দুরন্ত ছন্দে স্নেহ রানা।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুরন্ত স্নেহ রানা (Sneh Rana)। তাঁর স্পিন ঘূর্ণিতে বন্দি হয়ে গেল দক্ষিণ আফ্রিকা। এক ইনিংসে আট উইকেট তুলে নিয়ে রেকর্ডবুকে উঠে গেল ভারতীয় মহিলা দলের (India Women’s Cricket Team) তারকার নাম। যদিও প্রথম ইনিংসে ফলো অনের পর ফের ঘুরে দাঁড়াতে শুরু করেছে প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে বিশ্বরেকর্ড গড়েছিল ভারত। মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ রান তোলার নজির গড়েছিলেন হরমনপ্রীত কউররা। শনিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬০৩ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করেছিল ভারত। জবাবে দ্বিতীয় দিনের শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৬ করেছিল দক্ষিণ আফ্রিকা। তখনই ৩ উইকেট ছিলও রানার।
তৃতীয় দিনেও তিনি সম্মোহিত করে রাখলেন প্রোটিয়াদের। তাঁর জালে বন্দি হয়ে ২৬৬ রানে যায় লরা উলভার্টদের প্রথম ইনিংস। ৭৭ রান দিয়ে ৮ উইকেট তুলে নেন রানা। এর আগে মহিলাদের টেস্টে এক ইনিংসে ৮ উইকেট তোলার রেকর্ড ছিলও দুজনের। অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার ও ভারতের নীতু ডেভিডের এক নজির ছিলও। এবার সেই তালিকায় ঢুকে পড়লেন রানাও।
Bowling Brilliance from Sneh Rana 🤩
She registers the second-best bowling figures in an innings for India in women’s Tests!
Scorecard ▶️ https://t.co/4EU1Kp6YTG#TeamIndia | #INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/9nRL8Slq4z
— BCCI Women (@BCCIWomen) June 30, 2024
তৃতীয় দিনের শেষে ফলো অন করে দক্ষিণ আফ্রিকার রান ২ উইকেটে ২৩২। পালটা লড়াই করছেন অধিনায়ক লরা। তিনি অপরাজিত আছেন ৯৩ রানে। সুনে লুইস ফিরে গিয়েছেন ১০৯ রানে। এখনও ইনিংসের হার বাঁচাতে ১০৫ রানে পিছিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকার মহিলা দল। চতুর্থ দিনেই ম্যাচ শেষ করে ফেলতে সেই রানার দিকে তাকিয়ে থাকবে ভারতীয় দল।
Stumps on Day 3 in Chennai!
A massive wicket in the final session for #TeamIndia
South Africa move to 232/2.
See you tomorrow for Day 4 action!
Scorecard ▶️ https://t.co/4EU1Kp7wJe#INDvSA | @IDFCFIRSTBank pic.twitter.com/yhHOSlCAsp
— BCCI Women (@BCCIWomen) June 30, 2024
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.