Advertisement
Advertisement
Jasprit Bumrah

চোট গুরুতর? চিকিৎসার জন্য লন্ডনে রাহুল, পঞ্চম টেস্টে ফিরতে পারেন বুমরাহ

চোট পাওয়া কেএল রাহুলের ভবিষ্যৎ ঘিরে ক্রমেই বাড়ছে অনিশ্চয়তা।

Indian pacer Jasprit Bumrah set to return in 5th test against England | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:February 28, 2024 9:39 am
  • Updated:February 28, 2024 3:33 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাঁচিতে দুরন্ত পারফরম্যান্সের সৌজন্যে এক ম্যাচ বাকি থাকতেই পাঁচ টেস্টের সিরিজ পকেটে পুরেছে রোহিত শর্মার টিম ইন্ডিয়া (Team India)। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্টের কথা মাথায় রেখে পঞ্চম টেস্টেও ইংল্যান্ডকে ধরাশায়ী করতে মরিয়া ভারত। আর সেই লক্ষ্যে দল হয়তো পেয়ে যাবে তার তারকা পেসার জশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah)। কারণ ধরমশালায় শেষ টেস্টে দলে যোগ দিতে পারেন তিনি। তবে চোট পাওয়া কেএল রাহুলের ভবিষ্যৎ ঘিরে ক্রমেই বাড়ছে অনিশ্চয়তা।

ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে বেন স্টোকসদের বিরুদ্ধে চতুর্থ টেস্টে বিশ্রামে পাঠানো হয়েছিল বুমরাহকে। তাঁর অনুপস্থিতিতে অবশ্য রাঁচির উইকেটে জ্বলে উঠেছিলেন ভারতের স্পিন ত্রয়ী অশ্বিন, কুলদীপ এবং জাদেজা। তবে সব ঠিকঠাক থাকলে ধরমশালায় পরের টেস্টে দলে যোগ দেওয়ার কথা বুমরাহর। চলতি টেস্টে এখনও পর্যন্ত যৌথভাবে তিনিই সর্বোচ্চ উইকেট প্রাপক। ১৭টি উইকেট তাঁর ঝুলিতে।

Advertisement

[আরও পড়ুন: লক্ষ্য লোকসভা নির্বাচন, ব্রিগেড শেষে টানা ২ মাস প্রচারে অভিষেক]

বুমরাহর ফেরার খবর ভারতীয় শিবিরে স্বস্তি দিলেও কেএল রাহুলের চোট বেশ চিন্তায় ফেলেছে রোহিত শর্মা তথা টিম ম্যানেজমেন্টকে। রাজকোটে তৃতীয় টেস্টেই তাঁর দলে যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু শেষমেশ তেমনটা হয়নি। এমনকী রাঁচি টেস্টেও দলের বাইরে থাকতে হয় তাঁকে। এবার শোনা যাচ্ছে, চলতি সিরিজে হয়তো আর খেলাই হবে না তারকা উইকেটকিপারের।

বিসিসিআই সূত্রে খবর, আপাতত লন্ডনে রাহুল। তাঁর চোট কতখানি গুরুতর, ঠিক কীরকম চিকিৎসা প্রয়োজন, সে বিষয়ে পরিষ্কার ধারণা পেতে বিশেষজ্ঞদের পরামর্শ নেবেন তিনি। তার পরই তাঁকে নিয়ে পরবর্তী সিদ্ধান্তের দিকে এগোনো যাবে বলে খবর। অর্থাৎ শেষ টেস্টেও রাহুলের অনুপস্থিতিতে ধ্রুব জুরেলের খেলাই যে প্রায় নিশ্চিত, তা বলে দেওয়াই যায়।

[আরও পড়ুন: ‘সন্দেশখালিতে ১৭৪ ধারা চলছে’, বেঁফাস মন্তব্যে নেটপাড়ায় ট্রোলড নুসরত জাহান]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement