Advertisement
Advertisement

আইপিএল শুরুর আগে নাইট সমর্থকদের বিশেষ অনুরোধ কিং খানের

কী আরজি শাহরুখের? দেখুন ভিডিও।

IPL 2019: Shah Rukh Khan boosts moral of Knight Riders
Published by: Sulaya Singha
  • Posted:March 18, 2019 5:14 pm
  • Updated:March 19, 2019 9:02 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নির্বাচনী আবহেই আইপিএল-এর ঢাকে কাঠি পড়ে গিয়েছে। উত্তেজনার পারদও চড়তে শুরু করেছে চড়চড় করে। আর সেই উত্তেজনাই আরও কয়েকগুণ বাড়িয়ে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান।

টিভির পর্দায় চোখ রাখলেই দেখা যাচ্ছে আট দলের রংবেরঙের প্রোমো। এবার একটি ভিডিও প্রকাশ করলেন কলকাতা নাইট রাইডার্সের সহ-কর্ণধার। আইপিএলে কীভাবে প্রতিমুহূর্তে দলকে তিনি উৎসাহ দেন, তা তো সকলেরই জানা। প্রতিবারের মতো এবারও ভিডিওতে পেপ টক দিতে শোনা গেল তাঁকে। সঙ্গে অবশ্য সমর্থকদেরও বিশেষ অনুরোধ জানালেন তিনি। আর তাঁর এই ভিডিওই কেকেআর ফ্যানদের উৎসাহ বাড়িয়ে দিয়েছে। আগামী ২৩ মার্চ শুরু আইপিএলের ১২ তম মরশুম। দ্বিতীয় দিন অর্থাৎ ২৪ মার্চ ঘরের মাঠে কলকাতার প্রথম প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ। ইতিমধ্যেই কলকাতা দলের একাধিক তারকা শহরে পৌঁছে গিয়েছেন। ম্যাচের টিকিট বিক্রিও শুরু হয়ে গিয়েছে। আর ঠিক তার ভিডিওতে স্বমহিমায় ধরা দিলেন কিং খান।

Advertisement

হাতে আর পাঁচটা দিন। তারপরই নাইট জার্সি চাপিয়ে ইডেনে টস করতে নামবেন দীনেশ কার্তিক। গতবারই প্রথমবার কেকেআর-এর অধিনায়কের ভূমিকায় নজর কেড়েছিলেন তিনি। গৌতম গম্ভীরের জুতোয় পা গলিয়ে দলকে অনেক দূর পৌঁছে দিয়েছিলেন। তবে ট্রফি অধরাই থেকে গিয়েছিল। তাই এবার তিলোত্তমাকে তৃতীয় ট্রফি জিতে মরিয়া তিনি। মরিয়া শাহরুখও। তাই তো বলছেন শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করবে তাঁর দল। তবে দর্শকদের কাছে তাঁর অনুরোধ, “আমাদের জন্য তোমরা প্রার্থনা করো। আমরা তোমাদের জন্য খেলব।” সমর্থকরাই যে ক্রিকেটারদের সঞ্জীবনী, সে কথাই যেন বলে দিতে চাইলেন শাহরুখ। এক মিনিট এক সেকেন্ডের ভিডিওটি শাহরুখের পাশাপাশি দেখা গিয়েছে পীয়ূষ চাওলা, রবীন উথাপ্পা, কার্তিকদেরও। নিউজিল্যান্ডের লকি ফার্গুসন, ইংল্যান্ডের হেনরি গার্নি, দক্ষিণ আফ্রিকার অ্যানরিচ নর্টজেকে এবার দেখা যাবে কেকেআরের জার্সিতে। রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্রেথওয়েটও। সবমিলিয়ে কুড়ি-বিশের লড়াইয়ের জন্য প্রস্তুত নাইটবাহিনী।

[শেখ হাসিনাকে কটূক্তি, জেল হেফাজতে মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement