Advertisement
Advertisement
Rohit Sharma

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে বাদ রোহিত, নাম ঘোষিত শামি-জাদেজার পরিবর্তেরও

ভাগ্যের শিকে ছিঁড়ল বাংলার তারকা অভিমন্যু ঈশ্বরণের।

Injured Rohit Sharma Ruled Out of 1st Test against Bangladesh | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:December 11, 2022 8:16 pm
  • Updated:December 11, 2022 8:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাতেই সিলমোহর। বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন রোহিত শর্মা। তাঁর অনুস্থিতিতে ভারতীয় দলের নেতৃত্ব সামলাবেন কেএল রাহুল। আর রোহিত ছিটকে যাওয়ায় ভাগ্যের শিকে ছিঁড়ল বাংলার তারকা অভিমন্যু ঈশ্বরণের। টেস্টে জাতীয় দলে ডাক পেলেন তিনি।

বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে চলাকালীন ফিল্ডিং করতে গিয়ে আঙুলে চোট পান রোহিত (Rohit Sharma)। মহম্মদ সিরাজের ডেলিভারিতে বাংলাদেশি ওপেনার অনামুল হক স্লিপে ক্যাচ তোলেন। কিন্তু তা মিস করেন রোহিত। বলটি ধরার আগেই আঙুলে চোট লাগে তাঁর। সঙ্গে সঙ্গে তাঁর আঙুলের স্ক্যান করানো হয়। প্রাথমিক ভাবে তাঁকে ব্যাট করতে নামানো হয়নি। কিন্তু দলের ব্যাটিং ব্যর্থতা সামাল দিতে নবম উইকেটে তাঁকে নামতেই হয়। শেষ পর্যন্ত ঝোড়ো হাফ সেঞ্চুরি করলেও দলের হার বাঁচাতে পারেননি হিটম্যান। ম্যাচের পরেই শোনা যাচ্ছিল, রোহিত-সহ তিনজন খেলোয়াড় চোটের কারণে টেস্টে খেলতে পারবেন না। এবার টুইট করে সে কথাই জানিয়ে দিল ভারতীয় বোর্ড (BCCI)।

Advertisement

[আরও পড়ুন: ‘সিআরকে বেঞ্চে রাখা নিয়ে আক্ষেপ নেই,’ নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তিও দিলেন স্যান্টোস]

রবিবার টুইট করে বিসিসিআইয়ের তরফে বলা হয়, দুই টেস্টের সিরিজের প্রথমটিতে রোহিতের অনুপস্থিতিতে রাহুলের নেতৃত্বে খেলবে দল। পাশাপাশি সহ-অধিনায়ক হিসেবে ঘোষিত হয়েছে চেতেশ্বর পূজারার নাম। রোহিতের পরিবর্ত হিসেবে দলে ঢুকছেন অভিমন্যু। এদিকে, গোটা সিরিজ থেকেই ছিটকে গেলেন রবীন্দ্র জাদেজা ও মহম্মদ শামি। তাঁদের পরিবর্তে জায়গা পেলেন নবদীপ সাইনি ও সৌরভ কুমার। টেস্টে ডাক পেয়েছেন পেসার জয়দেব উনাদকাটও।

বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজে পরাস্ত হয়েছে টিম ইন্ডিয়া। এমতাবস্থায় শাকিবদের বিরুদ্ধে প্রথম টেস্টেও নেই রোহিত। কিন্তু দ্বিতীয় টেস্টে কি দলে ফিরতে পারেন তিনি? বিসিসিআই বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “বাঁ হাতে চোট পেয়েছেন রোহিত। মুম্বইয়ে এক বিশেষজ্ঞকে দেখিয়েছেন। আপাতত চিকিৎসকের পরামর্শ মেনেই চলবেন তিনি। দ্বিতীয় টেস্টে তাঁকে খেলানো যাবে কি না, পরবর্তীতে বোর্ডের মেডিক্যাল টিম সেই সিদ্ধান্ত নেবে।”

[আরও পড়ুন: সব বিধায়কই ঝুঁকে বিজেপির দিকে? গুজরাটে বড়সড় ধাক্কার মুখে আম আদমি পার্টি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement