Advertisement
Advertisement

Breaking News

Gautam Gambhir

ভারতের সর্বকালের সেরা একাদশ বেছে নিলেন গম্ভীর, বাদ রোহিত, জায়গা পেলেন ধোনি-কোহলি?

বোলিং বিভাগে ঠাঁই হল বর্তমান ভারতীয় দলের তারকা পেসারের?

Indian Cricket coach Gautam Gambhir picks his all time India playing Eleven including Virat Kohli and MS Dhoni
Published by: Arpan Das
  • Posted:September 2, 2024 12:14 pm
  • Updated:September 2, 2024 12:14 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি এখন টিম ইন্ডিয়ার কোচ। ভারতের জার্সিতে গৌতম গম্ভীর ছিলেন বহুযুদ্ধের সৈনিক। ২০০৭-র টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ২০১১-র ওয়ানডে বিশ্বকাপ, তাঁর লড়াই মনে রয়েছে ক্রিকেটভক্তদের। দীর্ঘ কেরিয়ারে খেলেছেন বহু বিখ্যাত তারকার সঙ্গে। এবার নিজের পছন্দের একাদশ বেছে নিলেন গম্ভীর। কারা থাকলেন, কেই-বা বাদ পড়লেন সেই তালিকায়?

সম্প্রতি একটি ক্রীড়াবিষয়ক ওয়েবসাইটে ভারতীয় ক্রিকেটের সেরা একাদশ জানিয়েছেন তিনি। স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে প্রশ্ন, বিরাট-ধোনিরা আছেন কিনা সেই তালিকায়? কারণ, এই দুই ক্রিকেটারের সঙ্গে গম্ভীরের সম্পর্ক বহুচর্চিত। যদিও আইপিএলের মঞ্চে ধোনির সঙ্গে কথা বলতে দেখা গিয়েছিল তাঁকে। বিরাট তো তাঁর অধীনেই খেলছেন এখন। এবং ভারতীয় কোচের সেরা একাদশে আছেন দুই ক্রিকেটারই। কিন্তু বাদ পড়েছেন বর্তমান অধিনায়ক।

Advertisement

[আরও পড়ুন: যুক্তরাষ্ট্র ওপেনের পুরুষদের ডাবলস থেকে বিদায় বোপান্না-এবডেনের, শেষ ষোলোয় হারলেন স্ট্রেট সেটে]

ওপেনিং জুটিতে গম্ভীর নিজের সঙ্গে বেছে নিয়েছেন বীরেন্দ্র শেহওয়াগকে। তিন নম্বরে নামবেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড়। তার পর ব্যাটিংয়ে আসবেন কিংবদন্তি শচীন তেণ্ডুলকর। পাঁচ ও ছয়ে ব্যাট করবেন বিরাট কোহলি ও যুবরাজ সিং। দলে উইকেটকিপারের দায়িত্ব নেবেন মহেন্দ্র সিং ধোনি। স্পিন বিভাগ সামলাবেন অনিল কুম্বলে ও রবিচন্দ্রন অশ্বিন। পেসার ইরফান পাঠান ও জাহির খান। তবে কোনও অধিনায়ক বেছে নেননি তিনি। 

[আরও পড়ুন: নবাবের শহরে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল, ভিনরাজ্যেও সমর্থকদের আবেগই তাতাচ্ছে দুই প্রধানকে]

গম্ভীরের পছন্দের একাদশ থেকে বাদ পড়েছেন রোহিত শর্মার মতো প্লেয়ার। এর আগে রোহিতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন ভারতের কোচ। দুজনের সম্পর্কও যথেষ্ট ভালো। তেমনই বোলিং বিভাগে কি জশপ্রীত বুমরাহ ঢুকতে পারতেন না? সেই প্রশ্নও তুলেছেন সমর্থকরা। তবে এগারো জনের মধ্যে ভারতের সব বিখ্যাত ক্রিকেটারের যে জায়গা সম্ভব নয়, সেটাও মেনে নিচ্ছেন অনেকে। আপাতত তাঁর সামনে লম্বা লড়াই। শ্রীলঙ্কার বিরুদ্ধে গৌতম গম্ভীরের সফরটা ভালো না কাটলেও সামনে একাধিক সিরিজ। সেখানে তিনি ভারতের জন্য কোন একাদশ বেছে নেন, সেদিকেও নজর থাকবে।

গম্ভীরের ভারতীয় সেরা একাদশ: বীরেন্দ্র শেহওয়াগ, গৌতম গম্ভীর, রাহুল দ্রাবিড়, শচীন তেণ্ডুলকর, বিরাট কোহলি, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, রবিচন্দ্রন অশ্বিন, ইরফান পাঠান, জাহির খান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement