সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের আগে ভারতীয় শিবিরে স্বস্তি। অবশেষে ম্যাচফিট জশপ্রীত বুমরাহ। লঙ্কাবাহিনীর বিরুদ্ধেই দলে যোগ দেবেন তিনি। আর তাই মঙ্গলবার নতুন করে এই সিরিজের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড।
গত বছর সেপ্টেম্বরে শেষবার দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন বুমরাহ (Jasprit Bumrah)। তারপরই পিঠে চোটের কারণে ছিটকে যান। টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠের বাইরেই থাকতে হয়েছিল ভারতীয় পেসারকে। চোট সারিয়ে তাঁর কামব্যাক ভারতীয় দলের (Team India) জন্য যে অত্যন্ত ভাল খবর, তা বলাই বাহুল্য। আরও শক্তিশালী হয়ে উঠল বোলিং বিভাগ। তাছাড়া চলতি বছর ওয়ানডে বিশ্বকাপের আগে এই সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবেও কাজে লাগাতে পারবেন বুমরাহ।
এদিন একটি বিজ্ঞপ্তি দিয়ে বুমরাহর প্রত্যাবর্তনের খবর দেয় বিসিসিআই। জানানো হয়, “২০২২-এর সেপ্টেম্বরে শেষবার খেলেছিলেন বুমরাহ। পিঠের চোটের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারেননি। তারপর থেকে রিহ্যাবে ছিলেন তিনি। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (NCA) অবশেষে বুমরাহকে ফিট বলে ঘোষণা করেছে। খুব তাড়াতাড়ি তিনি দলে যোগ দেবেন।” প্রসঙ্গত, দিন দুয়েক আগেই বিশ্বকাপকে মাথায় নিয়ে বেশ কিছু স্ট্র্যাটেজির কথা ঘোষণা করেছে বিসিসিআই। যেখানে বলা হয়েছে, আইপিএলে ক্রিকেটারদের চোট-আঘাত থেকে সুরক্ষিত রাখতে ফ্র্যাঞ্চাইজিগুলির সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করবে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। এবার দেখার মুম্বই ইন্ডিয়ান্সের পেসারকে চোটমুক্ত রাখার চ্যালেঞ্জ কীভাবে নেয় বিসিসিআই।
এবার দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য নতুন করে ঘোষিত ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিয়ানক), শুভমন গিল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঈশান কিষান (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া (সহ-অধিনায়ক), ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, জশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমরান মালিক, অর্শদীপ সিং।
NEWS – The All-India Senior Selection Committee has included pacer Jasprit Bumrah in India’s ODI squad for the upcoming Mastercard 3-match ODI series against Sri Lanka.
More details here – https://t.co/hIoAKbDnLA #INDvSL #TeamIndia
— BCCI (@BCCI) January 3, 2023
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.