সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সমস্যা বেড়েই চলেছে মহম্মদ শামির। স্ত্রী হাসিন জাহানের আনা একাধিক অভিযোগে মামলা রুজু হয়েছে ভারতীয় পেসারের বিরুদ্ধে। যার জেরে বিসিসিআইয়ের সেন্ট্রাল কন্ট্রাক্ট লিস্ট থেকেও বাদ পড়েছেন তিনি। এবার বাংলার বোলারের আইপিএল ভবিষ্যৎও প্রশ্নচিহ্নর মুখে।
আগামী ৭ এপ্রিল থেকেই শুরু হয়ে যাচ্ছে আইপিএল-এর ১১ তম মরশুম। এ মরশুমেও দিল্লি ডেয়ারডেভিলসের জার্সি গায়েই খেলার কথা শামির। বিনিময়ে দুর্দান্ত ফর্মে থাকা শামিকে নিজেদের কাছেই রেখে দিয়েছিল দিল্লি। কিন্তু তাঁর বিরুদ্ধে স্ত্রী একাধিক অভিযোগ তোলার পরই নড়েচড়ে বসেছে আইপিএল-এর দলটি। টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সঙ্গে বৈঠকে বসবেন দিল্লি ফ্র্যাঞ্চাইজির কর্তাব্যক্তিরা বলে খবর। বিসিসিআই-এর আইনজীবীর অনুমতি পেলে তবেই আইপিএল-এ খেলার সুযোগ মিলবে শামির।
শুক্রবারই শামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন স্ত্রী হাসিন। লালবাজারে কলকাতা পুলিশের সদর দপ্তরে শামি ও তাঁর শ্বশুরবাড়ির মোট পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন হাসিন। পুলিশ শামির বিরুদ্ধে ৩৭৬ (ধর্ষণ), ৩০৭ (খুনের চেষ্টা) এবং ৪৯৮এ-র (বধূ নির্যাতনের) মতো জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে। শামির দাদার বিরুদ্ধেও ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন হাসিন। এর আগে পাক মহিলার সঙ্গে শারীরিক সম্পর্কের অভিযোগ উঠেছিল শামির বিরুদ্ধে। অন্যদিকে ধরমশালায় দেওধর ট্রফি খেলতে ব্যস্ত শামি জানান, সব অভিযোগ মিথ্যে। পালটা অভিযোগ করেন, হাসিনের মাথা খারাপ হয়ে গিয়েছে। তাই এসব উলটোপালটা অভিযোগ করছেন। তবে এমন পরিস্থিতিতে মেয়ের পাশে দাঁড়াচ্ছেন হাসিনের বাবা। রবিবার সম্ভবত মেয়ের সঙ্গে দেখা করতে কলকাতা আসছেন তিনি। পাশাপাশি তিনি জানান, পারিবারিক বিবাদ মিটিয়ে নিতে বলে জামাইকে ফোন করেছিলেন। কিন্তু শামির সঙ্গে তাঁর যোগাযোগ হয়নি।
দিল্লি ফ্র্যাঞ্চাইজির তরফে এক কর্তা বলেন, “শামির খেলা নিয়ে ডেয়ারডেভিলস নিজে কোনও সিদ্ধান্ত নিতে পারে না। প্রতিটি খেলোয়াড়ই বোর্ডের অনুমতি নিয়েই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলে। সেই কারণেই বিসিসিআইয়ের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে।” সেক্ষেত্রে শামির বিরুদ্ধে ওঠা অভিযোগের কোনও প্রমাণ পুলিশ পায় কিনা, তাও দেখা হবে। শোনা যাচ্ছে, সোমবার মুম্বইয়ে শামির ক্রিকেটীয় ভবিষ্যৎ নিয়ে বৈঠকে বসবেন বোর্ডের কার্যকরী সভাপতি সি কে খান্না, কার্যকরী সচিব অমিতাভ চৌধুরি, কোষাধ্যক্ষ অনিরুদ্ধ চৌধুরি, সিইও রাহুল জোহরি-সহ অন্যান্য কর্তারা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.