Advertisement
Advertisement
IDFC FIRST Bank Test series

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দল ঘোষণা ভারতের, ফিরলেন পন্থ

আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় স্কোয়াডের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

India’s squad for the 1st Test of the IDFC FIRST Bank Test series against Bangladesh announced
Published by: Monishankar Choudhury
  • Posted:September 8, 2024 9:58 pm
  • Updated:September 8, 2024 10:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশের বিরুদ্ধে দল ঘোষণা ভারতের। আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় স্কোয়াডের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। থাকছেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরাহরা। দুর্ঘটনার পর এই টেস্টে প্রত্যাবর্তন ঋষভ পন্থের।

চলতি মাসেই শুরু হচ্ছে ‘আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক টেস্ট সিরিজ’। ঘরের মাঠে ‘বাঘে’দের বাগে আনতে মাঠে নামবে ‘মেন ইন ব্লু’। দুই ম্যাচের সিরিজের প্রথম খেলা হচ্ছে চেন্নাইয়ে। বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর। দ্বিতীয় ম্যাচ শুক্রবার, ২৭ সেপ্টেম্বর। ভেন্যু কানপুর। আজ রবিবার প্রথম টেস্টের জন্য টিম ঘোষণা করল বিসিসিআই।

Advertisement

[আরও পড়ুন: স্টিমাচকে ছাঁটাই করার খেসারত, মোটা অঙ্কের ক্ষতিপূরণ দিতে হচ্ছে ফেডারেশনকে]

গাড়ি দুর্ঘটনার পর দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন ঋষভ পন্থ। চলতি বছরই পুরোদস্তুর ক্রিকেটে ফিরেছেন তিনি। আইপিএল-এ খেলতে দেখা গিয়েছে তাঁকে। বিশ্বজয়ী টি-২০ দলেও ছিলেন। তবে লাল বলের ক্রিকেটে বাংলাদেশে সিরিজেই প্রত্যাবর্তন হচ্ছে তাঁর। সদ্য দলীপ ট্রফিতে ভালো পারফর্ম না করলেও অতীতের রেকর্ড দেখেই তাঁকে দলে টানার সিদ্ধান্ত নিয়েছেন নির্বাচকরা বলেই মনে করা হচ্ছে। এদিকে, প্রথমবার ভারতীয় দলে ডাক পেলেন পেসার যশ দয়াল। 

বোর্ডের সচিব জয় শাহ জানিয়েছে, ভারতীয় দলে থাকছেন রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জওসওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কে এল রাহুল, সরফরাজ খান, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, আকাশদীপ, যশপ্রীত বুমরাহ, যশ দয়াল। দ্বিতীয় ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা যথাসময়ে করা হবে বলে জানিয়েছে বিসিসিআই।

[আরও পড়ুন: কৃষ্ণ-মরিসিওদের পুরনো মুখেই আস্থা, আইএসএলের প্রত্যাশা পূরণে কতটা শক্তিশালী ওড়িশা?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement