Advertisement
Advertisement
IPL 2021

IPL 2021: আমিরশাহী পর্বে রূপ বদলে যাচ্ছে বহু দলের, দেখে নিন পরিবর্ত ক্রিকেটারদের তালিকা

কোন দল দুর্বল হল? শক্তি বাড়ল কাদের?

IPL 2021: Here are the team changes, withdrawals and replacements | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 19, 2021 1:00 pm
  • Updated:September 19, 2021 1:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপেক্ষার অবসান। আইপিএলের (IPL 2021) আমিরশাহী পর্ব শুরু হচ্ছে রবিবার মুম্বই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংসের মহাম্যাচ দিয়ে। প্রথম পর্ব নিয়ে যতটা উৎসাহ ছিল, কোভিড পরিস্থিতিতে টুর্নামেন্টের দ্বিতীয় পর্ব নিয়ে ততটা উৎসাহ নেই। তার কারণ, করোনার ভয়ে টুর্নামেন্ট থেকে অনেক বড় তারকাই নাম প্রত্যাহার করে নিয়েছেন। পরিবর্তে কিছু নামী বা কিছু অনামী তারকাকে সই করিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। তবে, আয়োজকদের আশা, এই নবাগতরাই জমিয়ে দেবেন আইপিলের আমিরশাহী পর্ব (UAE Leg)।

একনজরে দেখে নেওয়া যাক পরিবর্ত ক্রিকেটারদের তালিকা:

Advertisement

দিল্লি ক্যাপিটালস:
আউট- ক্রিস ওকস
ইন- বেন ডারসুইস, শ্রেয়স আইয়ার

IPL 2021: Here are the team changes, withdrawals and replacements

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর:
আউট- অ্যাডাম জাম্পা, ফিন অ্যালেন, ড্যানিয়েল সামস, কেন রিচার্ডসন, ওয়াশিংটন সুন্দর
ইন- ওয়ানেন্দু হাসারাঙ্কা, টিম ডেভিড, দুস্মন্ত চামিরা, জর্জ কার্টন, আকাশদীপ

IPL 2021: Here are the team changes, withdrawals and replacements

রাজস্থান রয়্যালস:
আউট- জস বাটলার, বেন স্টোকস, হোফ্রা আর্চার
ইন- ওশেন থমাস, এভিন লুইস, তাবরিজ শামসি, গ্লেন ফিলিপ্স

IPL 2021: Here are the team changes, withdrawals and replacements

[আরও পড়ুন: IPL 2021: নিলামে উঠবে বিরাটদের নীল জার্সি, টাকা খরচ হবে দুস্থদের ভ্যাকসিন দিতে]

পাঞ্জাব কিংস:
আউট- জে রিচার্ডসন, রিলে মেরডিথ, ডেভিড মালান
ইন- নাথান এলিস, আদিল রশিদ, আইডান মারক্রাম

IPL 2021: Here are the team changes, withdrawals and replacements

মুম্বই ইন্ডিয়ান্স:
আউট- মহসিন খান
ইন- রুশ কালারিয়া

IPL 2021: Here are the team changes, withdrawals and replacements

সানরাইজার্স হায়দরাবাদ:
আউট- জনি বেয়ারস্টো
ইন- শেল্ডন রাদারফোর্ড

IPL 2021: Here are the team changes, withdrawals and replacements

চেন্নাই সুপার কিংস:
কোনও পরিবর্তন নেই

IPL 2021: Here are the team changes, withdrawals and replacements

কলকাতা নাইট রাইডার্স:
আউট- প্যাট কামিন্স
ইন- টিম সাউদি

IPL 2021: Here are the team changes, withdrawals and replacements

[আরও পড়ুন: IPL 2021: অতিমারীতে আরও কড়া BCCI, কোহলিদের খাবার নিয়েও জারি নির্দেশিকা]

সার্বিকভাবে বলা যায়, আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির মধ্যে কোভিড (Coronavirus) আতঙ্কের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)। দলের সেরা তিন তারকাই বিভিন্ন কারণে দল থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন। দুর্বল হয়েছে কলকাতা নাইট রাইডার্স (KKR), সানরাইজার্স হায়দরাবাদেরও। দুই দলের অন্যতম সেরা তারকা কামিন্স এবং বেয়ারস্টো নাম প্রত্যাহার করেছেন। তাঁদের পরিবর্ত হিসাবে যাদের সই করানো হয়েছে, তাঁরা সেই মানের নন। কিছুটা উপকৃত হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালস। কোহলির আরসিবিতে (RCB) যোগ দিয়েছেন হাসারাঙ্কা, চামিরাদের মতো তারকা। আবার চোট সারিয়ে দিল্লিতে ফিরেছেন শ্রেয়স আইয়ার।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement