Advertisement
Advertisement

Breaking News

Rishabh Pant

ভয়াবহ দুর্ঘটনার মুখে ঋষভ পন্থের গাড়ি, মাথায় গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ক্রিকেটার

দুমড়ে-মুচড়ে যায় পন্থের গাড়ি, পন্থের চোটও গুরুতর।

Indian cricketer Rishabh Pant has sustained injuries after his car collided with the divider | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:December 30, 2022 9:17 am
  • Updated:December 30, 2022 10:39 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনার মুখে ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। দিল্লি থেকে উত্তরাখণ্ডে  ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে পন্থের গাড়ি। স্থানীয় সূত্রের খবর, উত্তরাখণ্ডের রুরকির কাছে  রাস্তার ডিভাইডারে ধাক্কা মারে ক্রিকেটারের মার্সিডিজ। কার্যত দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি।

দুর্ঘটনায় গুরুতর আহত হন পন্থ। মাথায় আঘাত পান তিনি। পিঠ, হাত এবং শরীরের অন্যান্য অংশেও তিনি চোট পান বলে খবর। পন্থকে প্রথমে রুরকির একটি হাসপাতালে ভরতি করা হয়। পরে থেকে তাঁকে দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রের খবর, পন্থের আঘাত বেশ গুরুতর। তরুণ প্রতিভাবান এই ক্রিকেটারের মাথার চোট নিয়ে উদ্বিগ্ন চিকিৎসকরা। তাঁর পিঠ, এবং কপালের আঘাতের দাগ সরাতে প্লাস্টিক সার্জারি করা হতে পারে বলে খবর। তবে আপাতত স্থিতিশীল তিনি।

[আরও পড়ুন: ‘কৃষ্ণাঙ্গদের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন’, পেলের মৃত্যুতে বললেন নেইমার, শোকস্তব্ধ মেসি-রোনাল্ডোরাও]

স্থানীয় সূত্রের খবর, পন্থ গাড়িতে একাই ছিলেন। তিনিই গাড়ি চালাচ্ছিলেন। হরিদ্বারের মাঙ্গালোর এলাকায় ৫৮ জাতীয় সড়কের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে তাঁর গাড়ি।  গতিশীল অবস্থায় ডিভাইডারে ধাক্কা মারায়  গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুনও লেগে যায়। সেসময় গাড়ির জানালা ভেঙে স্থানীয়রা পন্থকে বের করে আনেন বলে খবর। দ্রুত তাঁকে পাঠানো হয় হাসপাতালে। 

[আরও পড়ুন: পেলের দলকে হারিয়েও দিতে পারত মোহনবাগান! সম্রাটকে দেখতে সেদিন কলকাতায় জনজোয়ার]

পন্থের গাড়ির আচমকায় দুর্ঘটনায় উদ্বিগ্ন গোটা ক্রিকেট মহল। সকলেই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন। কারণ এখনও পর্যন্ত স্পষ্ট নয় ক্রিকেটারের চোট কতটা গুরুতর। এই দুর্ঘটনা তাঁর কেরিয়ারে কোনও প্রভাব ফেলবে কিনা, সবকিছু নিয়েই ঘোর দুশ্চিন্তার মেঘ ঘনিয়ে। আপাতত পন্থের সুস্থতা কামনায় গোটা ক্রিকেট বিশ্ব। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement