Advertisement
Advertisement
Rohit Sharma

রাত আড়াইটের সময় বিপক্ষ বধের ছক! নেতা রোহিতের দায়বদ্ধতার কাহিনি ফাঁস তারকা স্পিনারের

দীর্ঘ অপেক্ষার পর রোহিত শর্মার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছে ভারত।

Indian spinner Piyush Chawla praise Rohit Sharma for his dedication

ফাইল ছবি।

Published by: Arpan Das
  • Posted:September 13, 2024 6:49 pm
  • Updated:September 13, 2024 7:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর অধিনায়কত্বে ১৩ বছর বিশ্বসেরা হয়েছে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। সেই সঙ্গে পাঁচটা আইপিএল ট্রফিও আছে হিটম্যানের ঝুলিতে। ক্যাপ্টেন হিসেবে যে তিনি আলাদা গোত্রের, তা বারবার প্রমাণ করেন তিনি। ঠিক কীরকম তাঁর দলের প্রতি দায়বদ্ধতা? সেরকমই এক খবর ফাঁস করলেন প্রাক্তন সতীর্থ পীযুষ চাওলা (Piyush Chawla)।

দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন দুজনে। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলের সদস্যও ছিলেন রোহিত ও পীযুষ। তবে ২০১১-র ওয়ানডে বিশ্বকাপজয়ী দলে পীযুষ থাকলেও রোহিত ছিলেন না। যদিও হিটম্যানের অধিনায়কত্বে ভারতীয় স্পিনার খেলেছেন মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে। ২০২৩ আইপিএল মরশুমে রোহিতের নেতৃত্বের গল্পই ভাগ করে নিলেন পীযুষ।

Advertisement

সম্প্রতি ইউটিউবে একটি অনুষ্ঠানে পীযুষ বলেন, “আমি ওর সঙ্গে প্রচুর ক্রিকেট খেলেছি। ফলে নিজেদের মধ্যে একটা বোঝাপড়া তৈরি হয়ে গিয়েছে। একবার রাত আড়াইটের সময় রোহিত আমাকে বার্তা পাঠিয়ে জিজ্ঞেস করে জেগে আছি কিনা? তার পরই দেখি কাগজে একটা মাঠের ছবি এঁকে আমাকে পাঠিয়েছে। তার সঙ্গে কীভাবে ওয়ার্নারকে আউট করা যায়, সেটা নিয়ে আলোচনা শুরু করল। ওই অত রাতেও ও চিন্তা করে যাচ্ছে, কীভাবে আমার থেকে সেরাটা বের করে আনা যায়।”

সেই সঙ্গে পীযুষের সংযোজন, “একজন হয় অধিনায়ক। কিন্তু তার থেকেও বড় হল নেতা। ও শুধু অধিনায়ক নয়, নেতাও। সেটা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ হোক বা ২০২৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপ। যেভাবে ও ব্যাট করেছে, ম্যাচের গতি ঠিক করে দিয়েছে, তাতে পরবর্তী ব্যাটারদের কাজ সহজ হয়ে যায়। রোহিত একজন আদর্শ নেতা। খোলা মনে খেলার সুযোগ করে দেয়।” তবে এখন আর মুম্বইয়ের অধিনায়ক নেই রোহিত। অন্যদিকে বিশ্বকাপের পর টি-টোয়েন্টি থেকেও অবসর নিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement