Advertisement
Advertisement

Breaking News

আইপিএল নিলাম

আইপিএল নিলাম: মোটা অঙ্কে হেটমেয়ারকে নিল এই দল, তৃতীয়বারে বিক্রি হলেন স্টেইন

প্রতি মুহূর্তের আপডেটের জন্য চোখ রাখুন।

IPL 2020 Auction 4: Coulter-Nile and Piyush Chawla sold in big amount
Published by: Sulaya Singha
  • Posted:December 19, 2019 3:42 pm
  • Updated:December 19, 2019 10:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার কলকাতায় বসেছে আইপিএল নিলামের আসর। নিলামের ৩৩৮ ক্রিকেটারের মধ‌্যে থেকে আটটি ফ্র্যাঞ্চাইজি সর্বমোট কিনতে পারবে ৭৩ ক্রিকেটার! ওই সংখ্যক স্লটই পড়ে রয়েছে। আসন্ন আইপিএলের জন্য কীভাবে ঘর গোছান প্রীতি জিন্টা, শাহরুখ খানরা, সেদিকেই নজর।

সন্ধে ৮টা ৫০: এক কোটি টাকায় রাজস্থানের জার্সি গায়ে চাপালেন টম কুরান। দল পেলেন না বিনয় কুমার।

Advertisement

সন্ধে ৮টা ৪৯: ২০ লক্ষের বিনিময়ে শাহবাজ আহমেদ এবং ৫০ লক্ষে ইসুরু উদানাকে নিল আরসিবি। ২০ লক্ষ টাকায় দিল্লিতে যোগ দিলেন ললিত যাদব। ন্যূনতম মূল্য ২০ লক্ষে কেকেআরে জায়গা পেলেন নিখিল নায়েক।

সন্ধে ৮টা ৪৬: তৃতীয়বারের বিডে বিক্রি হলেন ডেল স্টেইন। ২ কোটির বিনিময়ে তাঁকে নিল আরসিবি। দুই কোটির বিনিময়ে অ্যান্ড্রু টাইকে নিল রাজস্থান।

সন্ধে ৮টা ২৭: দ্বিতীয়বারের বিডে পাঞ্জাব ৫৫ লক্ষের বিনিময়ে নিল পি সিংকে। তুষার দেশপাণ্ডেকে দিল্লি নিল ২০ লক্ষ টাকায়। সাই কিশোরকে ২০ লক্ষ দিয়ে কিনে নিল চেন্নাই সুপার কিংস। দল পেলেন মার্কাস স্টয়নিসও। ৪ কোটি ৮০ লক্ষ টাকা দিয়ে তাঁকে নিল দিল্লি ক্যাপিটালস।

সন্ধে ৮টা ২০: দ্বিতীয়বারের বিডেও অবিক্রিতই থেকে গেলেন ডেল স্টেইন, ড্যানিয়েল স্যাম, রোহন কদম, শাহরুখ খান।

সন্ধে ৮টা ১৭: প্রথমবার বিক্রি না হলেও দ্বিতীয়বারের বিডে দল পেলেন মোহিত শর্মা। ৫০ লক্ষ টাকায় তাঁকে ঘরে তুলল দিল্লি ক্যাপিটালস। পবন দেশপাণ্ডেকে দ্বিতীয়বারে নিল আরসিবি। ২০ লক্ষ টাকার বিনিময়ে।

সন্ধে ৮টা ১০: দল পেলেন না সুজিত নায়ক, বিদেশি ক্রিকেটার কে উইলিয়ামস, নাথান অ্যালিস, জর্জ গার্টন, বৈভব আরোরা, সৌরভ দুবে, প্রিন্স বলবন্ত সিং রাই। 

সন্ধে ৮টা ৯:  তজিন্দর ঢিল্লোওঁকে ২০ লক্ষ দিয়ে কিনল পাঞ্জাব। হায়দরাবাদে ২০ লক্ষ টাকার বিনিময়ে গেলেন আব্দুল সামাদ। একই মূল্যে সানরাইজার্স নিল সঞ্জয় যাদবকে। অনিরুদ্ধ যোশীকে ন্যূনতম মূল্যে নিল রাজস্থান। দিগ্বিজয় দেশমুখকে ২০ লক্ষে নিল মুম্বই।

সন্ধে ৮টা ৭:  প্রবীণ তাম্বেকে ন্যূনতম মূল্য ২০ লক্ষ দিয়ে কিনে নিল কেকেআর। 

সন্ধে ৮টা: ইংলিশ অলরাউন্ডার ক্রিস জর্ডন বিক্রি হলেন তিন কোটিতে। কিনল পাঞ্জাব। অজি পেসার কেন রিজার্ডসনকে চার কোটিতে তুলে নিল আরসিবি। 

সন্ধে ৭টা ৫৭: দল পেলেন না ওয়েস্ট ইন্ডিজের জ্যাসন হোল্ডার, শ্রীলঙ্কার ইসুরু উদানা, অজি বোলার শন অ্যাবট ও ম্যাট হেনরি। অবিক্রিত ওয়েস্ট ইন্ডিজের ওশান থমাস, ভারতের আরিয়ান জুয়াল এবং জেমস প্যাটিনসন।

সন্ধে ৭টা ৫৪: টম ব্যান্টন এক কোটিকে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। অলরাউন্ডার ফ্যাবিয়ান অ্যালেনকে ৫০ লক্ষ টাকায় দলে পেল হায়দরাবাদ।

সন্ধে ৭টা ৫০: জসুয়া ফিলিপকে ২০ লক্ষের বিনিময়ে দলে নিল আরসিবি। এদিকে ন্যূনতম মূল্য ২০ লক্ষে মোহসিন খানকে কিনল মুম্বই। অবিক্রিত রইলেন রাহুল শুক্লা ও টম কুরান।

সন্ধে ৬টা ৪৩:  অস্ট্রেলিয়ার জোস হ্যাজেলউডকে ২ কোটি টাকায় পেল চেন্নাই সুপার কিংস।

 

সন্ধে ৬টা ৪০: ৫০ লক্ষ টাকায় কিংস ইলেভেন পাঞ্জাবে যোগ দিলেন নিউজিল্যান্ডের জিমি নিশাম। 

সন্ধে ৬টা ৩৬: নিউজিল্যান্ডের কলিন মুনরো, ভারতের ঋষি ধাওয়ান এবং অস্ট্রেলিয়ার বেন কাটিং দল পেলেন না। অবিক্রিত এ ফেলখুয়ো, আনরিচ নর্টজে, বদ্রিনাথ স্রান, মার্ক উড, বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান, ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ এবং নিউজিল্যান্ডের অ্যাডাম মিলনে।

সন্ধে ৬টা ৩৪: অজি অলরাউন্ডার মিচেল মার্শকে দু’কোটি দিয়ে কিনে নিল সানরাইজার্স হায়দরাবাদ।

সন্ধে ৬টা ৩২: খানিক অপ্রত্যাশিতভাবে অবিক্রিত রয়ে গেলেন নিউজিল্যান্ডের তারকা ব্যাসম্যান মার্টিন গাপ্তিল এবং ক্যারিবিয়ান তারকা কার্লোস ব্রেথওয়েট। দল পেলেন না অস্ট্রেলিয়ার স্টয়নিসও।

Stoinis_V

সন্ধে ৬টা ২৮: দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান ডেভিড মিলারকে ৭৫ লক্ষ টাকায় তুলে নিল রাজস্থান রয়্যালস। সৌরভ তিওয়ারি বিক্রি হলেন মুম্বই ইন্ডিয়ান্সে। ৫০ লক্ষ টাকায় বিক্রি হলেন তিনি।

সন্ধে ৬টা ২৫: বিক্রি হলেন না এভিন লুইস। দল পেলেন না বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি। 

সন্ধে ৬টা ২০: ক্যারিবিয়ান প্রতিশ্রুতিমান ব্যাটসম্যান সিমরন হেটমেয়ারকে ৭ কোটি ৭৫ লক্ষ টাকায় কিনে নিল দিল্লি ক্যাপিটালস।

সন্ধে ৬টা ৩: দল পেলেন না তরুণ স্পিনার আর সাই কিশোর ও নূর আহমেদ। 

সন্ধে ৬টা ২: তরুণ ভারতীয় স্পিনার রবি বিষ্ণোইের ন্যূনতম মূল্য ২০ লক্ষ। তিনি বিক্রি হলেন ২ কোটিতে। কিনল কিংস ইলেভেন পাঞ্জাব। 

বেলা ৫টা ৫৯: তরুণ বোলার এম সিদ্ধার্থ ২০ লক্ষ টাকায় কিনে নিল কেকেআর।

বেলা ৫টা ৫৮: কে সি কারিয়াপ্পা ও রিলে মেরেডিথ দল পেলেন না। অবিক্রিত মিঢুন সুধেসন।

বেলা ৫টা ৫৫: ফাস্ট বোলার কার্তিক ত্যাগীকে এক কোটি ৩০ লক্ষ টাকায় তুলে নিল রাজস্থান রয়্যালস। তাঁর ন্যূনতম মূল্য ২০ লক্ষ। ন্যূনতম মূল্য ২০ লক্ষ টাকাতেই ঈশাণ পোরেলকে পেল পাঞ্জাব।

বেলা ৫টা ৫০:  ২০ লক্ষ টাকায় আকাশ সিংকে দলে নিল রাজস্থান। দল পেলেন না কুলবন্ত ও তুষার দেশপাণ্ডে।

বেলা ৫টা ৫০: দল পেলেন না পি সিং, অঙ্কুশ বেইনস, বিষ্ণু বিনোদ।

বেলা ৫টা ৪৭: তরুণ উইকেট কিপার অনুজ রাওয়াতকে ৮০ লক্ষ টাকায় দলে নিল রাজস্থান। যাঁর ন্যূনতম মূল্য ২০ লক্ষ। 

বেলা ৫টা ৪৩: অবিক্রিত রইলেন নিয়েল স্যাম, পবন দেশপাণ্ডে, শাহরুখ খান এবং উইকেট কিপার কেদার দেবধর ও কে এস ভারত। 

বেলা ৫টা ৪৩: তরুণ অলরাউন্ডার যশস্বী জয়সোওয়ালকে দু’কোটি ৪০ লক্ষ টাকায় পেল রাজস্থান রয়্যালস।   

বেলা ৫টা ৪২: চার কোটি টাকায় অলরাউন্ডার বরুণ চক্রবর্তীকে কিনল কেকেআর। 

বেলা ৫টা ৩৬: ভারতীয় অলরাউন্ডার দীপক হুডাকে ৫০ লক্ষ টাকায় ঘরে তুলল পাঞ্জাব।

বেলা ৫টা ৩৩: ভারতীয় তরুণ ব্যাটসম্যান বিরাট সিংকে ১ কোটি ৯০ লক্ষ টাকায় দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। একই মূল্যে তরুণ প্রিয়ম গর্গকেও তুলে নিল হায়দরাবাদ। তাঁর ন্যূনতম মূল্য ছিল ২০ লক্ষ। 

বেলা ৫টা ৩০: ৬০ লক্ষ টাকায় রাহুল ত্রিপাঠীকে নিল কেকেআর। 

বেলা ৫টা ২৮: দল পেলেন না রোহন কদম, মনোজ কালরা, হরপ্রীত ভাটিয়া।

বেলা ৫টে ১৬: অবিক্রিত রইলেন ইশ সোদি, অ্যাডাম জাম্পা, হেডেন ওয়ালস এবং জাহির খান।

বেলা ৫টে ১৩: ৬ কোটি ৭৫ লক্ষ টাকার বিনিময়ে পীযূষ চাওলাকে তুলে নিল চেন্নাই সুপার কিংস।

cotrell

বেলা ৫টা ৭: ক্যারিবিয়ান তারকা পেসার শেল্ডন কটরেলের ন্যূনতম মূল্য ছিল ৫০ লক্ষ। সাড়ে আট কোটি টাকা দিয়ে তাঁকে নিজেদের ঘরে তুলল প্রীতি জিন্টার পাঞ্জাব।  

বেলা ৫টা ৪: অবিক্রিত রইলেন কিউয়ি বোলার টিম সাউদি।

বেলা ৫টে ৩: নাথান কুল্টার নাইলকে নেওয়ার জন্য বিড করল মুম্বই ও চেন্নাই। অস্ট্রেলিয়ার ফাস্ট বোলারের ন্যূনতম মূল্য এক কোটি। আট কোটি টাকায় এবার মুম্বইয়ে খেলবেন তিনি। 

বেলা ৫টা: রাজস্থান রয়্যালসে গেলেন গত মরশুমের সবচেয়ে দামী ভারতীয় তারকা জয়দেব উনাদকাট। এবার বিক্রি হলেন তিন কোটি টাকায়।

বেলা ৪টে ৫২: দল পেলেন না দুর্দান্ত ফর্মে থাকা ক্যারিবিয়ান উইকেটরকক্ষক সাই হোপও। অবিক্রিত থাকলেন মোহিত শর্মা এবং ডেল স্টেইন, অ্যান্ড্রু টাই।

বেলা ৪টে ৫২:  বিক্রি হলেন না বাংলাদেশি উইকেট কিপার মুশফিকুর রহিম, ক্লাসেন, ভারতীয় বোলার নমন ওঝা এবং শ্রীলঙ্কার উইকেট কিপার কুশল পেরেরা। 

বেলা ৪টে ৫০: ৫০ লক্ষ টাকা ন্যূনতম মূল্যের অজি ব্যাটসম্যান অলেক্স ক্যারিকে ২ কোটি ৪০ লক্ষ টাকায় কিনে নিল দিল্লি ক্যাপিটালস।  

বেলা ৪টে ২২: অবিক্রিত থেকে গেলেন স্টুয়ার্ট বিনি।

বেলা ৪টে ২০: গত মরশুমে দিল্লির জার্সিতে খেলা ক্রিস মরিসের এবার ন্যূনতম মূল্য ছিল দেড় কোটি। ১০ কোটি টাকায় প্রোটিয়া অলরাউন্ডারকে কিনে নিল আরসিবি।

বেলা ৪টে ১৪: ইংলিশ তারকা স্যাম কুরানকে সাড়ে পাঁচ কোটির বিনিময়ে দলে নিল চেন্নাই সুপার কিংস।  

বেলা ৪টে ১০: এবার সকলের নজরে রয়েছেন অজি পেসার প্যাট কামিন্স। তাঁর ন্যূনতম মূল্য ২ কোটি। দিল্লি ও ব্যাঙ্গালোরের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর শেষমেশ সাড়ে ১৫ কোটি টাকায় কামিন্সকে পেল কেকেআর। সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার হিসেবে বিক্রি হলেন অজি পেসার।

Cummins

বেলা ৪টে ২: অবিক্রিত কেকেআরের প্রাক্তন অলরাউন্ডার ইউসুফ পাঠান। বিক্রি হলেন না নিউজিল্যান্ডের গ্র্যান্ডহোমও।

বেলা ৪টে ১: দেড় কোটি টাকায় ক্রিস ওকসকে নিল দিল্লি ক্যাপিটালস।

বেলা ৪টে: দীর্ঘ দড়ি টানাটানির পর ১০ কোটি ৭৫ লক্ষ টাকায় বিক্রি হলেন ম্যাক্সওয়েল। নিল কিংস ইলেভেন পাঞ্জাব।

বেলা ৩টে ৫৫: বিড চলছে অজি তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে নিয়ে, যাঁর ন্যূনতম মূল্য ২ কোটি। 

Maxwell 

বেলা ৩টে ৪৬: অজি ব্যাটসম্যান অ্যারন ফিঞ্চের জন্য বিড করছে কেকেআর এবং আরসিবি। তাঁর ন্যূনতম মূল্য এক কোটি। গত আইপিএল মরশুমে তিনি খেলেননি। দড়ি টানাটানির পর ৪কোটি ৪০ লক্ষ টাকায় আরসিবিতে গেলেন ফিঞ্চ।

বেলা ৩টে ৪৫: দেড় কোটি টাকায় ইংলিশ ওপেনার জ্যাসন রয়কে দলে পেল দিল্লি ক্যাপিটালস।

বেলা ৩টে ৪৪: প্রথম বিডে অবিক্রিত রয়ে গেলেন ভারতীয় ক্রিকেটার হনুমা বিহারী ও চেতেশ্বর পূজারা।

বেলা ৩টে ৪৩: কেকেআরের প্রাক্তন তারকা রবিন উথাপ্পাকে পেল রাজস্থান রয়্যালস। তিন কোটি টাকায় বিক্রি হলেন তিনি।

বেলা ৩টে ৪০: ৫ কোটি ২৫ লক্ষের বিনিময়ে ইয়ন মর্গ্যানকে দলে নিল কলকাতা নাইট রাইডার্স।

বেলা ৩টে ৩৮: ক্রিস লিনকে দু’কোটি টাকায় কিনে নিল মুম্বই ইন্ডিয়ান্স।

বেলা ৩টে ২০:  কলকাতার পাঁচতারা হোটেলে হাজির আটটি ফ্র্যাঞ্চাইজির মালিকরা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement