করোনা অতিমারীকে দূরে ঠেলে চলতি বছর দেশের মাটিতেই আয়োজিত হবে আইপিএল ১৪। তার আগে আজ চেন্নাইয়ে নিলামে শুরু ক্রিকেটার বিক্রির প্রক্রিয়া। ২৯২ জন ক্রিকেটারের নাম রয়েছে তালিকায়। এক নজরে যাবতীয় খুঁটিনাটি।
রাত ৮.১৫: শচীনপুত্র অর্জুন তেণ্ডুলকরকে ২০ লক্ষ টাকায় দলে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
Arjun Tendulkar joins @mipaltan for INR 20 Lac. @Vivo_India #IPLAuction
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
রাত ৮.১০: পবন নেগিকে ৫০ লক্ষ টাকায় দলে নিল কলকাতা নাইট রাইডার্স।
রাত ৮.০৩: ২০ লক্ষ টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে দলে নিল কলকাতা।
সন্ধ্যে ৭.৫৪: ৫০ লক্ষ টাকায় করুণ নায়ারকে দলে নিল কলকাতা।
সন্ধ্যে ৭.৫৩: বেন কাটিংকে ৭৫ লক্ষ টাকায় দলে নিল কেকেআর।
সন্ধ্যে ৭.৫০: প্রথমবার ব্রাত্য থাকলেও দ্বিতীয় দফায় হরভজন সিংকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। তাঁকে ২ কোটি টাকায় কিনল নাইটরা।
.@harbhajan_singh moves to @KKRiders for #INR 2 Cr. @Vivo_India #IPLAuction
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
সন্ধ্যে ৭.৩০: কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে বেশ কিছুক্ষণ লড়াইয়ের পর ড্যান ক্রিশ্চানকে ৪.৮০ কোটি টাকায় কিনল আরসিবি।
সন্ধ্যে ৭.২৫: ফাবিয়ান অ্যালানকে ৭৫ লক্ষ টাকায় কিনল প্রীতির দল।
সন্ধ্যে ৭.২০: বিরতির পর ফের শুরু হল নিলাম পর্ব। শুরুতেই জলজ সাক্সেনাকে ৩০ লক্ষ টাকায় কিনল পাঞ্জাব।
সন্ধ্যে ৬.১৯: ৪.২০ কোটি টাকায় প্রীতির পাঞ্জাবে গেলেন মোজেস হেনরিকস।
সন্ধ্যে ৬.১৩: ৫.২৫ কোটি টাকায় দিল্লি ক্যাপিটালসে গেলেন টম কুরান।
সন্ধ্যে ৬.১০: বিরাট দামে আরসিবিতে গেলেন কাইল জেমিসন। ১৫ কোটি টাকায় তাঁকে কেনা হল।
WOW! 👍👍
Kyle Jamieson will join @RCBTweets for a whopping amount of INR 15 Cr. @Vivo_India #IPLAuction
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
সন্ধ্যে ৬.০২: দল পেলেন জাতীয় দলের তারকা চেতেশ্বর পূজারা, ৫০ লক্ষ টাকায় তাঁকে দলে নিল চেন্নাই।
.@ChennaiIPL bring @cheteshwar1 on board for INR 50 Lac. @Vivo_India #IPLAuction
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
সন্ধ্যে ৬টা: অবিক্রিত রইলেন রোভমান পাওয়েল, কোরি অ্যান্ডারসন, শন মার্শ।
বিকেল ৫.৩৫: আট কোটি টাকায় রিলি মেয়ারডিথকে কিনল প্রীতির পাঞ্জাব।
Riley Meredith SOLD to @PunjabKingsIPL for a whopping INR 8 Cr. 👌👌@Vivo_India #IPLAuction
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
বিকেল ৫.৩০: ২০ লক্ষ টাকায় লুকম্যান মেরিওয়ালাকে কিনে নিল দিল্লি ক্যাপিটালস।
বিকেল ৫.২৫: ২০ লক্ষ টাকায় মহম্মদ আজহারউদ্দিনকে কিনল আরসিবি।
বিকেল ৫.২৩: শেলডন জ্যাকসনকে ২০ লক্ষ টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।
বিকেল ৫.২০: ৯ কোটি ২৫ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংসে গেলেন কৃষ্ণাপ্পা গৌতম।
After a three-team bidding war, K Gowtham joined @ChennaiIPL for INR 9.25 Cr. ⚡️⚡️@Vivo_India #IPLAuction pic.twitter.com/DO5IMJOOV3
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
বিকেল ৫.১২: ৫.২৫ কোটি টাকায় শাহরুখ খানকে কিনল প্রীতির পাঞ্জাব।
Shahrukh Khan earns big and how! 👍
He joins @PunjabKingsIPL for INR 5.25 Cr. @Vivo_India #IPLAuction pic.twitter.com/uHcOJ7LGdl
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
বিকেল ৫টা: ২০ লক্ষ টাকায় শচীন বেবি এবং রজত পতিদারকে কিনল আরসিবি।
