Advertisement
Advertisement

Breaking News

Virat Kohli

দক্ষিণ আফ্রিকার কঠিন পিচে ভালো পারফরম্যান্সের পুরস্কার, ICC র‌্যাঙ্কিংয়ে উন্নতি কোহলির

ক্রমতালিকায় কোহলি এখন কোথায়?

Indian star Virat Kohli jumps to 9th position in ICC rankings for test batters । Sangbad Pratidin

বিরাট পুরস্কার পেলেন কোহলি। ফাইল চিত্র

Published by: Krishanu Mazumder
  • Posted:January 3, 2024 7:59 pm
  • Updated:January 3, 2024 7:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আইসিসি-র টেস্ট র‌্যাঙ্কিংয়ে প্রথম দশে ঢুকে পড়লেন বিরাট কোহলি (Virat Kohli)। চার ধাপ উপরে উঠে ননম্বরে এখন কোহলি। সেঞ্চুরিয়নে কোহলি প্রথম ইনিংসে ৩৮ রান করেন। দ্বিতীয় ইনিংসে ভাঙনের মুখে বিরাট ইনিংস খেলেন কোহলি। ৭৬ রান করেন তিনি। সেই ইনিংসের সৌজন্যে বিরাট কোহলি প্রথম দশে ঢুকে পড়েন।
২০২২ সালে প্রথম দশ থেকে ছিটকে গিয়েছিলেন কোহলি। সেই কোহলি এবার টেস্ট র‌্যাঙ্কিংয়ে উঠে এলেন। ভারত অধিনায়ক রোহিত শর্মা টেস্ট র‌্যাঙ্কিংয়ে নীচে নামলেন। ১৪ নম্বরে এখন রোহিত। সেঞ্চুরিয়ন টেস্টে হতশ্রী ব্যাটিংয়ের জন্য ক্রমতালিকায় পতন ঘটে ভারত অধিনায়কের। 

[আরও পড়ুন: ম্যাচ চলাকালীনই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ভারতীয় যুবকের, ভাইরাল আংটি বদলের ভিডিও]

সেঞ্চুরিয়নে আত্মসমর্পণ করে ভারতীয় দল। কেপটাউনে ফিরে আসার লড়াই শুরু করে ভারত। দ্বিতীয় টেস্টে মহম্মদ সিরাজ আগুন ধরান। ৬ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ধস নামান সিরাজ। দ্বিতীয় টেস্ট শেষ হতে এখনও ঢের দেরি।
এদিকে টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। দ্বিতীয় স্থানে জো রুট। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ তিন নম্বরে। চারে কিউয়ি ডারিল মিচেল। কোহলি ছাড়া প্রথম দশে নেই কোনও ভারতীয়।

Advertisement

[আরও পড়ুন: লাগাতার ব্যর্থতার জেরে ছাঁটাই ফেরান্দো, মোহনবাগানের নতুন কোচ হাবাস]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement