Advertisement
Advertisement
IPL

দুরন্ত বোলিংয়েই কুপোকাত রাজস্থান, গ্যালারিতে বসে নাইটদের জয় দেখলেন কিং খান

মাভি–বরুণ–নাগারকোটির ত্রিফলায় বিদ্ধ রাজস্থান।

IPL 2020: Kolkata Knight Riders Beats Rajasthan Royals by 37 runs‌ | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:September 30, 2020 11:22 pm
  • Updated:September 30, 2020 11:33 pm

কলকাতা নাইট রাইডার্স: ২০ ওভারে ১৭৪/‌৬ (‌গিল ৪৭, আর্চার ২/‌১৮)‌‌
রাজস্থান রয়্যালস:‌ ২০ ওভারে ১৩৭/‌৯ (‌কুরান ৫৪*‌, নাগারকোটি ২/১৩‌)‌
কলকাতা ৩৭রানে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:‌ উলটোদিকের দলটি দুরন্ত ফর্মে। পরপর দু’‌ম্যাচে জিতে লিগ টেবিলের মগডালে। অন্যদিকে, নিজেরা শেষম্যাচে জিতলেও একটিতে হেরেছেন। এখানেই শেষ নয়, মাঠে উপস্থিত খোদ দলের মালিক শাহরুখ খান। এই অবস্থায় মাঠে নেমে রীতিমতো চ্যাম্পিয়নের মতোই খেলল কলকাতা নাইট রাইডার্স। ব্যাট–বল–ফিল্ডিং তিন বিভাগেই রাজস্থানকে ধরাশায়ী করলেন দীনেশ কার্তিকরা। বিপক্ষকে ১৭৫ রানের লক্ষ্যমাত্র দিয়ে ‌৩৭ রানে জিতল কলকাতা।

Advertisement

[আরও পড়ুন: গোদের উপর বিষফোঁড়া, হায়দরাবাদের কাছে হারের পর ১২ লক্ষ টাকা জরিমানা হল শ্রেয়সের]

‌এদিন টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থান রয়্যালস অধিনায়ক স্টিভ স্মিথ। গত কয়েকটি ম্যাচে ফর্মে না থাকা নারিনের সামনে শুরুতেই নিয়ে আসেন আর্চারকে। তবে শেষপর্যন্ত আর্চারকে সামলে শুরুটা ভাল করে নারিন–গিল জুটি। যদিও ১৫ রান করে ফিরে যান ক্যারিবিয়ান তারকা। অন্যদিকে, হায়দরাবাদের বিরুদ্ধে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করেন শুভমন গিল। তিনি করেন ৪৭ রান। রানা (‌২২), রাসেল (‌২৪)‌ শুরুটা ভাল করলেও বেশিক্ষণ ক্রিজে ছিলেন না। কিন্তু কেকেআর ম্যানেজমেন্টের চিন্তা অবশ্যই বাড়াবে দীনেশ কার্তিকের অফ ফর্ম। এদিনও মাত্র ১ রান করেই আউট হলেন দীনেশ কার্তিক। তবে গিলের পর কেকেআরের ইনিংসের হাল ধরলেন সেই মর্গ্যান। শেষপর্যন্ত ২৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ছ’‌উইকেটে ১৭৪ রানে থামে কলকাতার ইনিংস। রাজস্থানের হয়ে আর্চার দু’‌উইকেট নেন।

[আরও পড়ুন: অবসরের পর এই কাজই করতে দেখা যাবে ধোনিকে?‌ ফাঁস করলেন স্ত্রী সাক্ষী]

যে দল প্রথম দু’‌টি ম্যাচেই ২০০ রান স্কোরবোর্ডে তুলেছে, সেখানে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা অনেক কম মনে হতে পারে। কিন্তু এদিনও নাইট বোলাররা প্রমাণ করলেন কেন তাঁদের টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী বোলিং লাইন আপ বলা হচ্ছে। না, নারিন–কুলদীপ–কামিন্স, নিদেনপক্ষে রাসেলও নন। দু’‌দলের পার্থক্য গড়ে দিলেন তিন ভারতীয় বোলার। দুই পেসার মাভি–নাগারকোটি এবং স্পিনার বরুণ চক্রবর্তীই কার্যত ভেঙে দিলেন রাজস্থানের ব্যাটিংয়ের মেরুদণ্ড। বাটলার (‌২১)‌ বাদে ব্যর্থ স্মিথ (‌৩)‌, স্যামসন (৮‌), উত্থাপা (২‌)‌, পরাগ (১‌)‌।

গত ম্যাচের নায়ক রাহুল তেওটিয়াও ফিরলেন মাত্র ১৪ রান করে। তিন বোলারের মধ্যে নাগারকোটি নিজের প্রথম ওভারেই তুলে নেন উত্থাপা এবং পরাগের উইকেট। শুধু আউট করাই নয়, দুরন্ত একটি ক্যাচে আর্চারকেও ফেরান তিনি। অন্যদিকে, মাভি আউট করেন দুরন্ত ফর্মে থাকা স্যামসন এবং বাটলারকে। বরুণ পান রাহুল এবং আর্চারের উইকেট। পরিস্থিতি এমনই হয় যে, কুলদীপ যাদব দলের ১৬ তম ওভারে প্রথমবার বল করার সুযোগ পান। তবে একটি উইকেটও পান। শেষপর্যন্ত গত দু’‌ম্যাচে স্কোরবোর্ডে ২০০ রান তোলা দল ২০ ওভারে ৯ উইকেটে মাত্র ১৩৭ রানেই থামে তাঁদের ইনিংস। শেষদিকে, টম কুরান চেষ্টা করলেও তা যথেষ্ট ছিল না। তবে এই ম্যাচ থেকেই স্পষ্ট বিপক্ষ দল নারিন–কুলদীপকে সামলানোর টোটকা বিপক্ষ বের করে ফেললেও বরুণ–নাগারকোটি–মাভি–এই ত্রিফলা আক্রমণই এবার কেকেআরের ইউএসপি।

 

এদিকে, এদিনই প্রথম দলের খেলা দেখতে উপস্থিত হয়েছিলেন শাহরুখ খান।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement