সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঋষভ পন্থের ভুলেই নাকি দিল্লিতে বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার টি-টোয়েন্টি ম্যাচ হারতে হয়েছে ভারতকে। অন্তত নেটদুনিয়ার কুশীলবদের এমনটাই দাবি। প্রথমত পন্থের ব্যাটিং নিয়ে আদৌ সন্তুষ্ট নন ভারতীয় সমর্থকরা। তার চেয়েও বড় ব্যপার উইকেটের পিছনে দাঁড়িয়ে একের পর এক ভুল সিদ্ধান্ত নিয়ে গিয়েছেন পন্থ। তাঁর কথা শুনেই মুশফিকুরের নিশ্চিত আউটের সময় ডিআরএসের সাহায্য নেননি রোহিত শর্মা। আবার পন্থ যখন দাবি করলেন, সৌম্য সরকার নিশ্চিত আউট, তখন ডিআরএস নিয়ে ভুল করল ভারত। টিম ইন্ডিয়ার উইকেটরক্ষকের এই ভুলগুলি মানতে পারছেন না নেটিজেনরা।
রবিবার দিল্লিতে মোট তিনবার জীবন ফিরে পেয়েছেন মুশফিকুর। আধুনিক ক্রিকেটে ডিআরএস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ধোনি যখন উইকেটের পিছনে থাকতেন, তখন ক্যাচ হোক বা এলবিডাব্লু, বেশিরভাগ ক্ষেত্রেই নিখুঁত রিভিউ নিতেন মাহি। কিন্তু, পন্থের ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। অধিকাংশ সময়ই দেখা যাচ্ছে ডিআরএসের ক্ষেত্রে ভুল করে ফেলছেন পন্থ। রবিবারও তাঁর জোড়া ভুলের খেসারত দিতে হয়েছে ভারতকে। মুশফিকুর রহিমই শেষপর্যন্ত ভারতকে হারিয়ে দেন। শুধু ডিআরএসে ভুল নয়, পন্থের ব্যাটিং নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। ২৬ বল খেলে মাত্র ২৭ রান করেছেন পন্থ। সেট হওয়ার পর বারবার তিনি কীভাবে আউট হন? তা নিয়ে প্রশ্ন তুলছেন নেটিজেনরা।
তাঁদের অনেকেরই মত, পন্থ কোনওদিনই ধোনির উত্তরসূরি হতে পারবেন না। আবার কেউ কেউ প্রশ্ন করছেন, সঞ্জু স্যামসনের মতো প্রতিভাবন উইকেটরক্ষক বেঞ্চে বসে থাকতে বারবার কেন পন্থকে সুযোগ দেওয়া হচ্ছে। আবার অনেকে বুঝতে পারছেন না, পন্থের মধ্যে নির্বাচকরা কী এমন দেখলেন যা কিনা আর কেউ দেখতে পায় না। পন্থ একা নন, খলিল আহমেদকেও নেটিজেনরা তীব্র আক্রমণ শানাচ্ছেন। উনিশতম ওভারে খলিলকে পরপর চারটি চার মারেন মুশফিকুর।
#RishabhPant #INDvBAN selectors are thinking they made @msdhoni by giving him chances ….. same way they are giving chances to @RishabhPant17 .
— Manish Dhaka (@mkdhaka97) November 3, 2019
U can’t make #MSDhoni
#RishabhPant trying to replace #MSDhoni be like pic.twitter.com/c6UzadY69L
— Ajay Karnati (@AjayDHFC) November 4, 2019
#IndvsBan
— नादान परिंदे🇮🇳 (@Gauri_doonite) November 3, 2019
Rohit Sharma after believing on #RishabhPant review. pic.twitter.com/g6y6hTdG2r
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.