দক্ষিণ আফ্রিকা: ৮৪ (ব্রিটস ২০, অ্যানিকি বসচ ১৭)
ভারত: ৮৮-০ (স্মৃতি ৫৪, শেফালি ২৭)
ভারতীয় মহিলা দল ১০ উইকেটে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচের অঘটন ভুলে টি-২০ সিরিজে দুর্দান্ত কামব্যাক ভারতীয় মহিলা দলের। তৃতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিলেন স্মৃতি মন্ধানারা। ভারত জিতল ১০ উইকেটে। তাও ৫৫ বল বাকি থাকতে।
এদিন চেন্নাইতে টস জিতে প্রোটিয়াদের প্রথমে বোলিং করতে পাঠায় ভারত। দক্ষিণ আফ্রিকা (South Africa) প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের দাপটে মাত্র ৮৪ রানে গুটিয়ে যায়। টিম ইন্ডিয়ার হয়ে পূজা ভস্ত্রকর মাত্র ১৩ রান দিয়ে ৪ উইকেট পান। রাধা যাদব ৩ উইকেট পান মাত্র ৬ রানের বিনিময়ে। প্রোটিয়াদের হয়ে ব্রিটস সর্বোচ্চ ২০, এবং অ্যানিকি বসচ ১৭ রান করেন।
মাত্র ৮৫ রানের লক্ষ্যমাত্রা নিয়ে নেমে সেভাবে বেগই পেতে হয়নি টিম ইন্ডিয়াকে (Team India)। মাত্র ১০ ওভার পাঁচ বলে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ওমেন ইন ব্লু। ভারতের হয়ে স্মৃতি মন্ধানা অপরাজিত ৫৪ এবং শেফালি বর্মা অপরাজিত ২৭ রান করেন। এটা মহিলা টি-২০ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের সবচেয়ে বড় জয়।
এই জয়ের ফলে ৩ ম্যাচের সিরিজেও সমতা ফেরাল ভারতীয় দল। সিরিজের প্রথম ম্যাচ হারতে হয়েছিল স্মৃতিদের। দ্বিতীয় ম্যাচ বৃষ্টির জন্য বাতিল হয়ে যায়। তৃতীয় ম্যাচ ভারত জেতায় সিরিজ শেষ হল ১-১ ফলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.