রোহিত শর্মা। ফাইল চিত্র
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রায় ১৪ মাস পরে দেশের জার্সিতে টি-টোয়েন্টি ফরম্যাটে নামছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। তাঁর দিকেই সবার নজর। আফগানিস্তানের বিরুদ্ধে রোহিত শর্মা নামার আগে প্রবীণ কুমার পুরনো এক অধ্যায়ের কথা তুলে ধরলেন। ভারতের সমর্থকরা রোহিত শর্মাকেই তুমুল গালিগালাজ করেছিলেন। এক সাক্ষাৎকারে সেকথা জানান প্রবীণ।
ইতিমধ্যেই প্রবীণ কুমার (Praveen Kumar) বিস্ফোরণ ঘটিয়েছেন। দীর্ঘদিন পরে তিনি আবার শিরোনাম হয়েছেন। বল বিকৃত করা থেকে শুরু করে ভারতীয় ক্রিকেটারদের মদ্যপানের অভ্যাস নিয়ে মন্তব্য করেছেন তিনি।
সেই প্রবীণ কুমার পুরনো প্রসঙ্গ উত্থাপ্পন করে বলছেন, ”আমি কারওর সঙ্গেই ঝগড়া-লড়াই করিনি কখনও। একবার নেট করার সময়ে একটা ঘটনা ঘটেছিল। সেই সময়ে নেটে আমরা তিন জন ছিলাম। আমি, মনোজ তিওয়ারি এবং রোহিত শর্মা মেলবোর্নে নেট করছিলাম। সেই সময়ে আমাদের সমর্থকরাই রোহিত শর্মাকে গালিগালাজ করতে শুরু করে। কিছুক্ষণ পরেই রোহিতের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। সমর্থকদের পালটা গালমন্দ করতে শুরু করে দেয় ও। তখন আমিও যোগ দিই রোহিতের সঙ্গে। আমাদের সমর্থকরাই আমাদের গালিগালাজ করছিল, ব্যাপারটা অবাক করার মতো!”
এদিকে দিনকয়েক আগে প্রবীণ কুমার বলেছিলেন, বিশ্বের প্রতিটি দলই বল বিকৃত করে। তবে পাকিস্তান সবথেকে বেশি বল বিকৃত করে। পুরনো ঘটনা উল্লেখ করে প্রবীণ কুমার নতুন করে বিতর্ক তৈরি করেছেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.