Advertisement
Advertisement
Virat Kohli RCB IPL 13

আইপিএল ১৩: ট্রফির খরা কাটাতে এবছর শক্তিশালী দল RCB’র, কেমন হবে প্রথম একাদশ?

প্রথম একাদশে সুযোগ নাও পেতে পারেন উমেশ যাদব, ক্রিস মরিসরা।

IPL 13 in Bengali News: here is how RCB could shape | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:September 17, 2020 4:53 pm
  • Updated:September 17, 2020 4:53 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL13) শুরু হতে আর দু’দিন।ক্রিকেট মহলে চড়ছে উত্তেজনার পারদ। কার দল কতটা শক্তিশালী? কোন দলে কারা কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে। সেসব নিয়ে সমর্থকদের মধ্যে বহু কৌতূহল। সেই কৌতূহল খানিকটা নিরসন ঘটানোর চেষ্টা করছি আমরা। আইপিএলের আগে প্রতিটি দলের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে শুরু হচ্ছে বিশ্লেষণ। আজ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর(Royal Challengers Bangalore)‌।

পুরো দল:
বিরাট কোহলি, এ বি ডি’ভিলিয়র্স, অ্যারন ফিঞ্চ, গুরকিরাত সিং মান, দেবদত্ত পাডলিকল, শিবম দুবে, মইন আলি, ইসুরু উদানা, পবণ দেশপাণ্ডে, পার্থিব প্যাটেল, জশ ফিলিপস, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, পবন নেগী, শাহবাজ আহমেদ, অ্যাডাম জাম্পা, উমেশ যাদব, নবদীপ সাইনি, মহম্মদ সিরাজ, ক্রিস মরিস, ডেল স্টেইন

Advertisement

[আরও পড়ুন: আইপিএল ১৩: ওয়ার্নারই মূল অস্ত্র সানরাইজার্সের, কেমন হতে পারে প্রথম একাদশ?]

কোচিং স্টাফ:
সাইমন ক্যাটিচ (হেডকোচ), অ্যাডাম গ্রিফিথ (বোলিং কোচ), সিদ্ধার্থ শ্রীরাম (ব্যাটিং এবং স্পিন বোলিং কোচ)

সম্ভাব্য প্রথম একাদশ
1. অ্যারন ফিঞ্চ
২। পার্থিব প্যাটেল/দেবদত্ত পাডলিকল
৩। বিরাট কোহলি
৪। এ বি ডি’ভিলিয়র্স
৫। গুরকিরাত সিং মান
৬। ক্রিস মরিস/মইন আলি
৭। শিবম দুবে
৮। ওয়াশিংটন সুন্দর
৯। ডেল স্টেইন/অ্যাডাম জাম্পা
১০। যুজবেন্দ্র চাহাল
১১। নবদীপ সাইনি

[আরও পড়ুন: আইপিএল ১৩: রায়না-ভাজ্জিদের ছাড়াও শক্তিশালী চেন্নাই দল, কেমন হবে প্রথম একাদশ?]

অধিনায়ক বিরাট কোহলির (Virat Kholi) ক্রিকেট জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা সম্ভবত একবারও আইপিএল না জেতা। তাঁর ফ্রাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর প্রতিবছরই খাতায় কলমে শক্তিশালী দল তৈরি করে। বিশেষ করে ব্যাটিং বিভাগে। কিন্তু বোলিং বিভাগের দুর্বলতা এবং টিম কেমিস্ট্রির অভাব বারেবারে ডুবিয়ে দেয় আরসিবিকে (RCB)। তবে, এবছর টুর্নামেন্ট শুরুর আগেই হুঙ্কার ছেড়ে রেখেছেন ক্যাপ্টেন কোহলি। সদর্পে ঘোষণা করেছেন, গত ৪ বছরের মধ্যে এবারেই সবচেয়ে শক্তিশালী দল গঠন করেছে আরসিবি। এখন দেখার বিরাটের সেই শক্তিশালী দল আইপিএলে কেমন পারফরম্যান্স দেয়। যদিও খাতায় কলমে এবারেও কোহলির দলে একাধিক দুর্বলতা আছে। পেস বোলিং বিভাগে বৃদ্ধ স্টেইনের উপর নির্ভর করতে হবে কোহলিকে। স্পিন বোলিংয়েও চাহাল ছাড়া বড় নাম নেই। তবে এবারে আরসিবির ব্যাটিং বিভাগ সত্যিই শক্তিশালী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement