Advertisement
Advertisement
Ruturaj Gaikwad

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের আগে ফের ধাক্কা ভারতীয় শিবিরে, ছিটকে গেলেন এই ওপেনার

আজ রেকর্ড গড়ার হাতছানি রোহিতের সামনে।

Indian opener Ruturaj Gaikwad ruled out of T20I series against Sri Lanka | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Sulaya Singha
  • Posted:February 26, 2022 1:07 pm
  • Updated:February 26, 2022 1:07 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট শিবির যেন মিনি হাসপাতাল। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে থেকেই চোট-আঘাতে জর্জরিত ক্রিকেটাররা। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে সেই তালিকায় ঢুকে পড়ল আরও একটি নাম।

ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) তরফে শনিবার জানানো হয়েছে, এবার চোটের কবলে পড়েছেন ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। ডান হাতের কব্জিতে চোট তাঁর। যার জন্য টি-টোয়েন্টি সিরিজের বাকি দু’টি ম্যাচে আর খেলতে পারবেন না তিনি। আপাতত মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে রয়েছেন তিনি। তাঁর MRI হয়েছে। বিশেষজ্ঞর পরামর্শ মতো এবার তাঁরে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতেই উড়ে যেতে হবে। সেখানেই চলবে রিহ্যাব। প্রথম ম্যাচে যদিও প্রথম একাদশে ছিলেন না ঋতুরাজ। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে ওপেন করে দুরন্ত ইনিংস খেলেন ঈশান কিষান। বিসিসিআই জানিয়েছে, ঋতুরাজের পরিবর্তে দলে জায়গা পেয়েছেন মায়াঙ্ক আগরওয়াল। আজই লঙ্কাবাহিনীর বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচের জন্য ধরমশালায় দলের (Team India) সঙ্গে যোগ দেবেন তিনি।

Advertisement
ruturaj
ঋতুরাজ গায়কোয়াড়

[আরও পড়ুন: কেন বাংলার প্রতি ঋদ্ধির দায়বদ্ধতা নিয়ে উঠছে প্রশ্ন? CAB-র অভিযোগের পালটায় সরব দিন্দারা]

ঘরের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে এমনিতেই বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি (Virat Kohli) এবং ঋষভ পন্থকে। বায়োবাবলে থেকে লাগাতার ম্যাচ খেলছিলেন তাঁরা। সেই কারণেই তাঁদের বিশ্রামের সিদ্ধান্ত নেয় বিসিসিআই। তাছাড়া এই সিরিজে নেই ভারতীয় ওপেনার কেএল রাহুলও। চোটের জন্য ছিটকে গিয়েছেন দীপক চাহার। পেসার হিসেবে খেলছেন জশপ্রীত বুমরাহ। চোটের তালিকায় ঢুকে পড়েন সূর্যকুমারও। আর এবার ঋতুরাজকেও পাচ্ছে না দল।

তবে প্রথম ম্য়াচের উইনিং কম্বিনেশনই আজ ধরে রাখতে পারেন রোহিত (Rohit Sharma)। কারণ এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরতে চায় টিম ইন্ডিয়া। আজ রেকর্ড গড়ার হাতছানি রোহিতের সামনে। কী সেই রেকর্ড? ঘরের মাটিতে অধিনায়ক হিসেবে এখনও পর্যন্ত ১৬টির মধ্যে ১৫টি আন্তর্জাতিক টি-টোয়েটিতে জয়ী রোহিত। ইংল্যান্ড অধিনায়ক ইয়ন মর্গ্যান এবং নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসনও একই সংখ্য়ক ম্যাচে জয়ী। তাই আজ ধরমশালায় ম্যাচ জিতলে তাঁদের টপকে ক্যাপ্টেন হিসেবে সর্বোচ্চ টি-২০ জয়ের মালিক হয়ে যাবেন রোহিত। সেই সঙ্গে ফুলটাইম অধিনায়ক হিসেবেও পরপর সিরিজ জয়ের নজির গড়বেন ভারতীয় দলের হিটম্যান।

[আরও পড়ুন: নিয়ম বদলাচ্ছে আইপিএলের, কঠিন গ্রুপে KKR, ঘোষিত ফাইনালের দিনক্ষণও]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement