঃখ দুটোই দেখতে পেয়েছি সামনে থেকে। আমাকে সমর্থন করার জন্য এবং আমার উপরে আস্থা রাখার জন্য হৃদয়ের অন্তঃস্থল থেকে প্রত্যেককে ধন্যবাদ।”

প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপের পর যে সেই ফরম্যাটে জাতীয় দলকে আর নেতৃত্ব দিতে চান না, সেকথা গত বৃহস্পতিবার সন্ধ্যায় টুইট করে জানিয়েছিলেন বিরাট। আর তাঁর কয়েকদিনের মধ্যেই ফের বড়সড় ঘোষণা করলেন তিনি।

[আরও পড়ুন: এবার পুজোতেও ‘খেলা হবে’, দশভুজার আরাধনার সঙ্গেই ফুটবলে মাতবে ক্লাবগুলি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement