সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গতবার যে ম্যাচটায় হেরে আইপিএল (IPL) থেকে বিদায় নিতে হয়েছিল, আমিরশাহী আইপিএলে (IPL 2020)সেই ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করতে হচ্ছে দীনেশ কার্তিককে। রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। যে ম্যাচ কেকেআরের কাছে মর্যাদার ম্যাচ। মুম্বই ইন্ডিয়ান্স বনাম কেকেআরের (KKR) উর্ধ্বে উঠে চিরকাল বাদশা বনাম মুম্বই। কে ভুলেছে, ২০০৮ সালে ক্রমাগত হারতে থাকা নাইটদের কাছে টিম মালিক শাহরুখ খানের সেই হাহাকার মেশানো বার্তা, ‘আমি তোমাদের কাছে কখনও কিছু চাইনি। তোমরা শুধু আমাকে এই ম্যাচটা জিতিয়ে দাও। মুম্বইয়ে সবাই আমাকে বাদশা বলে।’
সেই মহাযুদ্ধের আগে কী বলছেন নাইট অধিনায়ক কার্তিক? নীচে তুলে দেওয়া হল..”মুম্বই ইন্ডিয়ান্স আইপিএল (IPL 13) ইতিহাসে অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি। মুম্বই চার বারের আইপিএল চ্যাম্পিয়ন। আর এই রেকর্ড থেকেই পরিষ্কার মুম্বই (Mumbai Indians) ঠিক কতটা ধারাবাহিক। এটা একদিক থেকে ভাল যে আমরা প্রথমেই ওদের বিরুদ্ধে খেলছি। আশা করছি, বুধবার দারুণ একটা লড়াই হবে। আমি কেকেআর স্কোয়াড নিয়ে সন্তুষ্ট। সংযুক্ত আরব আমিরশাহীর পিচ মানে এখানে স্পিনারদের একটু গতি নিয়ে বল করতে হবে। আমি সেই ব্যাপারে কথা বলেছি দলের স্পিনারদের সঙ্গে। কেকেআরের অন্যতম শক্তি হল আমার দলে দারুণ সমস্ত পেসার আছে। বিশেষ করে ভারতীয় পেসারদের কথা বলতে চাই। সবাই খুবই প্রতিভাবান। মুম্বই ম্যাচের আগে আমি তাই বুঝতে পারছি না কাকে ছেড়ে কাকে দলে রাখব। দলে যখন এত প্রতিভা থাকে তখন প্রথম
একাদশ বেছে নিতে খুব সমস্যা হয়।”
এদিন আলাদা করে যার কথা কেকেআর অধিনায়ক বললেন, তিনি হলেন শুভমান গিল। কার্তিক বলছেন, ছেলেটার মধ্যে বড় ক্রিকেটার হওয়ার সমস্ত মশলা আছে। শুভমান থাকায় আমার দল আরও শক্তিশালী। নিশ্চিত এই মরশুমে শুভমান দারুণ সমস্ত পারফরম্যান্স উপহার দেবে। প্রত্যাশা ছাপিয়ে যাবে। আমার মনে হয় ওপেনিং কম্বিনেশন হিসাবে সুনীল নারিন আর শুভমান গিল দারুন।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.