Advertisement
Advertisement
IPL 2021 auction

আইপিএল নিলামের চূড়ান্ত তালিকায় ২৯২ ক্রিকেটার, ঠাঁই অর্জুন তেণ্ডুলকরের, বাদ শ্রীসন্থ

এবার নিলামে উঠছেন বাংলা দলের ৭ ক্রিকেটার।

IPL 2021 auction list: No Sreesanth as Smith, Arjun Tendulkar along with 290 others to go under the hammer | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:February 12, 2021 12:09 pm
  • Updated:February 12, 2021 12:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নাম লিখিয়েছিলেন ১ হাজার ১১৪ জন ক্রিকেটার। কিন্তু তাঁদের মধ্যে নিলামে (IPL Auction) উঠছেন মাত্র ২৯২ জন। এই ২৯২ জনের প্রতিই আগ্রহ দেখিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। বাকি আটশো’র বেশি ক্রিকেটারের ভাগ্যে এ বছর শিকে ছিঁড়ছে না। বৃহস্পতিবার রাতে এবারের নিলামের জন্য ক্রিকেটারদের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। এই ২৯২ জনের তালিকায় বিদেশি ক্রিকেটার ১২৫ জন। ১৬৪ জন ভারতীয় ক্রিকেটার। ৩ জন ক্রিকেটার অ্যাসোসিয়েট দেশের। একাধিক চমকপ্রদ নাম রয়েছে তালিকায়। তেমনই বাদ পড়েছেন শ্রীসন্থের মতো বিশ্বকাপজয়ী তারকা।

আটটি ফ্র্যাঞ্জাইজি সব মিলিয়ে মোট ৬১জন ক্রিকেটার কিনতে পারবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটার হতে পারেন ২২ জন। সবচেয়ে বেশি ২ কোটি টাকা বেস প্রাইস রেখেছেন ১০ জন। এঁরা হলেন কেদার যাদব (Kedar Jadhav), হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মইন আলি, স্যাম বিলিংস, লিয়াম প্লাঙ্কেট, জ্যাসন রয়, মার্ক উড, শাকিব আল হাসান, কলিন ইনগ্রাম। দেড় কোটির বেস প্রাইস রেখেছেন ১২ জন। ১১ জন ক্রিকেটার বেস প্রাইস রেখেছেন ১ কোটি। ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস ১৫ জনের। ৬৫ জনের বেস প্রাইস ৫০ লক্ষ। বাকিদের বেস প্রাইস ২০ লক্ষ টাকা। অর্জুন তেণ্ডুলকরের বেস প্রাইস ২০ লক্ষ টাকা। বাংলা দলের ৭ জন ক্রিকেটার এবার নিলামে উঠছেন। এঁরা হলেন অনুষ্টুপ মজুমদার, অভিমণ্যু ঈশ্বরণ, প্রয়াস রায় বর্মণ, আকাশদীপ, সায়ন ঘোষ, বিবেক সিং এবং আমির গনি।

Advertisement

[আরও পড়ুন: অর্জুন তেণ্ডুলকরকে দলে নেওয়া হোক, নিলামের আগে আরজি মুম্বই ইন্ডিয়ান্স সমর্থকদের]

অর্জুন তেণ্ডুলকর ক্রিকেটার হিসেবে এখনও সেভাবে দাগ কাটতে পারেননি ঠিকই। কিন্তু তাঁর প্রতি সমর্থকদের আগ্রহ নেহাত কম নয়। এবারে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সুযোগ পাওয়ার সুবাদে আইপিএলের নিলামে নাম লেখাতে পেরেছেন অর্জুন (Arjun Tendulkar)। তারপর থেকে জল্পনা শুরু হয়েছে আইপিএলে কি দল পাবেন শচীনপুত্র? পেলেও কোন দল তাঁকে কেনার আগ্রহ দেখাবে? সম্ভাবনা সব থেকে বেশি মুম্বই ইন্ডিয়ান্সের। অর্জুন মুম্বইয়ের ছেলে। বাবা শচীন (Sachin Tendulkar) এই দলের হয়ে খেলেছেন চার মরশুম। অবসরের পর মুম্বইয়ের ব্র্যান্ড অ্যাম্বাস্যাডরও ছিলেন ‘মাস্টার ব্লাস্টার’। কিন্তু সমর্থকরা প্রশ্ন তুলছেন, ঘরোয়া ক্রিকেটে মাত্র দু’টি ম্যাচ খেলা অর্জুনকে কোন যুক্তিতে চূড়ান্ত তালিকায় রাখা হল? যেখানে শ্রীসন্থের মতো অভিজ্ঞ ক্রিকেটার জায়গা পেলেন না।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement