Advertisement
Advertisement
Chennai Super Kings

জঘন্য পারফরম্যান্সের জের, নিলামের আগে ৭-৮ জন তারকাকে ছেঁটে ফেলবে CSK!

দেখে নিন কারা আছেন তালিকায়?

IPL 2021: In a bid to increase their purse, Chennai Super Kings ready to release 7-8 players | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 9, 2021 6:14 pm
  • Updated:January 9, 2021 6:14 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২০ আইপিএলের জঘন্য স্মৃতিকে পিছনে ফেলে দ্রুত সামনের দিকে এগোতে চায় চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings )। আর সেই লক্ষ্যে প্রথম পদক্ষেপ হিসেবে দলের ‘অকেজো’, এবং ‘বয়োজ্যেষ্ঠ’ তারকাদের ছেঁটে ফেলার পথে হাঁটছে টিম সিএসকে। সূত্রের খবর, আইপিএলের (IPL) আসন্ন নিলাম পর্বের আগে প্রথম দলের কমপক্ষে ৭-৮ জন ক্রিকেটারকে বিদায় দিতে চলেছে ধোনির দল। এই তালিকায় রয়েছে একাধিক বিশ্বমানের তারকার নামও।

আমিরশাহী (UAE) আইপিএলেই প্রথমবার প্লে-অফে যেতে পারেনি সিএসকে। শেষ তিন ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স না দেখালে হয়তো লিগ টেবিলে সবার শেষেই থাকতে হত ইয়োলো আর্মিকে। তাই আসন্ন আইপিএলের আগে দলের খামতিগুলি পূরণ করে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। বিসিসিআই (BCCI) ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আগামী ১১ ফেব্রুয়ারি আইপিএলের চতুর্দশ সংস্করণের জন্য নিলাম প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। সমস্যা হল, দলে বেশ কিছু নামী তারকা থাকার দরুন নিলামে যাওয়ার আগে চেন্নাই দলের হাতে একেবারেই অর্থ অবশিষ্ট নেই। অন্যান্য দলের হাতে যেখানে ৮-১৪ কোটি টাকা পর্যন্ত অবশিষ্ট আছে, সেখানে সিএসকের (CSK) হাতে অবশিষ্ট মাত্র ১৫ লক্ষ। নিলামের আগে তাই অনেক দামী তারকাকেই ছেড়ে দিতে চলেছে চেন্নাই।

Advertisement

[আরও পড়ুন: ম্যাচ চলাকালীনই সিরাজকে নিয়ে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য, অভিযোগ জানাল টিম ইন্ডিয়া]

সূত্রের খবর, আসন্ন মরশুমের আগে বাদ পড়তে চলেছেন পীযুষ চাওলা (Piyush Chawla), ইমরান তাহির, হরভজন সিং, ডোয়েন ব্র্যাভো, কর্ণ শর্মা, কেদার যাদব, শেন ওয়াটসনরা। এদের মধ্যে কেদার যাদব ৭.৮ কোটি টাকা, পীযুষ চাওলা ৬.৭৫ কোটি এবং কর্ণ শর্মা ৫ কোটি টাকা বেতন পান। এই তিন তারকাকে ছেঁটে ফেলা নিয়ে চেন্নাই স্থির সিদ্ধান্ত নিয়ে ফেলেছে বলেই সূত্রের দাবি। এদের পরিবর্তে এবারের নিলামে তরুণ ক্রিকেটার দিকে নজর দেবে সিএসকে। তবে আপাতত সবার নজর সুরেশ রায়নাকে নিয়ে সিএসকে কি সিদ্ধান্ত নেয় সেদিকে। আগামী মরশুমে রায়না দলের সঙ্গে থাকবেন, নাকি তাঁকেও ছাঁটাই করা হবে, সেটা এখনও স্পষ্ট নয়।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement