ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতীক্ষার অবসান। আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা করল বিসিসিআই। রোহিত শর্মার নেতৃত্বেই সংযুক্ত আরব আমিরশাহীতে খেলবে গতবারে চ্যাম্পিয়ন ভারত। বিরতির পর দলে ফিরলেন বিরাট কোহলি (Virat Kohli) এবং কেএল রাহুল। তবে চোটের কারণে ছিটকে গিয়েছেন দলের তারকা পেসার জশপ্রীত বুমরাহ।
আগামী ২৭ আগস্ট থেকে শুরু এশিয়া কাপ (Asia Cup 2022)। প্রথমে এই টুর্নামেন্ট শ্রীলঙ্কায় হওয়ার কথা থাকলেও দ্বীপরাষ্ট্রের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে তা সরে গিয়েছে আমিরশাহীতে। সেখানেই টুর্নামেন্টের দ্বিতীয় দিন অর্থাৎ ২৮ আগস্ট মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। ফাইনাল ১১ সেপ্টেম্বর।
প্রথমে শোনা যাচ্ছিল, হার্দিককে হয়তো রোহিতের (Rohit Sharma) ডেপুটির দায়িত্ব দেওয়া হবে। তবে ঘোষণার পর দেখা গেল, সহ-অধিনায়কের ভূমিকায় রয়েছেন রাহুলই। আবার চোটের কারণে বুমরাহর পাশাপাশি নেই হর্ষল প্যাটেলেও। ফলে আইসিসির এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়ে গেলেন অর্শদীপ ও আবেশ। প্রত্যাশিতভাবেই ডাক পেলেন দীনেশ কার্তিকও। তবে ১৫ জনের দলে ঠাঁই হল না শ্রেয়স আইয়ারের। নেই ঈষাণ কিষানও। চলুন একনজরে দেখে নেওয়া যাক ঘোষিত ভারতীয় দল।
টিম ইন্ডিয়া: রোহিত শর্মা (অধিনায়ক) কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং এবং আবেশ খান।
ব্যাক-আপ: শ্রেয়স আইয়ার, দীপক চাহার এবং অক্ষর প্যাটেল।
🚨#TeamIndia squad for Asia Cup 2022 – Rohit Sharma (Capt ), KL Rahul (VC), Virat Kohli, Suryakumar Yadav, Deepak Hooda, R Pant (wk), Dinesh Karthik (wk), Hardik Pandya, R Jadeja, R Ashwin, Y Chahal, R Bishnoi, Bhuvneshwar Kumar, Arshdeep Singh, Avesh Khan.
— BCCI (@BCCI) August 8, 2022
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.