Advertisement
Advertisement
Indian Men's Blind Cricket Team

আরও চাপে পাকিস্তান! চ্যাম্পিয়ন্স ট্রফি বিতর্কের মাঝেই পাকভূমে বিশ্বকাপ থেকে নাম তুলল ভারত

বিদেশমন্ত্রক থেকে পাকিস্তানে যাওয়ার ছাড়পত্র পায়নি ভারতের 'অন্য' ক্রিকেট দল।

Indian Men's Blind Cricket Team Pull Out Of T20 World Cup In Pakistan

ফাইল চিত্র।

Published by: Arpan Das
  • Posted:November 19, 2024 6:37 pm
  • Updated:November 19, 2024 7:42 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা অব্যাহত। এর মধ্যেই পাকিস্তানের মাটিতে যাচ্ছে না ভারতের আরও একটি ক্রিকেট দল। এমনকী বিশ্বকাপ থেকে নামও তুলে নিয়েছে দৃষ্টিহীন ক্রিকেটদল (Indian Men’s Blind Cricket Team)। কারণ বিদেশমন্ত্রক থেকে পাকভূমে যাওয়ার ছাড়পত্র পায়নি দলটি।

চলতি মাসেই পাকিস্তানে দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বচ্যাম্পিয়নশিপ আয়োজিত হওয়ার কথা। সেই টুর্নামেন্টে অংশ নেওয়ার কথা ছিল ভারতীয় দলের। ক্রীড়ামন্ত্রক দৃষ্টিহীন ক্রিকেট দলকে পাকিস্তানে যাওয়ার অনুমতিও দিয়ে দিয়েছিল। কিন্তু তা সত্ত্বেও পাকিস্তানে যাওয়া হচ্ছে না ভারতীয় দলের। ক্রীড়ামন্ত্রক অনুমতি দিলেও বিদেশমন্ত্রক ব্লাইন্ড ক্রিকেট টিমকে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি। ফলে ভারতের দৃষ্টিহীন ক্রিকেটাররা পাকিস্তানে যেতে পারবেন না।

Advertisement

বিষয়টি ভারতের দৃষ্টিহীনদের ক্রিকেট সংস্থার প্রধান শৈলেন্দ্র যাদব নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন ২৫ দিন তারা অনুমতির অপেক্ষায় ছিলেন। কিন্তু বর্ডারের ওপারে গিয়ে টুর্নামেন্ট খেলতে দিতে রাজি হয়নি বিদেশমন্ত্রক। সেই সঙ্গে টুর্নামেন্ট থেকে নাম তুলে নেওয়ার নির্দেশও দিয়েছে। যদিও সরকারের তরফ থেকে আনুষ্ঠানিক কোনও চিঠি পায়নি তারা। তবে মৌখিকভাবে পাকিস্তানে যাওয়ার অনুমতি দেয়নি বিদেশমন্ত্রক। তাছাড়া ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডও এই টুর্নামেন্টে যোগ দেবে না বলেই খবর।

আসলে এর নেপথ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির অঙ্ক কাজ করছে বলেই মনে করা হচ্ছে। বিসিসিআইয়ের তরফ থেকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে যে ভারতীয় টিম কোনও অবস্থাতেই পাকিস্তানে গিয়ে চ‌্যাম্পিয়ন্স ট্রফি খেলবে না। পাক অধিকৃত কাশ্মীরে পিসিবি-র চ্যাম্পিয়ন্স ট্রফি ট্যুর বাতিল হয়েছে। গোটা বিষয়ে হস্তক্ষেপ করেছে আইসিসি-ও। ইতিমধ্যেই সেই বিষয় নিয়ে রাজনৈতিক জলঘোলা শুরু হয়ে গিয়েছে। পাকিস্তান থেকে নরম-গরমে বক্তব্য রাখলেও বিসিসিআই নিজের অবস্থানে অনড়। তার মধ্যেই দৃষ্টিহীনদের টি-২০ বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে নাম তুলে নিল ভারত।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement