Advertisement
Advertisement

Breaking News

Mohammad Siraj

ভারতীয় দলে অশান্তির ছায়া? সিরাজের পোস্টে জল্পনা

কী পোস্ট করলেন আরসিবি তারকা?

Instagram story of Mohammad Siraj sparks controversy among netizen | Sangbad Pratidin

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:December 21, 2023 7:59 pm
  • Updated:December 21, 2023 7:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেটারদের হলটা কী? মেন ইন ব্লুর ড্রেসিংরুমে সব ঠিক আছে তো? ক্রিকেটারদের মধ্যে কি কোনও সমস্যা হচ্ছে? একরাশ প্রশ্ন উঠে গেল দেশের ক্রিকেটভক্তদের মধ্যে। অনেকে তো এটাও মনে করছেন, টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে পাকাপাকিভাবে ছেঁটে ফেলা হয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। যাবতীয় জল্পনার নেপথ্যে রয়েছেন জাতীয় দলের তারকা- মহম্মদ সিরাজ (Mohammad Siraj)।

বৃহস্পতিবার দুপুরে ইনস্টাগ্রামে একটি স্টোরি পোস্ট করেন তারকা পেসার। কালো রঙে ঢাকা স্ক্রিনে পাঁচটি ইমোজি দেন তিনি। হৃদয় ভাঙার ইমোজি দেওয়া ইনস্টা স্টোরি দেখেই তোলপাড় হয়ে যায় নেটদুনিয়া। কেন আচমকা এমন পোস্ট করলেন সিরাজ, সেই নিয়ে শুরু হয় নানা মুনির নানা মত। কী কারণে সিরাজ এতখানি দুঃখ পেলেন, সেই নিয়ে চর্চা শুরু হয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে।

Advertisement

[আরও পড়ুন: ২০২৪ সালের আইপিএলে হার্দিকের বিকল্প অধিনায়ক কেন শুভমান? মুখ খুললেন নেহরা]

জল্পনার প্রথমেই উঠে আসছে অধিনায়কত্বের বিষয়টি। সপ্তাহখানেক আগেই আচমকাই রোহিত শর্মাকে সরিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক করা হয় হার্দিক পাণ্ডিয়াকে। তার পর নাম না করে অসন্তোষ প্রকাশ করেন মুম্বই ইন্ডিয়ান্সের তারকা সূর্যকুমার যাদব। তার পরে সিরাজের ইনস্টা স্টোরি দেখে ক্রিকেটপ্রেমীদের অনুমান, হয়তো ভারতীয় দলেও পাকাপাকিভাবে রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। সেই নিয়েই ক্ষুব্ধ সিরাজ।

শুধু ভারতীয় দল নয়, প্রশ্ন উঠছে আরসিবি নিয়েও। নিলামে লকি ফার্গুসন, আলজারি জোসেফ, টম কারেনের মতো বোলারদের কিনেছে আরসিবি। এই বোলিং লাইন আপ সিরাজের পছন্দ হয়নি বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীদের অনেকে। তবে সিরাজ ঠিক কী কারণে এমন পোস্ট করলেন তার কারণ অজানাই। কিন্তু নানা গুঞ্জনে সরগরম নেটদুনিয়া।

[আরও পড়ুন: পূজা, স্নেহদের দাপটে ২১৯ রানে অলআউট অস্ট্রেলিয়া, ব্যাটে বিস্ফোরণ ঘটিয়ে চালকের আসনে ভারত]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement