Advertisement
Advertisement
মুম্বই ইন্ডিয়ান্স

আইপিএল ১৩: এবছরও শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স দল, কেমন হতে পারে প্রথম একাদশ?

কার উপর নির্ভর করছে মুম্বইয়ের ভাগ্য?

IPL 13: Here is how Mumbai Indians could shape this season
Published by: Subhajit Mandal
  • Posted:September 12, 2020 12:52 pm
  • Updated:September 12, 2020 2:05 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইপিএল (IPL) শুরু হতে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এখন থেকেই চড়ছে উত্তেজনার পারদ। কার দল কতটা শক্তিশালী? কোন দলে কারা কারা সুযোগ পেতে পারেন প্রথম একাদশে। সেসব নিয়ে সমর্থকদের মধ্যে বহু কৌতূহল। সেই কৌতূহল খানিকটা নিরসন ঘটানোর চেষ্টা করছি আমরা। আইপিএলের আগে প্রতিটি দলের শক্তি, দুর্বলতা এবং সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে শুরু হচ্ছে বিশ্লেষণ। আজ মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)।

পুরো দল:

Advertisement

<রোহিত শর্মা (অধিনায়ক), দিগ্বিজয় দেশমুখ, কুইন্টন ডি’কক, আদিত্য তারে, সৌরভ তিওয়ারি, জশপ্রীত বুমরাহ, ধবল কুলকর্ণী, জেমস প্যাটিনসন, নাথান কুল্টার-নাইল, ট্রেন্ট বোল্ট, জয়ন্ত যাদব, সূর্যকুমার যাদব, ক্রুণাল পাণ্ডিয়া, কাইরন পোলার্ড, রাহুল চাহার, ক্রিস লিন, হার্দিক পাণ্ডিয়া, সেরফান রাদারফোর্ড, আনমোলপ্রীত সিং, মহসিন খান, মিচেল ম্যাকক্লানাঘান, বলবন্ত রাই সিং, অনুকুল রায়, ঈশান কিষণ।

[আরও পড়ুন: আইপিএল ১৩: কেমন হতে পারে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ?]

কোচিং স্টাফ: মহেলা জয়বর্ধনে (হেডকোচ), রবীন সিং(ব্যাটিং কোচ), শচীন তেণ্ডুলকর (ব্যাটিং মেন্টর), শেন বন্ড (বোলিং কোচ), জেমস পামেন্ট (ফিল্ডিং কোচ)।

সম্ভাব্য প্রথম একাদশ,

১। কুইন্টন ডি কক

২। রোহিত শর্মা

৩। সূর্যকুমার যাদব

৪। ঈশান কিষণ

৫। কাইরন পোলার্ড

৬। হার্দিক পাণ্ডিয়া

৭। ক্রুণাল পাণ্ডিয়া

৮। নাথান কুল্টার নাইল/মিচেল ম্যাকক্লানাঘান

৯। ট্রেন্ট বোল্ট

১০। জশপ্রীত বুমরাহ

১১। রাহুল চাহার

[আরও পড়ুন: আইপিএল ১৩: পুরোপুরি বিদেশি নির্ভর রাজস্থান রয়্যালস, কেমন হতে পারে প্রথম একাদশ?]

খাতায় কলমে মুম্বই ইন্ডিয়ান্স এবারেও শক্তিশালী দল। চারবারের চ্যাম্পিয়ন এই দলটিতে বেশ কয়েকজন নামী ভারতীয় তারকা রয়েছেন। সেই সঙ্গে রোহিতের (Rohit Sharma) ক্ষুরধার অধিনায়কত্ব মুম্বইকে অন্য মাত্রা দেয়। হার্দিক এবং ক্রুণাল পাণ্ডিয়ার সঙ্গে পোলার্ড মুম্বই দলের ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করছে। এদের ফর্মের উপরই নির্ভর করছে মুম্বই দলের ভাগ্য। রিজার্ভ বেঞ্চেও ক্রিস লিন, জেমস প্যাটিনসন, সৌরভ তিওয়ারিদের মতো তারকা থাকছেন। তবে আমিরশাহীর পিচে অভিজ্ঞ স্পিনারের অভাব ভোগাতে পারে মুম্বইকে। সেক্ষেত্রে রোহিতের মূল ভরসা হবেন রাহুল চাহার এবং ক্রুণাল পাণ্ডিয়া।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement