Advertisement
Advertisement
IPL 13 SRH

আইপিএল ১৩: ওয়ার্নারই মূল অস্ত্র সানরাইজার্সের, কেমন হতে পারে প্রথম একাদশ?

সানরাইজার্স হায়দরাবাদের তুরুপের তাস হতে পারেন দুই আফগান।

IPL 13 in Bengali News: Here is the Probable Playing XI of SRH
Published by: Subhajit Mandal
  • Posted:September 16, 2020 2:23 pm
  • Updated:September 16, 2020 2:23 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL13) শুরু হতে আর দিন তিনেক। এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। কার দল কতটা শক্তিশালী? কোন দলে কারা কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে। সেসব নিয়ে সমর্থকদের মধ্যে বহু কৌতূহল। সেই কৌতূহল খানিকটা নিরসন ঘটানোর চেষ্টা করছি আমরা। আইপিএলের আগে প্রতিটি দলের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে শুরু হচ্ছে বিশ্লেষণ। আজ সানরাইজার্স হায়দরাবাদ(Sunrisers Hyderabad)‌।

পুরো দল:
ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মণীশ পাণ্ডে, কেন উলিয়ামসন, বিজয় শংকর, বিরাট সিং, প্রিয়ম গর্গ, মিচেল মার্শ, বি সন্দীপ, আবদুল সামাদ, অভিষেক শর্মা, ফ্যাবিয়ান অ্যালেন, সঞ্জয় যাদব, শ্রীবৎস গোস্বামী, ঋদ্ধিমান সাহা, জনি বেয়ারস্টো, মহম্মদ নবি, শাহবাজ নাদিম, রশিদ খান, সিদ্ধার্থ কৌল, ভুবনেশ্বর কুমার, বাসিল থাম্পি, খলিল আহমেদ, বিলি স্টানলাকে, টি নটরাজন, সন্দীপ শর্মা

Advertisement

[আরও পড়ুন: আইপিএল ১৩: রায়না-ভাজ্জিদের ছাড়াও শক্তিশালী চেন্নাই দল, কেমন হবে প্রথম একাদশ?]

কোচিং স্টাফ:
ট্রেভর বেলিস (হেড কোচ), ব্র্যাড হ্যাডিন (সহকারী কোচ), মুথাইয়া মুরলীধরণ (বোলিং কোচ), বিজু জর্জ (ফিল্ডিং কোচ), ভিভিএস লক্ষণ (মেন্টর)

সম্ভাব্য প্রথম একাদশ (SRH Probable Playing XI)
১। ডেভিড ওয়ার্নার (অধিনায়ক)
২। ঋদ্ধিমান সাহা
৩। কেন উলিয়ামসন
৪। মণীশ পাণ্ডে
৫। বিরাট সিং/প্রিয়ম গর্গ
৬। বিজয় শংকর
৭। মহম্মদ নবি/ মিচেল মার্শ
৮। রশিদ খান
৯। ভুবনেশ্বর কুমার
১০। শাহবাজ নাদিম
১১। সিদ্ধার্থ কউল

[আরও পড়ুন: আইপিএল ১৩: একেবারে নতুন সাজে কিংস ইলেভেন পাঞ্জাব, কেমন হবে প্রথম একাদশ?‌]

সানরাইজার্স হায়দরাবাদ বেশ কিছুদিন ধরেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উপর নির্ভরশীল। তবে এবারের ওয়ার্নার নির্ভরতা একটু বেশি বলেই মনে হচ্ছে। ওয়ার্নার, উইলিয়ামসন এবং মণীশ পাণ্ডে ছাড়া ব্যাটিং বিভাগে তেমন বড় নাম নেই। তাই সানরাইজার্স চেষ্টা করবে যে কোনওভাবে জনি বেয়ারস্টোকে প্রথম একাদশে ঢুকিয়ে দিতে। সেক্ষেত্রে একজন বোলার বা অল-রাউন্ডার কম খেলাতে হবে হায়দরাবাদকে। বোলিং বিভাগের নেতৃত্বে থাকবেন ভুবনেশ্বর কুমার। দীর্ঘদিন পর মাঠে ফিরে নিজেকে প্রমাণ করতে চাইবেন ভুবি। তবে আমিরশাহীর স্লো পিচে সানরাইজার্সের তুরুপের তাস হতে পারেন রশিদ খান এবং মহম্মদ নবি। এই দুই আফগান যদি ফর্মে থাকেন, তাহলে যে কোনও ম্যাচের মোড় ঘুরে যেতে পারে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement