Advertisement
Advertisement
IPL 2021 Auction

পিছিয়ে যাচ্ছে আইপিএলের নিলাম! ইংল্যান্ড সিরিজ নিয়েও বড় সিদ্ধান্ত বোর্ডের

আইপিএল ভারতেই আয়োজন করার চেষ্টা করছে বিসিসিআই।

IPL 2021 Auction: IPL 14 auctions likely on Feb 18 in Chennai, hints BCCI official

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:January 23, 2021 2:16 pm
  • Updated:January 23, 2021 2:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১১ ফেব্রুয়ারি নয়। সবকিছু ঠিকঠাক চললে খুব সম্ভবত আইপিএল নিলাম হতে চলেছে আগামী ১৮ ফেব্রুয়ারি। এবং তা হতে পারে চেন্নাইয়ে, যদিও সেটা এখনও নিশ্চিত নয়। শুক্রবার বোর্ডের এক কর্তা এক সংবাদসংস্থাকে একথা জানিয়েছেন। সেই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী আইপিএল ভারতেই আয়োজন করার চেষ্টা করছে বিসিসিআই। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় প্রবলভাবে চান, ভারতে আগামী আইপিএল (IPL) আয়োজন করতে।

আইপিএল টিমগুলো ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, কোন কোন ক্রিকেটারকে তারা ধরে রাখছে। বলে রাখা ভাল, ম্যাক্সওয়েল, ফিঞ্চ, মরিসরা ফের নিলামে উঠছেন। তবে আগামী আইপিএল শেষ পর্যন্ত কোথায় হবে, সেটা এখনও নিশ্চিত নয়। প্রথমে ঠিক হয়েছিল ১১ ফেব্রুয়ারি আইপিএলের মিনি নিলাম পর্বের আয়োজন করা হবে। কিন্তু এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, বোর্ড নাকি নিলামের তারিখ পরিবর্তন করতে চায়। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের দ্বিতীয় টেস্ট শেষ হচ্ছে ১৭ ফেব্রুয়ারি। তারপরই নিলাম পর্ব আয়োজন করার কথা ভাবছে বিসিসিআই (BCCI)। বোর্ডের এক কর্তার কথায়,”ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ১৭ তারিখ শেষ হচ্ছে। ১৮ কিংবা ১৯ তারিখ চেন্নাইয়ে নিলামের আয়োজন হবে। চুড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।” তবে, কোথায় এই নিলাম পর্ব হবে বোর্ডের ওই কর্তাই জানিয়েছেন, বিসিসিআই আপ্রাণ চেষ্টা করছে আইপিএল ভারতে আয়োজন করার। যে ঘরোয়া টুর্নামেন্টগুলির আয়োজন করা হচ্ছে, তা সফলভাবে করা গেলেই, সেইমতো আইপিএল করার কথা ভাবা হবে।

Advertisement

[আরও পড়ুন: জাতীয় দলে সুযোগ পেতে এবার বোর্ডের নয়া ফিটনেস টেস্টেও পাশ করতে হবে ক্রিকেটারদের]

এদিকে, ইংল্যান্ড সিরিজের প্রথম দুই ম্যাচ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। কেন্দ্রীয় সরকার যতই স্টেডিয়ামে পঞ্চাশ শতাংশ দর্শক রেখে অনুমতি দিক, আসন্ন ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম দু’টো টেস্ট দর্শকশূন্য রেখেই করার কথা ভাবা হচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারি থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে চার টেস্টের সিরিজে নেমে পড়বে ভারত। এ দিন তামিলনাড়ু ক্রিকেট সংস্থা সদস্যদের জানিয়ে দেয় যে, মাঠ ফাঁকা রেখেই টেস্ট হবে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement