সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্টে যা হয়নি, ওয়ানডে সিরিজেও না। সেটাই এবার হওয়ার উপক্রম টি-টোয়েন্টি সিরিজে। পরপর দু’ম্যাচে পর্যুদস্ত হয়ে ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারের মুখে দাঁড়িয়ে ভারতীয় দল (Indian Cricket Team)। মঙ্গলবার কী হবে? ধারাবাহিক ব্যর্থতা ঘুচিয়ে ঘুরে দাঁড়াতে পারবে হার্দিক পাণ্ডিয়ার ‘টিম ইন্ডিয়া’? নাকি হারের হ্যাটট্রিকের মুখ থুবড়ে পড়বে ভারতের জয়ের স্বপ্ন? এমন সব অপ্রিয় প্রশ্নের আনাগোনা এখন ভারতীয় শিবিরকে ঘিরে। আর সেসব প্রশ্নচিহ্ন অমূলকও নয়।
পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে আপাতত ০-২ পিছিয়ে ভারত। অর্থাৎ মঙ্গলবার গায়নায় ‘মরণ বাঁচন’ পরিস্থিতি হার্দিকদের সামনে। সিরিজ এবং সম্মান, উভয় রক্ষার্থে জেতা ছাড়া উপায় নেই ভারতীয় দলের। কিন্তু জেতাবেন কে! পরপর দু’ম্যাচে ব্যর্থ ভারতীয় টপ-অর্ডার। ঈশান কিষাণ শুরুটা ভাল করেও খেই হারাচ্ছেন। শুভমান গিল ফর্ম হাতড়াচ্ছেন। একই দশা সূর্যকুমার যাদবেরও। চলতি মাসের শেষেই শুরু এশিয়া কাপ (Asia Cup)। বিশ্বকাপও খুব দূরে নয়। তার আগে গিল, সূর্যদের এমন ছন্দহীন দশা ভারতীয় শিবিরের জন্য দুশ্চিন্তার বিষয় বৈকি।
চলতি টি-টোয়েন্টি সিরিজে ভারতের টপ-অর্ডারে ভাঙন চাপ বাড়াচ্ছে মিডল-অর্ডার ব্যাটারদের উপর। সেখানেও ভরসা দিতে পারছেন না সঞ্জু স্যামসন, খোদ হার্দিক (Hardik Pandya) নিজেও। ব্যতিক্রম শুধু চলতি সিরিজে অভিষেক হওয়া তিলক ভার্মা। জোড়া হারের মধ্যেও তিলকের অকুতোভয় ক্রিকেট একমাত্র আশার আলো ‘টিম ইন্ডিয়া’র জন্য।
দ্বিতীয় ম্যাচে হারের পর দলের ব্যাটিং ব্যর্থতাকে দুষেছেন অধিনায়ক হার্দিক। তিলকের ব্যাটিংয়ের উদাহরণ টেনে ব্যাটারদের দায়িত্ব নেওয়ার বার্তা দিয়েছেন তিনি। ব্যর্থতা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন তিলকও। বাঁ-হাতি মিডল-অর্ডার ব্যাটার বলেছেন, “উইকেট খুব স্লো। দশ রান আমরা কম তুলতে পেরেছি। কৃতিত্ব দিতে হবে পুরাণকেও। ও দারুণ ব্যাট করেছে। তবে নিজেদের ভুল শুধরে ঘুরে দাঁড়াতে আমরা বদ্ধপরিকর। খুব দ্রুত আমরা কামব্যাক করব।”
আজ টিভিতে
ওয়েস্ট ইন্ডিজ – ভারত
তৃতীয় টি-টোয়েন্টি, গায়না
রাত ৮টা, ডিডি স্পোর্টস
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.