Advertisement
Advertisement

Breaking News

Inzamam-Ul-Haque

বিশ্বকাপের আগে পাক ক্রিকেটে প্রত্যাবর্তনের পথে ইনজামাম, পাচ্ছেন গুরুত্বপূর্ণ পদ

ইনজামামের কার্যকালেই ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান।

Inzamam-Ul-Haque likely to be chief selector of Pakistan, former cricketers will included in panel | Sangbad Pratidin
Published by: Anwesha Adhikary
  • Posted:August 6, 2023 4:43 pm
  • Updated:August 6, 2023 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাকিস্তান (Pakistan) ক্রিকেট দলের নির্বাচক প্রধান হতে চলেছেন প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক (Inzamam-Ul-Haq)। পাক ক্রিকেট সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের জন্য তিন সদস্যের প্যানেল গড়া হতে পারে। সেখানেই প্রধান হিসাবে ইনজামামকে নিযুক্ত করা হবে। ইতিমধ্যেই সমস্ত বিষয়টি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে। তবে পাক দলের অধিনায়ক বাবর আজমের (Babar Azam) সঙ্গে কথা বলার পরেই সরকারিভাবে ঘোষণা হতে পারে। চলতি বছরের বিশ্বকাপ-সহ একাধিক গুরুত্বপূর্ণ টুর্নামেন্টের দল গড়বে এই নির্বাচক কমিটি।

জানা গিয়েছে, তিন সদস্যের নির্বাচনী কমিটি গঠন করতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেখানে থাকবেন মিসবা-উল-হক, মহম্মদ হাফিজ ও ইনজামাম-উল-হক। এছাড়াও টিম ডিরেক্টর মিকি আর্থার ও হেড কোচ গ্র্যান্ট ব্র্যাডবার্নকেও এই কমিটিতে রাখা হতে পারে। তবে দুই কোচকে রাখা হবে কিনা তা নিয়ে পাক অধিনায়ক বাবর আজমের সঙ্গে আলোচনায় বসবেন মিসবা। তারপরেই বোর্ড প্রেসিডেন্ট জাকা আশরাফের কাছে নির্বাচনী কমিটির সুপারিশ হবে।

Advertisement

[আরও পড়ুন: ‘না নিজেরা করবে, না অন্যদের করতে দেবে’, রেলের অনুষ্ঠান থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ মোদির]

প্রসঙ্গত, পাকিস্তান ক্রিকেটারদের নির্বাচনী প্যানেলে কোনও প্রাক্তন ক্রিকেটারদের রাখা হয়নি। তবে পিসিবির প্রাক্তন সচিব নাজম শেঠির পরেই নতুন করে গড়ে তোলা হচ্ছে নির্বাচনী কমিটি। সেখানেই প্রধান হিসাবে ইনজামামের নাম প্রায় চূড়ান্ত হয়েছে। এর আগেও পাক ক্রিকেটের নির্বাচক প্রধান হিসাবে কাজ করেছেন ইনজামাম। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই দায়িত্ব সামলেছেন তিনি। এই সময়ের মধ্যেই ২০১৭ সালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়নস ট্রফি জেতে পাকিস্তান।

তবে নির্বাচন কমিটি গঠন নিয়ে সমস্যাও রয়েছে পাক বোর্ডের অন্দরে। জানা গিয়েছে, প্রাক্তন পিসিবি সচিব নাজম শেঠির আশ্বাস পেয়েই কোচিংয়ের দায়িত্ব নেন আর্থার ও ব্র্যাডবার্ন। তাঁদের বলা হয়, কোচিং করানোর পাশাপাশি পাক দল নির্বাচনেও গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে তাঁদের। যদিও দুই বিদেশি কোচকে নির্বাচনী প্যানেলে রাখা হবে কিনা, সেই সিদ্ধান্ত নেবেন বাবর আজম ও জাকা আশরাফ।

[আরও পড়ুন: ‘দাবিকে সমর্থন করি’, তৃণমূলের অবস্থান বিক্ষোভে যোগ দিয়ে জানালেন বিজেপি বিধায়ক!]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement