Advertisement
Advertisement

Breaking News

IPL 2021

ইডেনে ম্যাচই নেই KKR-এর, কোন কোন দলের খেলা দেখার সুযোগ পাবেন কলকাতাবাসী?

থাকছে কোহলি বনাম ধোনি দ্বৈরথ দেখার সুযোগও। দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা।

IPL 2021: This is why Kolkata Knight Riders will not play at Eden Gardens | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:March 7, 2021 7:22 pm
  • Updated:March 7, 2021 7:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অতিমারীর আতঙ্ক কাটিয়ে শেষমেশ দেশে ফিরছে আইপিএল। দিল্লি, মুম্বই, আহমেদাবাদ, চেন্নাই, বেঙ্গালুরুর পাশাপাশি ইডেনও একগুচ্ছ ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে। কিন্তু সে খবরও কলকাতাবাসীর মুখে হাসি ফোটাতে পারল না। উলটে আসন্ন আইপিএলের ক্রীড়াসূচি দেখে বেশ মন খারাপ ক্রিকেটভক্তদের।

ভাবছেন তো কলকাতায় ঝাঁ চকচকে টুর্নামেন্টের আয়োজন হচ্ছে, তা সত্ত্বেও কেন সন্তুষ্ট নন কেকেআর ভক্তরা? আসলে কলকাতা নাইট রাইডার্সের একটি ম্যাচও হবে না ইডেনে। তবে বিসিসিআই স্পষ্ট করে দিয়েছে, যেহেতু মোট ছ’টি ভেন্যুতে টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাই কোনও দলকেই হোম অ্যাডভান্টেজ দেওয়া যাবে না। আর সেই কারণেই চেন্নাই সুপার কিংস (CSK), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর-সহ (RCB) কোনও দলই নিজেদের ঘরের মাঠে খেলবে না। প্রত্যেকেই খেলবে অন্য শহরে। ফলে ক্রিকেট সমর্থকরা নিজের শহরের ফ্র্যাঞ্চাইজির ম্যাচ গ্যালারিতে বসে দেখার সুযোগ পাবেন না। সেক্ষেত্রে তাঁদের পাড়ি দিতে হবে অন্য শহরে।

Advertisement

[আরও পড়ুন: ঘোষিত আইপিএলের সূচি, দেখুন কেকেআরের ম্যাচ কবে?]

করোনার কারণে গত বছর নির্ধারিত সময়ে আইপিএলের আসর বসেনি। পরে সংযুক্ত আরব আমিরশাহীতে টুর্নামেন্ট আয়োজন করে ভারতীয় বোর্ড। তবে নিউ নর্মালে চলতি বছর দেশেই বসছে মেগা লড়াইয়ের আসর। রবিবারই যার পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিসিআই। সূচি অনুযায়ী, ৯ এপ্রিল শুরু এবারের টুর্নামেন্ট। ফাইনাল ৩০ মে। প্রথম ম্যাচে মুখোমুখি রোহিত শর্মার (Rohit Sharma) মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) এবং বিরাট কোহলির (Virat Kohli) আরসিবি। যে ম্যাচ হবে চেন্নাইতে। কেকেআর (Kolkata Knight Riders) প্রথম মাঠে নামবে ১১ এপ্রিল। চেন্নাইয়ে তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ (Sunrisers Hyderabad)। চলুন তাহলে দেখে নেওয়া যাক ইডেনে বসে কোন কোন ম্যাচ দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা।

৯ মে, ২০২১: আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধে ৭.৩০)
১১ মে, ২০২১: দিল্লি ক্যাপিটালস বনাম রাজস্থান রয়্যালস (সন্ধে ৭.৩০)
১৩ মে, ২০২১: সানরাইজার্স হায়দবারাদ বনাম রাজস্থান রয়্যালস (সন্ধে ৭.৩০)
১৪ মে, ২০২১: আরসিবি বনাম দিল্লি ক্যাপিটালস (সন্ধে ৭.৩০)
১৬ মে, ২০২১: রাজস্থান রয়্যালস বনাম আরসিবি (বিকেল ৩.৩০)
১৭ মে, ২০২১: দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ (সন্ধে ৭.৩০)
২০ মে, ২০২১: আরসিবি বনাম মুম্বই ইন্ডিয়ান্স (সন্ধে ৭.৩০)
২১ মে, ২০২১: দিল্লি ক্যাপিটালস বনাম চেন্নাই সুপার কিংস (সন্ধে ৭.৩০)
২৩ মে, ২০২১: মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস (সন্ধে ৩.৩০)
২৩ মে, ২০২১: আরসিবি বনাম চেন্নাই সুপার কিংস (সন্ধে ৭.৩০)

[আরও পড়ুন: কথা রাখলেন স্টেইনম্যান, ভারতে পানীয় জলের সংকট কাটাতে অর্থসাহায্য লাল-হলুদ তারকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement