সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আত্মতৃপ্তি। অতিরিক্ত আত্মবিশ্বাস। আচম্বিতেই খেলার তীব্রতা ক্ষয়ে যাওয়া। এর সামগ্রিক ফলাফল ইন্দোর টেস্টে ভারতের শোচনীয় পরাজয়। যে সে নন, ভারতের প্রাক্তন হেড কোচ রবি শাস্ত্রীর (Ravi Shastri) অনুভূতি ছিল এমনটাই। ২-০-এ পিছিয়ে থেকে ইন্দোরে হইহই করে জিতে সিরিজে ব্যবধান কমিয়ে এনেছে অস্ট্রেলিয়া। পিছিয়ে থেকেও ঢক্কানিনাদ করে এভাবে ফিরে আসা একমাত্র অজিদেরই পরিচয় বলে মনে করেন।
আহমেদাবাদে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট ম্যাচ। সেই টেস্ট ম্যাচ জিতে কি সিরিজে সমতা ফিরিয়ে আনতে পারবে অস্ট্রেলিয়া। অবশ্য কী হবে তা বলবে সময়। তবে ইন্দোর টেস্টে ভারতের হারের পরে যে কথাগুলো বলেছিলেন রবি শাস্ত্রী তারই বিরোধিতা করলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। আক্রমণ করলেন প্রাক্তন ভারত অধিনায়ককে। শাস্ত্রীর কথাকে আবর্জনা বলে উল্লেখ করেন রোহিত। তাঁকে বাইরের লোক বলেও আখ্যা দেন রোহিত। তিনি বলেন, ”দুটো ম্যাচ জেতার পরে বাইরের কেউ যদি মনে করেন আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী, তাহলে আমি বলবো একদম তা আবর্জনা। প্রতিটি ম্যাচেই সবাই ভাল করতে চায়। দুটো ম্যাচ জিতে কেউ থামতে চায় না।”
এক সময়ে শাস্ত্রী ভারতীয় দলেরই ম্যানেজার ছিলেন। বড় ম্যাচের আগে ড্রেসিং রুমের অবস্থা কীরকম থাকে তা শাস্ত্রীর জানা উচিত শাস্ত্রীর বলে জানিয়েছেন রোহিত। হিটম্যান বলছেন, ”ড্রেসিংরুমের বাইরে থেকে অনেকেই বলে চলেছেন আমরা আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। ড্রেসিংরুমে কী কথা হয়, তা অনেকেরই জানা নেই। সেই তাঁরাই বলে চলেছেন আমরা আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। নির্মম শব্দটা সবার আগে মনে পড়ছে। আমরা প্রতিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়ি না। বাইরের কারওর যদি মনে হয় আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম তাহলে কিছু বলার নেই। রবি একসময়ে ড্রেসিং রুমের একজন ছিল। ওঁর জানা উচিত কী ধরনের কথাবার্তা হয়, আমাদের সবার মানসিকতা কীরকম থাকে। ফলে নির্মমতাই শেষ কথা। আত্মবিশ্বাস নয়।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.