Advertisement
Advertisement
রাজস্থান রয়্যালস আইপিএল

আইপিএল ১৩: পুরোপুরি বিদেশি নির্ভর রাজস্থান রয়্যালস, কেমন হতে পারে প্রথম একাদশ?

কত নম্বরে শেষ করতে পারে রাজস্থান?

IPL 13: Here is how Rajasthan Royals could line up
Published by: Subhajit Mandal
  • Posted:September 11, 2020 12:56 pm
  • Updated:September 11, 2020 12:56 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। কার দল কতটা শক্তিশালী? কোন দলে কারা কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে। সেসব নিয়ে সমর্থকদের মধ্যে বহু কৌতূহল। সেই কৌতূহল খানিকটা নিরসন ঘটানোর চেষ্টা করছি আমরা। আইপিএলের আগে প্রতিটি দলের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে শুরু হচ্ছে বিশ্লেষণ। আজ রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।

পুরো দল:
স্টিভ স্মিথ (অধিনায়ক), বেন স্টোকস, সঞ্জু স্যামসন, আন্ড্রু তাই, কার্তিক ত্যাগী, অঙ্কিত রাজপুত, শ্রেয়স গোপাল, রাহুল তেওয়াটিয়া, জয়দেব উনাদকাট, ময়ঙ্ক মার্কন্ডে, মাহিপাল লোমরর, অসনে থমাস, রায়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, অনুজ রাওয়াত, আকাশ সিং, হোফ্রা আর্চার, ডেভিড মিলার, জস বাটলার, মনন ভোরা, শশাঙ্ক সিং, বরুন অ্যারণ, টম কুরান, রবীন উথাপ্পা, অনিরুদ্ধ যোশী।

Advertisement

[আরও পড়ুন: আইপিএল ১৩: কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ?]

কোচিং স্টাফ: অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড (হেডকোচ), অমল মজুমদার (ব্যাটিং কোচ), সাইরাজ বাহুতুলে (স্পিন বোলিং কোচ), রব ক্যাসেল (ফাস্ট বোলিং কোচ), দিশান্ত ইয়াগনিক (ফিল্ডিং কোচ)

সম্ভাব্য প্রথম একাদশ,
১। মনন ভোরা/যশস্বী জয়সওয়াল
২। জস বাটলার
৩। রবীন উথাপ্পা
৪। স্টিভ স্মিথ (অধিনায়ক)
৫। সঞ্জু স্যামসন
৬। বেন স্টোকস
৭। শ্রেয়স গোপাল
৮। হোফ্রা আর্চার
৯। জয়দেব উনাদকাট
১০। অঙ্কিত রাজপুত/বরুণ অ্যারণ
১১। ময়ঙ্ক মার্কন্ডে

এখনও পর্যন্ত রাজস্থান শিবিরে চোট আঘাতের তেমন খবর নেই। তবে কোনও কোনও ম্যাচে প্রথম একাদশে বদল আসতেই পারে। গতবছর এই দলের হয়ে সাফল্য পেয়েছেন তরুণ রায়ান পরাগ। টিম ম্যানেজমেন্ট তাঁকে সুযোগ দিতে চাইবে। এছাড়াও বেশ কয়েকজন প্রতিভাবান তরুণ দলে আছেন। সুযোগ পেলে তাঁরাও নিজেদের প্রমাণ করতে চাইবেন।

[আরও পড়ুন: অপরাজিত থেকেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন শাহরুখের ত্রিনবাগো নাইট রাইডার্স]

প্রথম আইপিএলে চ্যাম্পিয়ন হওয়ার পর আর সেভাবে চমকপ্রদকিছু করে দেখাতে পারেনি রাজস্থান। শুরু থেকেই প্রতিভাবান তরুণ প্রতিভাদের সুযোগ দেওয়ায় বিশ্বাসী এই ফ্যাঞ্চাইজি। এবারেও সঞ্জু স্যামসন, যশস্বী জয়সওয়াল, ময়ঙ্ক মার্কন্ডে, রায়ান পরাগদের মতো তরুণদের দিকে নজর থাকবে। রাজস্থান রয়্যালস দল হিসেবে নির্ভরশীল চার বিদেশির উপর। মোটের উপর ব্যাটিং বিভাগ ভাল। তবে বোলিং বিভাগ নিয়ে প্রশ্নচিহ্ন থাকছে।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement