Advertisement
Advertisement
Mohammed Shami

‘যে ট্রফির জন্য এত লড়াই, তার উপরই পা!’ মার্শের আচরণে ক্ষুব্ধ শামি

মার্শের ছবি দেখার পরে নেটদুনিয়ায় নিন্দার ঝড় ওঠে।

Indian pacer Mohammed Shami reacts to Mitchell Marsh as he put his feet on World Cup trophy । Sangbad Pratidin
Published by: Krishanu Mazumder
  • Posted:November 24, 2023 1:22 pm
  • Updated:November 24, 2023 1:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অস্ট্রেলিয়া (Australia) আর ঔদ্ধত্য সমার্থক। ষষ্ঠবার বিশ্বকাপ জয়ের পর সেই ঔদ্ধত্য চরম সীমায় পৌঁছয়। বিশ্বকাপ জয়ের পর বিয়ার হাতে ট্রফির উপরে পা তুলে সেলিব্রেট করছেন মিচেল মার্শ (Mitchell Marsh)। সেই ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সর্বত্র সমালোচিত হন মার্শ। ধিক্কারও জানানো হয় তাঁকে। মিচেল মার্শের এহেন আচরণে ব্যথিত ভারতের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)।
মার্শের সমালোচনা করে ভারতের তারকা পেসারকে বলতে শোনা গিয়েছে, ”আমি অত্যন্ত হতাশ। যে ট্রফি জেতার জন্য সবাই লড়াই করছে, যে ট্রফির জন্য স্বপ্ন দেখে সবাই, সেই ট্রফির উপরে পা দিয়ে থাকা কখনওই সমর্থনযোগ্য নয়।” 

[আরও পড়ুন: টাকা নিয়ে সংসদে প্রশ্ন: মহুয়া বিতর্কের পর বদলে গেল সংসদীয় ওয়েবসাইটে লগ ইনের নিয়ম!]

ভারতের মাটিতে ফেভারিট ভারতকে হারিয়েই ষষ্ঠবার বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়া। ট্রফি নিয়ে স্বভাবতই ব্যাপক হুল্লোড় চলে অজি ড্রেসিংরুমে। দলের সবাই উৎসবে মেতে ওঠেন। সোশাল মিডিয়ায় প্রকাশ্যে এসেছে একাধিক ছবি। সেখানে সতীর্থদের সঙ্গে উদ্দাম সেলিব্রেশনের ছবি দিয়েছেন অজি তারকা।
১৯৮৭ সালের বিশ্বজয়ী অস্ট্রেলিয়ার সদস্য ছিলেন মিচেলের বাবা জিওফ মার্শ। ছেলের খেলা দেখতে তিনিও হাজির ছিলেন আহমেদাবাদে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ের পর ড্রেসিংরুমের উৎসবে শামিল হন তিনিও। বিশ্বজয়ী বাবা-ছেলের একফ্রেমের ছবিও প্রকাশ্যে এসেছে। বিয়ারের বোতল হাতে বিশ্বকাপ ট্রফির উপরে পা তুলে বসে রয়েছেন অজি তারকা, সেই ছবি দেখে নেটদুনিয়ায় নিন্দার ঝড় উঠেছে। এবার নিন্দা করলেন ভারতের পেসার মহম্মদ শামিও। 

Advertisement

 

[আরও পড়ুন: শেষ বলে ছক্কা হাঁকিয়েও ‘মূল্য’ পেলেন না রিঙ্কু, জানেন কেন?]

 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement