সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনার মুখে ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। দিল্লি থেকে উত্তরাখণ্ডে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে পন্থের গাড়ি। স্থানীয় সূত্রের খবর, উত্তরাখণ্ডের রুরকির কাছে রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে ক্রিকেটারের মার্সিডিজ। কার্যত দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি।
Cricketer Rishabh Pant met with an accident on Delhi-Dehradun highway near Roorkee border, car catches fire. Further details awaited. pic.twitter.com/qXWg2zK5oC
— ANI (@ANI) December 30, 2022
দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্থ। মাথায় আঘাত পান তিনি। পিঠ, হাত এবং শরীরের অন্যান্য অংশেও তিনি চোট পান বলে খবর। পন্থকে প্রথমে রুরকির একটি হাসপাতালে ভরতি করা হয়। পরে থেকে তাঁকে দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, পন্থের আঘাত বেশ গুরুতর। তরুণ প্রতিভাবান এই ক্রিকেটারের মাথার চোট নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। তাঁর পিঠ, এবং কপালের আঘাতের দাগ সরাতে প্লাস্টিক সার্জারি করা হতে পারে বলে খবর। তবে আপাতত স্থিতিশীল তিনি।
Indian cricketer Rishabh Pant injured in a major accident, car catches fire.
Get well soon 🙏🙏🙏 pic.twitter.com/bLRao6tUKN— Sandeep Panwar (@tweet_sandeep) December 30, 2022
স্থানীয় সূত্রের খবর, পন্থ গাড়িতে একাই ছিলেন। তিনিই গাড়ি চালাচ্ছিলেন। হরিদ্বারের মাঙ্গালোর এলাকায় ৫৮ জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি। গতিশীল অবস্থায় ডিভাইডারে ধাক্কা মারায় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুনও লেগে যায়। সেসময় গাড়ির জানালা ভেঙে স্থানীয়রা পন্থকে বের করে আনেন বলে খবর। দ্রুত তাঁকে পাঠানো হয় হাসপাতালে।
পন্থের গাড়ির আচমকায় দুর্ঘটনায় উদ্বিগ্ন গোটা ক্রিকেট মহল। সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয় ক্রিকেটারের চোট কতটা গুরুতর। এই দুর্ঘটনা তাঁর কেরিয়ারে কোনও প্রভাব ফেলবে কিনা, সবকিছু নিয়েই ঘোর দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে। আপাতত পন্থের সুস্থতা কামনায় গোটা ক্রিকেট বিশ্ব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.