Advertisement
Advertisement

Breaking News

Shardul Thakur

শার্দূল ঠাকুরের জমকালো বিয়েতে হাজির ভারতীয় দলের একঝাঁক তারকা, দেখুন ছবি-ভিডিও

বিবাহ পর্ব সেরে কবে যোগ দেবেন ভারতীয় অলরাউন্ডার শার্দূল?

Indian star Shardul Thakur Tie The Knot With Fiance Mittali Parulkar | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:February 28, 2023 5:44 pm
  • Updated:February 28, 2023 5:44 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘদিনের ভালবাসা বদলে গেল পরিণয়ে। জমকালো অনুষ্ঠানেই সাত পাকে বাঁধা পড়লেন শার্দূল ঠাকুর ও মিতালি পারুলকর। বিয়েতে হাজির ছিলেন ভারতীয় দলের একঝাঁক তারকা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তাঁদের বিয়ের ছবি ও ভিডিও।

Shardul

Advertisement

ভারতীয় ক্রিকেটে বিয়ের মরশুম। কেএল রাহুল, অক্ষর প্যাটেলের পর ২৭ ফেব্রুয়ারি মিতালির সঙ্গে চারহাত এক হয় ভারতীয় অলরাউন্ডার শার্দূলের। মিতালি পেশায় ব্যবসায়ী। ২০২১ সালের নভেম্বর মাসেই তাঁর সঙ্গে বাগদান সেরে ফেলেছিলেন শার্দূল (Shardul Thakur)। সে বছরই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাঁদের। গোয়ায় জমকালো অনুষ্ঠান করে চারহাত এক হওয়ার কথা ছিল মিতালি ও শার্দূলের। কিন্তু কোনও এক অজানা কারণে বিয়ে স্থগিত হয়ে যায়। সূত্র মারফৎ অবশ্য শোনা গিয়েছিল, করোনা অতিমারীর সময় ডেস্টিনেশন ওয়েডিংয়ের ক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। সেই ভেবেই বিয়ে স্থগিত হয়েছিল। এবার সব বাধা কাটিয়ে মুম্বইয়ে বসে বিয়ের আসর।

[আরও পড়ুন: বিচ্ছেদ হতে না হতেই ফের বিয়ের পিঁড়িতে সুজাতা মণ্ডল! ভিডিওতে নিজেই দিলেন ইঙ্গিত]

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), শ্রেয়স আইয়ার, যুজবেন্দ্র চাহাল-সহ টিম ইন্ডিয়ার একঝাঁক তারকা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে শার্দূল ও মিতালির একসঙ্গে নাচের ভিডিও। আবার নিজের সোশ্যাল অ্যাকাউন্টে একগুচ্ছ ছবি পোস্ট করে অনুরাগীদের নয়া ইনিংস শুরুর খবর জানান শার্দূল নিজেই। স্ত্রীর উদ্দেশে লেখেন, “প্রতিজ্ঞা করছি, ভাল-মন্দ সব সময় বন্ধু হিসেবে তোমার পাশে থাকব।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shardul Thakur (@shardul_thakur)

বিবাহ পর্ব সেরে জুনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে সিরিজে জাতীয় দলে যোগ দেওয়ার কথা ভারতীয় অলরাউন্ডারের। রোহিত শর্মাকে জিজ্ঞেস করা হয়, চলতি টেস্টে তাঁকে না পাওয়া গেলেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে শার্দূল দলে থাকবেন কি না। রোহিত অবশ্য মজা করে বলে দেন, “জানি না। দেখা যাক কী হয়। আপাতত তো বিয়ে করল। আমরাও খুব আনন্দ করেছি।”

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Rohit Sharma (@rohitsharma45_love_)

[আরও পড়ুন: দেশের স্বীকৃতিই নেই, তবু রাষ্ট্রসংঘের বৈঠকে হাজির ‘কৈলাসে’র প্রতিনিধি, বিঁধলেন ভারতকে]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement