Advertisement
Advertisement

Breaking News

Cricket

IPL 14: নাম বদলে এবার নতুন রূপে প্রীতির পাঞ্জাব, কেমন হতে পারে প্রথম একাদশ?

নিলামে বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটসম্যানকে দলে নিয়েছে পাঞ্জাব কিংস।

IPL 14: here is how Punjab Kings team looks like | Sangbad Pratidin
Published by: Abhisek Rakshit
  • Posted:April 6, 2021 10:00 pm
  • Updated:April 6, 2021 10:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL14) শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। কার দল কতটা শক্তিশালী? কোন দলে কারা কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে। সেসব নিয়ে সমর্থকদের মধ্যে বহু কৌতূহল। সেই কৌতূহল খানিকটা নিরসন ঘটানোর চেষ্টা করছি আমরা। আইপিএলের আগে প্রতিটি দলের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে শুরু হয়েছে বিশ্লেষণ। আজ পাঞ্জাব কিংস (‌Kings XI Punjab)‌।

করোনা আবহে দুবাইয়ে আয়োজিত হয়েছিল গতবারের আইপিএল। তাতে প্রথম দিকে খুবই হতশ্রী পারফর্ম করেছিল প্রীতি জিন্টার দল। শেষপর্যন্ত অবশ্য লিগটেবিলে ৬ নম্বরে থেকে আইপিএল মরশুম শেষ করেছিল পাঞ্জাব। এবারের নিলামের আগেই নাম পরিবর্তনও করে ফেলে তাঁরা। কিংস ইলেভেন পাঞ্জাবের পরিবর্তে নতুন নাম হয় পাঞ্জাব কিংস। এছাড়া ম্যাক্সওয়েল-সহ একাধিক ক্রিকেটারকে ছেড়েও দেয় তাঁরা।

Advertisement

[আরও পড়ুন: আসন্ন আইপিএলে ধোনির সামনে তিনটি রেকর্ড গড়ার হাতছানি]

ফলে নিলামে একাধিক নতুন খেলোয়াড়কে দলে নেয় পাঞ্জাব কিংস। তাতে উল্লেখযোগ্য নাম ঝাই রিচার্ডসন, রিলি মেয়ারডিথ এবং অবশ্যই বিশ্বের এক নম্বর টি-২০ ব্যাটসম্যান ডেভিড মালান। এর মধ্যে রিচার্ডসনকে কিনতে ১৪ কোটি এবং মেয়ারডিথকে কিনতে ৮ কোটি খরচ করেছে প্রীতির দল। বিশেষজ্ঞদের মতে, এবারের পাঞ্জাব দলে বিস্ফোরক ব্যাটসম্যানদের অভাব নেই। কিন্তু অভিজ্ঞ বোলারের অভাব টের পেতে পারেন কেএল রাহুলরা। পাশাপাশি আগের বারের মতো প্রথম একাদশ নিয়ে বেশি কাটাছেঁড়া করলেও সমস্যায় পড়তে হতে পারে পাঞ্জাবকে।

দেখে নিন কারা কারা রয়েছেন দলে:‌

কেএল রাহুল (অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, ক্রিস গেইল, নিকোলাস পুরান, মনদীপ সিং, সরফরাজ খান, প্রভু সিমরণ সিং, মহম্মদ শামি, দীপক হুদা, মুরুগান অশ্বিন, ক্রিস জর্ডন, অর্শদীপ সিং, ঈশান পোড়েল, দর্শন নালকান্দে, হরপ্রীত ব্রার, রবি বিষ্ণোই, ডেভিড মালান, ঝাই রিচার্ডসন, শাহরুখ খান, রিলি মেয়ারডিথ, মোজেস হেনরিকস, জলজ সাক্সেনা, উৎকর্ষ সিং, ফাবিয়ান অ্যালেন, সৌরভ কুমার।

এক নজরে দেখে নেওয়া যাক পাঞ্জাব কিংসদের প্রথম একাদশ কেমন হতে পারে:‌
১. কেএল রাহুল (‌অধিনায়ক)‌
২.‌ মায়াঙ্ক আগারওয়াল
৩.‌ ক্রিস গেইল/ডেভিড মালান
৪.‌ ‌নিকোলাস পুরান
৫.‌ সরফরাজ খান
৬.‌ মনদীপ সিং
৭.‌ দীপক হুদা
৮.‌ মহম্মদ শামি
৯.‌ রবি বিষ্ণোই
১০.‌ ঝাই রিচার্ডসন
১১.‌‌ ক্রিস জর্ডন

[আরও পড়ুন: দীর্ঘদিনের প্রেম বদলে যাচ্ছে পরিণয়ে, সাতপাকে বাঁধা পড়ছেন তারকা শুটার গগন নারাং]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement