Advertisement
Advertisement

Breaking News

IPL 2021

IPL 2021: দিল্লির বিরুদ্ধে কষ্টার্জিত জয়, প্লে-অফের আশা উজ্বল হচ্ছে কেকেআরের

সহজ ম্যাচ কঠিন করে নিল কেকেআর।

IPL 2021: KKR keeps Play-offs hopes alive by beating Delhi Capitals
Published by: Subhajit Mandal
  • Posted:September 28, 2021 7:09 pm
  • Updated:September 28, 2021 7:24 pm  

দিল্লি ক্যাপিটালস: ১২৭-৯ (পন্থ ৩৯, স্মিথ ৩৯)
কেকেআর: ১৩০-৭ (নীতীশ রানা ৩৯, গিল ৩০)
কেকেআর ৩ ইউকেটে জয়ী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটা সময় মনে হচ্ছিল, ফের বুঝি তীরে এসে তরী ডোবায় নাইটরা। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে মাত্র ১২৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে রীতিমতো ল্যাজে-গোবরে হাল হল কেকেআরের। তবে, শেষপর্যন্ত কোনওক্রমে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে স্বস্তির নিঃশ্বাস ফেলল কিং খানের দল। কেকেআর জিতল ৩ উইকেটে। 

এদিন শারজায় টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন নাইট অধিনায়ক ইয়ন মর্গ্যান (Eoin Morgan)। অধিনায়কের সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণ করেন বোলাররা। দিল্লির তারকাখচিত ব্যাটিং লাইন-আপকে মাত্র ১২৭ রানে বেঁধে ফেলেন নাইট বোলাররা। এতদিন যিনি ব্যাট হাতে চমক দেখাচ্ছিলেন সেই ভেঙ্কটেশ আইয়ার (Venkatesh Iyer) এদিন চমক দেখালেন বল হাতে। ৪ ওভার বল করে ২৯ রান দিয়ে ২টি উইকেট দখল করলেন তিনি। নাইটদের হয়ে দুটি করে উইকেট নেন সুনীল নারিন এবং লকি ফার্গুসনও। কেকেআরের (KKR) দুর্দান্ত বোলিংয়ের সুবাদেই ৯ উইকেটে মাত্র ১২৭ রানে আটকে যান পন্থরা। দিল্লির অধিনায়ক নিজে করেন ৩৯ রান। ৩৯ রান করেন স্টিভ স্মিথও।

Advertisement

[আরও পড়ুন: IPL 2021: নাইট শিবিরে বড় ধাক্কা! হাঁটুতে গুরুতর চোট, আইপিএল থেকে ছিটকে গেলেন কুলদীপ]

১২৮ রানের টার্গেট নিয়ে শুরুটা ধীরেসুস্থেই করে নাইটরা। ভেঙ্কটেশ এবং গিলের (Subhman Gill) ওপেনিং জুটি তোলে ২৮ রান। ভেঙ্কি আউট হওয়ার পরই ম্যাচে ফেরে দিল্লি। নাইট ব্যাটসম্যানরা সেভাবে জুটিই বাঁধতে পারেননি। শুভমন গিল মোটামুটি সেট হয়ে যাওয়ার পরও যেভাবে আউট হলেন, সেটা নিঃসন্দেহে নাইট ম্যানেজমেন্টকে ভাবাবে। ছোটখাট টার্গেট তাড়া করতে গিয়েই একটা সময় পরপর উইকেট খুইয়ে চাপে পড়ে যায় কেকেআর (KKR) শিবির। একটা সময় ৯৬ রানে ৫ উইকেট খুইয়ে ম্যাচ হারতে বসেছিল কলকাতা। তবে, শেষ মুহূর্তে নীতীশ রানার ধৈর্যশীল ব্যাটিং এবং নারিনের (Sunil Narin) মারকাটারি ইনিংসের সুবাদে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় কেকেআর।

[আরও পড়ুন: T-20 World Cup: টি-২০ বিশ্বকাপের সময়ে আমিরশাহীর কোন হোটেলে থাকবেন বিরাট-রোহিতরা?]

এই জয়ের ফলে নাইটদের প্লে-অফের রাস্তা সুগম হল। ১১ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে এখনও পয়েন্ট টেবিলে চার নম্বরেই রয়েছে কেকেআর। ভাল নেট রান রেট এবং আগামী দিনে অপেক্ষাকৃত সহজ ক্রীড়াসূচি থাকায় আশায় বুক বাঁধতে শুরু করেছেন কেকেআর সমর্থকরা। যদিও, পরবর্তী তিন ম্যাচের মধ্যে এখন অন্তত ২টি জিততে হবে কেকেআরকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement