সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাব্বা টেস্টের প্রথম দিনেই থাবা বসাল বৃষ্টি। প্রথম সেশনে দুই দফায় বন্ধ থাকল খেলা। এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। দলে দুটি পরিবর্তনও করেছে ভারত। বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথমবার খেলতে নেমেছেন বাংলার পেসার আকাশ দীপ। রবিচন্দ্রন অশ্বিনকে বসিয়ে গাব্বা টেস্টের দলে রাখা হয়েছে রবীন্দ্র জাদেজাকে। তবে বৃষ্টিবিঘ্নিত প্রথম সেশনে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়াই।
ব্রিসবেন টেস্টের প্রত্যেক দিনই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। শনিবার টসের সময়েও আকাশ মেঘে ঢাকা ছিল। পরিবেশের ফায়দা নিতে টসে জিততেই বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। তাঁর আশা, প্রথমদিকে হাওয়া আর মেঘলা পরিবেশের ফায়দা তুলতে পারবেন টিম ইন্ডিয়ার পেসাররা। পরের দিকে ব্যাটিং সহায়ক হবে পিচ। সেই কথা মাথায় রেখেই জাদেজাকে রাখা হয় প্রথম একাদশে। এছাড়াও হর্ষিত রানাকে বসিয়ে সুযোগ দেওয়া হয় বাংলার আকাশকে। উল্লেখ্য, দুজনেই চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে প্রথমবার খেলতে নামলেন।
তবে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেশ ভালো ছন্দে দেখা গিয়েছে দুই অজি ওপেনার উসমান খোয়াজা এবং নাথান ম্যাকসুইনিকে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে মাত্র ৫ ওভারে ১৯ রান তুলে ফেলেন তাঁরা। কিন্তু প্রথম সেশনে আধঘণ্টা খেলা হওয়ার পরেই ঝেঁপে বৃষ্টি আসে মাঠে। তার জেরে অন্তত ৩০ মিনিটের জন্য খেলা থামিয়ে দিতে হয়। আবার খেলা শুরু হওয়ার মিনিট ৪৫-এর মধ্যে ফের বৃষ্টির জন্য মাঠ ছাড়তে হয় ক্রিকেটারদের।
তবে এই বৃষ্টি শাপে বর হতে পারে ভারতের জন্য। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে গেলে এই ম্যাচ জিততেই হবে রোহিতদের। হারলে সব আশা কার্যত শেষ। কিন্তু বৃষ্টির জেরে ম্যাচ যদি বাতিল হয়ে যায় বা ড্র হয়, তাহলেও ফাইনালের রুপোলি রেখা খানিকটা থাকবে ভারতের কাছে। সেক্ষেত্রে মেলবোর্ন এবং সিডনিতে জিতে সরাসরি ফাইনালে ওঠার পথ খোলা থাকবে।
ব্রিসবেন টেস্টে ভারতের প্রথম একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, ঋষভ পন্থ, কে এল রাহুল, রবীন্দ্র জাদেজা, নীতীশ কুমার রেড্ডি, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশ দীপ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.