বিকেল ৪.৫২: পীযূষ চাওলাকে ২.৪০ লক্ষ টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স।
বিকেল ৪.৪৫: ১ কোটি টাকায় উমেশ যাদবকে কিনল দিল্লি ক্যাপিটালস।
.@y_umesh heads to @DelhiCapitals for INR 1 Cr. @Vivo_India #IPLAuction
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
বিকেল ৪.৪২: কুল্টার নাইলকে পাঁচ কোটি টাকায় কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
বিকেল ৪.৩৮: হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৪ কোটি টাকায় অনামী ঝাই রিচার্ডসনকে কিনল প্রীতির পাঞ্জাব।
Did you folks see this coming? 🔥🔥
Massive buy from @PunjabKingsIPL 👏👏 @Vivo_India #IPLAuction pic.twitter.com/MUTQcevC53— IndianPremierLeague (@IPL) February 18, 2021
বিকেল ৪.৩০: এক কোটি টাকায় মুস্তাফিজুর রহমানকে কিনে নিল রাজস্থান রয়্যালস।
বিকেল ৪.২৫: অবিক্রিত রইলেন স্যাম বিলিংস, কুশল পেরেরা। ৩.২ কোটি টাকায় অ্যাডাম মিলনেকে কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।
বিকেল ৪.০৫: ডেভিড মালানকে ১.৫০ কোটি টাকায় কিনল প্রীতির পাঞ্জাব।
বিকেল ৪.০২: দীর্ঘক্ষণ হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ১৬ কোটি ২৫ লক্ষ টাকায় ক্রিস মরিসকে কিনল রাজস্থান রয়্যালস। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি দামে বিক্রি হলেন দক্ষিণ আফ্রিকান তারকা।
Base price – INR 75 Lac
Sold for – INR 16.25 Cr@rajasthanroyals win the bidding war to bring @Tipo_Morris on board. 🔥🔥@Vivo_India #IPLAuction pic.twitter.com/m5AMqKE1Dy— IndianPremierLeague (@IPL) February 18, 2021
বিকেল ৩.৪৮: ৪.৪ কোটি টাকায় শিবম দুবেকে কিনে নিল রাজস্থান রয়্যালস।
বিকেল ৩.৪৫: ৭ কোটি টাকায় মইন আলিকে কিনে নিল ধোনির চেন্নাই সুপারকিংস।
বিকেল ৩.৩৫: প্রীতির পাঞ্জাবের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর পুরনো নাইট শাকিব আল হাসানকে ৩.২০ কোটি টাকায় কিনল কলকাতা নাইট রাইডার্স।
শাকিব আসছেন কলকাতা! 🤩#IPLAuction #IPL2021
— KolkataKnightRiders (@KKRiders) February 18, 2021
আমাদের ময়না ঘরে ফিরে আসছে 💪#KKR #IPLAuction #IPL2021
— KolkataKnightRiders (@KKRiders) February 18, 2021
বিকেল ৩.৩০: অজি ক্রিকেটার গ্লেন ম্যাক্সওয়েলকে কিনতে হাড্ডাহাড্ডি লড়াই কলকাতা নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং চেন্নাই সুপারকিংসের মধ্যে। শেষপর্যন্ত ১৪.২৫ কোটি টাকায় বিরাটের দলে যোগ দিলেন ম্যাক্সওয়েল।
After a battle of the bids between CSK & RCB, Glenn Maxwell is SOLD to @RCBTweets for 14.25 Cr INR 😯🔥💥@Vivo_India #IPLAuction
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
Base Price – INR 2 Crore
Sold for – INR 14.25 Crore@Gmaxi_32 heads to @RCBTweets after a fierce bidding war. 😎🔥 @Vivo_India #IPLAuction pic.twitter.com/XKpJrlG5Cc— IndianPremierLeague (@IPL) February 18, 2021
বিকেল ৩.২০: প্রথম দফায় অবিক্রিত রইলেন অ্যারন ফিঞ্চ, হনুমা বিহারী, এভিন লুইসও।
বিকেল ৩.১৫: ২.২০ কোটি টাকায় স্টিভ স্মিথকে কিনল দিল্লি ক্যাপিটালস।
RCB had an opening bid, but Delhi Capitals have entered the bidding and he is SOLD to @DelhiCapitals for 2.2Cr INR #IPLAuction
— IndianPremierLeague (@IPL) February 18, 2021
বিকেল ৩.১০: শুরুতে অবিক্রিত রইলেন করুণ নায়ার, জেসন রয় এবং অ্যালেক্স হেলস।
বিকেল ৩.০০: আইপিএলের মূল স্পনসর হিসেবে ফিরছে চিনা মোবাইল প্রস্তুতকারক সংস্থা VIVO। নিলাম শুরুর আগেই জানিয়ে দিলেন আইপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.