Advertisement
Advertisement
Deepti Sharma

Deepti Sharma: ৭ রানে ৫ উইকেট! অশ্বিন-জাদেজার পাশে নাম লেখালেন দীপ্তি, হারের মুখে ইংল্যান্ড

রেকর্ড বুকে নাম তুললেন দীপ্তি।

INDW vs ENGW: Deepti Sharma claims maiden five-wicket haul in Tests to bundle out England for paltry 136। Sangbad Pratidin

পাঁচ উইকেট নেওয়ার পর বল দেখাচ্ছেন দীপ্তি। ছবি: টুইটার

Published by: Sabyasachi Bagchi
  • Posted:December 15, 2023 6:36 pm
  • Updated:December 15, 2023 6:36 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমে ব্যাট হাতে ১১৩ বলে ৬৭ রান। এবং পরে বোলিং করতে নেমে মাত্র ৭ রানে ৫ উইকেট। ইংল্যান্ড মহিলা দলকে (England Women) ওয়ান অফ টেস্টে একাই বুঝে নিলেন বাংলার দীপ্তি শর্মা (Deepti Sharma)। এবং এমন সাফল্যের জন্য রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin) ও রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) পাশে নাম লেখালেন তিনি। দীপ্তির স্পিন ম্যাজিকের সামনে নতজানু হয়ে মাত্র ১৩৬ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ডের প্রথম ইনিংস। তবে ২৯২ রানের বিশাল লিড পেলেও, বিপক্ষকে ফলো অন করালেন না ভারতের মহিলা দলের (India Women) অধিনায়ক হরমনপ্রীত কৌর (Harmanpreet Kaur)। যদিও এই টেস্টে ইংল্যান্ডের পক্ষে হার বাঁচানো সম্ভব নয়।

প্রথম দিন ৭ উইকেটে ৪১০ রান তুলেছিল ভারত। যদিও প্রথম ইনিংস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৪২৮ রানে শেষ হয়ে যায় ভারতের প্রথম ইনিংস। এর পর ব্যাট করতে নেমে দীপ্তি ও স্নেহ রানার বোলিংয়ের দাপটে নাজেহাল হয়ে যায় ইংল্যান্ড। স্নেহ ২৫ রানে ২ উইকেট নিলেন। যদিও এত বড় লিড পেলেও, ভারত ফের ব্যাট করতে নামে। দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের স্কোরবোর্ডে ৬ উইকেটে ১৮৬ রান উঠেছে। ফলে এই মুহূর্তে ৪৭৮ রানে এগিয়ে রয়েছে প্রমিলাবাহিনী।

Advertisement

[আরও পড়ুন: রোহিত জমানা ইতি, মুম্বই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া]

এদিকে একই টেস্টে ৫০এর বেশি রান ও পাঁচ উইকেট নিয়ে অশ্বিন ও জাদেজার আসনে জায়গা করে নিয়েছেন দীপ্তি। ২০১৬ সালের পর ২০২১ সালে এমন নজির গড়েছিলেন অশ্বিন ও জাদেজা। এর পাশাপাশি মহিলাদের টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয়দের সেরা বোলিং পরিসংখ্যানে জায়গা করে নিয়েছেন দীপ্তি। এর আগে এই তালিকার শীর্ষে ছিলেন নীতু ডেভিড। তিনি ১৯৯৫ সালে ৫৩ রানে ৮ উইকেট নিয়ে নজির গড়েছিলেন। ১৯৯৯ সালে পূর্ণিমা রাউ ২৪ রানে নিয়েছিলেন ৫ উইকেট। ২০০৫ সালে ঝুলন গোস্বামী ২৫ রানে ৫ উইকেট নিয়েছিলেন। এর পর ২০০৬ সালে ৩৩ রানে ৫ এবং ৪৫ রানে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন ঝুলন।

[আরও পড়ুন: গারদের পিছনে ধোনির বিরুদ্ধে গড়াপেটার অভিযোগ তোলা আইপিএস অফিসার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement