Advertisement
Advertisement
Ayush Shukla

চার ওভারে শূন্য রান, শিকার এক উইকেট, টি-টোয়েন্টিতে বিরল নজির ভারতীয় বংশোদ্ভূত বোলারের

২০২২-র এশিয়া কাপে রোহিত শর্মার উইকেট নিয়েছিলেন এই বোলার।

Indian Origin Player Ayush Shukla creates record in T20 International Cricket
Published by: Arpan Das
  • Posted:September 1, 2024 3:56 pm
  • Updated:September 1, 2024 3:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২২-র এশিয়া কাপে রোহিত শর্মার উইকেট নিয়েছিলেন তিনি। যে কোনও বোলারের কাছেই সেটা বড় কৃতিত্ব। এবার নতুন নজির গড়লেন হংকংয়ের ক্রিকেটার আয়ুষ শুক্লা। ভারতীয় বংশোদ্ভুত এই বোলার ক্রিকেটের ইতিহাসে বিরল রেকর্ড গড়লেন।

কী সেই নজির? টি-২০ বিশ্বকাপের এশিয়ার যোগ্যতাপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল হংকং ও মোঙ্গোলিয়া। সেখানে মাত্র ১৭ রানে থেমে গেল মোঙ্গোলিয়ার ইনিংস। যার মূল কৃতিত্ব আয়ুষের। ৪ ওভার বল করলেন তিনি। পেয়েছেন একটি উইকেট। কিন্তু ৪ ওভারে কোনও রানই দেননি আয়ুষ। অর্থাৎ ৪ ওভারই মেডেন। ম্যাচ শেষে ২১ বছর বয়সি পেসারের পরিসংখ্যান ৪-৪-০-১। মাত্র ১০ বলে সেই ম্যাচ জিতে যায় হংকং। 

Advertisement

[আরও পড়ুন: লর্ডস টেস্টে দুই ইনিংসেই সেঞ্চুরি, নজর কি এবার শচীনের রেকর্ডে? উত্তর দিলেন রুট]

এর আগেও দুরন্ত বোলিংয়ের নজির আছে আয়ুষের। ২০২৩-এ কাম্বোডিয়ার বিরুদ্ধে ৩ ওভারে মাত্র ৩ রান দিয়ে এক উইকেট তুলে নিয়েছিলেন। সেবার অবশ্য মেডেন দিয়েছিলেন এক ওভার। আন্তর্জাতিক ক্রিকেটে ৩৪টি ম্যাচ খেলে ভারতীয় বংশোদ্ভূত বোলার পেয়েছেন ২৯টি উইকেট। এশিয়া কাপের ম্যাচের পর রোহিত, বিরাটের সঙ্গে দেখাও করেছিলেন আয়ুষ। 

[আরও পড়ুন: ডুরান্ড ফাইনালের হারের পর ফের ধাক্কা মোহনবাগানের, আইএসএলের প্রথম ম্যাচে নেই আলবার্তো!]

তাঁর জন্ম মুম্বইয়ের পালঘরে। কিন্তু বর্তমানে হংকংয়ের টি-টোয়েন্টি দলের অন্যতম স্তম্ভ। ২০২২-এর এশিয়া কাপে রোহিত শর্মাকে আউট করে প্রথম নজরে এসেছিলেন ক্রিকেটবিশ্বের। এবার ফের চর্চায় উঠে এলেন তিনি। কিন্তু তাতেও এই রেকর্ডের তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন আয়ুষ। ২০২১-এ কানাডার সাদ বিন জাফর ৪ ওভারের ৪টেই মেডেন দিয়েছিলেন। কিন্তু তুলে নিয়েছিলেন ৩টি উইকেট। একই পরিসংখ্যান ছিল নিউজিল্যান্ডের লোকি ফার্গুসনের। যদিও এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে নজির গড়লেন আয়ুষ। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement