Advertisement
Advertisement
IPL 14

IPL 14: পন্থের নেতৃত্বে এবারেও শক্তিশালী দল দিল্লি, কেমন হবে প্রথম একাদশ?

অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলই ভরসা দিল্লির।

IPL 14: Here is how Delhi Capitals team looks like | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:April 5, 2021 8:57 pm
  • Updated:April 5, 2021 9:15 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। কার দল কতটা শক্তিশালী? কোন দলে কারা কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে। সেসব নিয়ে সমর্থকদের মধ্যে বহু কৌতূহল। সেই কৌতূহল খানিকটা নিরসন ঘটানোর চেষ্টা করছি আমরা। আইপিএলের আগে প্রতিটি দলের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে শুরু হচ্ছে বিশ্লেষণ। আজ দিল্লি ক্যাপিট্যালস ( Delhi Capitals)।

পুরো দল
ঋষভ পন্থ (অধিনায়ক), অজিঙ্ক রাহানে, শিখর ধাওয়ান, সিমরন হেটমেয়ার, পৃথ্বী শ’, আমিত মিশ্র, আন্দ্রে নরতিয়ে, আবেশ খান, হার্শাল প্যাটেল, ইশান্ত শর্মা, কাগিসো রাবাডা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ডানিয়েল সামস, ললিত যাদব, মার্কোস স্টয়নিস, টম কুরান, স্টিভ স্মিথ, স্যাম বিলিংস, উমেশ যাদব, রিপল প্যাটেল, বিষ্ণু বিনোদ, লুকম্যান হোসেন মেরিওয়ালা, এম সিদ্ধার্থ

Advertisement

[আরও পড়ুন: IPL 2021: জার্সি থেকে মদের বিজ্ঞাপনের লোগো সরান, চেন্নাইয়ের কাছে আরজি মঈন আলির]

সম্ভাব্য একাদশ:
১। শিখর ধাওয়ান
২। পৃথ্বী শ
৩। অজিঙ্কে রাহানে (অধিনায়ক)
৪। ঋষভ পন্থ
৫। স্টিভ স্মিথ/সিমরন হেটমেয়ার
৬। মার্কোস স্টয়নিস
৭। অক্ষর প্যাটেল/অমিত মিশ্র
৮। রবিচন্দ্রন অশ্বিন
৯। কাগিসো রাবাডা
১০। আন্দ্রে নরতিয়ে
১১। উমেশ যাদব/ইশান্ত শর্মা

[আরও পড়ুন: এখনই টিকাকরণ নয়, ভ্যাকসিন ছাড়াই মহারাষ্ট্রে আইপিএল খেলবেন ক্রিকেটাররা]

খাতায় কলমে দিল্লি ক্যাপিট্যালস আইপিএলের (IPL) অন্যতম সেরা দল। তরুণ প্রতিভাবান এবং মারকুটে একাধিক ভারতীয় ব্যাটসম্যান এই দলে খেলবেন। সেই সঙ্গে রয়েছে রাহানে, ধাওয়ানদের অভিজ্ঞতা। বোলিং বিভাগেও তেমন দুর্বলতা চোখে পড়ে না। তবে, এই মরশুম শুরুর আগেই ধাক্কা খেয়েছেন দিল্লি সমর্থকরা। চোটের জন্য পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। তাঁর পরিবর্তে অধিনায়কত্বের ভার গিয়েছে ঋষভ পন্থের উপর। দিল্লি টিম ম্যানেজমেন্ট আশাবাদী পন্থের অধিনায়কত্বে ভাল ফল করবে দিল্লি। তাছাড়া তাঁর সঙ্গে ধাওয়ান, রাহানে, স্মিথের মতো অভিজ্ঞ তারকারা রয়েছেন। সব মিলিয়ে এবারেও টুর্নামেন্ট জয়ের অন্যতম দাবিদার এই দিল্লি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement