Advertisement
Advertisement

Breaking News

India Women's Team

টেস্টের এক ইনিংসে সর্বোচ্চ রান, বিশ্বক্রিকেটে নয়া রেকর্ড ভারতীয় মহিলা দলের

শেফালির দ্বিশতরান, স্মৃতির সেঞ্চুরিতে কোণঠাসা দক্ষিণ আফ্রিকা।

India Women's team scripted test record against South Africa
Published by: Anwesha Adhikary
  • Posted:June 29, 2024 1:29 pm
  • Updated:June 29, 2024 4:34 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বক্রিকেটে ইতিহাস ভারতের। মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তোলার নজির গড়লেন হরমনপ্রীত কউররা। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬০৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে ভারত। সেই সঙ্গেই টেস্ট ক্রিকেটে নতুন নজির গড়ে ফেলেন স্মৃতি মান্ধানা-শেফালি বর্মারা। দুই ব্যাটার ছাড়া ভারতীয় দলের সকলেই হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন।

চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে খেলতে নেমেছে দুই দল। একটিমাত্র টেস্ট খেলবে তারা। শুক্রবার থেকে শুরু হওয়া টেস্টের শুরু থেকেই বাজবল খেলে প্রোটিয়াদের ধরাশায়ী করে দেন ভারতের মহিলা ব্রিগেড (India Women’s Team)। ওপেন করতে নেমে ২৯২ রান করেন স্মৃতি-শেফালি জুটি। এটাই মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রানের পার্টনারশিপ। ডবল সেঞ্চুরি করেন শেফালি। মাত্র তাঁর দ্বিশতরান আসে ১৯৪ বলে। প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ৫২৫/৪।

Advertisement

[আরও পড়ুন: বৃষ্টিতে ভাসবে টি-২০ বিশ্বকাপ ফাইনাল! কখন হবে খেলা? কী বলছে আইসিসির নিয়ম?

দ্বিতীয় দিনের শুরুতেও আগ্রাসী মেজাজেই ব্যাট করেন ভারতীয়রা। জেমাইমা রডরিগেজ, হরমনপ্রীত কউর, রিচা ঘোষ-সকলেই হাফসেঞ্চুরি হাঁকিয়েছেন। শেষ পর্যন্ত ৬০৩ রানে ভারতের ইনিংস ডিক্লেয়ার করে দেন অধিনায়ক হরমনপ্রীত (Harmanpreet Kaur)। ৬০৩/৬- এটাই মহিলাদের টেস্ট ক্রিকেটে কোনও দলের সর্বোচ্চ স্কোর। এর আগে মহিলাদের টেস্টে সর্বোচ্চ স্কোর ছিল ৫৭৫/৯। পার্থে এই রান তুলেছিল অস্ট্রেলিয়া।

চলতি মরশুমে দুরন্ত ফর্মে রয়েছে ভারতের মহিলা দল। ওয়ানডে সিরিজে দক্ষিণ আফ্রিকাকে ৩-০ হারিয়েছে তারা। ওই সিরিজে টানা দুই ম্যাচে সেঞ্চুরি করেছেন স্মৃতি (Smriti Mandhana)। এবার টেস্টেও দাপট উইমেন ইন ব্লুর। ৬০৩ রানে পিছিয়ে থেকে ভেঙে পড়ছে প্রোটিয়া ব্যাটিংও। মাত্র ১০০ রানের মধ্যেই দুই উইকেট হারিয়েছে তারা। প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন অধিনায়ক লরা উলভার্ট।

[আরও পড়ুন: মেসির চোটের সঙ্গে আর্জেন্টিনার চিন্তা বাড়াচ্ছেন কোচও, পেরু ম্যাচে নেই স্কালোনি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement