Advertisement
Advertisement
ঋষভ পন্থ

চোটের কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে থেকে ছিটকে গেলেন পন্থ

কে খেলবেন তাঁর পরিবর্তে?

Indian wicketkeeper Rishabh Pant ruled out of 2nd ODI against Australia

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:January 15, 2020 9:06 pm
  • Updated:January 15, 2020 9:06 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আশঙ্কাই সত্যি হল। চোটের কারণে টিম ইন্ডিয়া থেকে ছিটকে গেলেন ঋষভ পন্থ। শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ানডে-তে খেলবেন না তরুণ উইকেটকিপার।

মঙ্গলবার মুম্বইয়ে অজিবাহিনীর বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে চোট পান পন্থ। ভারতের ইনিংসের ৪৪তম ওভারে প্যাট কামিন্সের একটি বাউন্সারে পুল করতে গিয়ে চোট লাগে তাঁর। বল তাঁর ব্যাট ছুঁয়ে লাগে হেলমেটে। তখনও বলটিতে এতটাই গতি ছিল যে সেটি চলে যায় পয়েন্টে। সেখানেই বলটিকে লুফে নেন অ্যাস্টন টার্নার। ২৮ রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান টিম ইন্ডিয়ার উইকেটকিপার। দলের হয়ে ভাল রান করার সুযোগ পেয়েও নষ্ট করেন ঋষভ। তিনি যখন প্যাভিলিয়নে ফিরলেন, তখনও বোঝা যায়নি কতটা গুরুতর তাঁর চোট। কিন্তু, ড্রেসিংরুমে যাওয়ার পরই ব্যথা অনুভব করেন তিনি। সঙ্গে সঙ্গে চিকিৎসকদের পরামর্শ নেওয়া হয়। ভারত ফিল্ডিং করতে নামলে দেখা যায় পন্থ নয়, উইকেটের পিছনে এসে দাঁড়িয়েছেন কেএল রাহুল। প্রথমবার জাতীয় দলের জার্সিতে কিপিং করতে দেখা যায় তাঁকে।

Advertisement

[আরও পড়ুন: গোকুলামের কাছে হারতেই মাঠে উত্তেজনা, কোয়েস কর্তাদের উপর চড়াও লাল-হলুদ সমর্থকরা]

বুধবার যখন পরের ম্যাচের জন্য রাজকোটে রওনা দিল দল, তখন পন্থ চলে গেলেন বেঙ্গালুরুতে রিহ্যাবের জন্য। বিসিসিআইয়ের তরফে একটি বিজ্ঞপ্তিতে এদিন জানানো হয়, প্রথম ম্যাচে কামিন্সের বলে চোট লাগলে পন্থের মাথা ঝনঝন করে উঠেছিল। মঙ্গলবার রাতে হাসপাতালেই বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল তাঁকে। আপাতত তিনি স্থিতিশীল। স্ক্যান রিপোর্টেও কিছু ধরা পড়েনি। হাসপাতাল থেকে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। এখন বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) থাকবেন তিনি। দ্বিতীয় ওয়ানডে থেকে বাদ পড়েছেন তিনি। তৃতীয় ম্যাচে খেলতে পারবেন কি না, তা তাঁর সুস্থ হওয়ার উপর নির্ভর করছে। অর্থাৎ রিহ্যাবের নিয়ম অনুযায়ী তিনি সম্পূর্ণ ফিট হলে তবেই খেলার সুযোগ পাবেন। 

ফিঞ্চদের বিরুদ্ধে শেষ ম্যাচ বেঙ্গালুরুতে ১৯ জানুয়ারি। আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে থাকবেন পন্থ। দ্রুত সুস্থ হলে শেষ ম্যাচে ফের ডাক পেতেও পারেন উইকেটকিপার। এবার দেখার শুক্রবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে উইকেটের পিছনে কাকে দাঁড় করান ক্যাপ্টেন কোহলি।

[আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক কোহলি, দেখে নিন বাছাই একাদশ]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement