Advertisement
Advertisement

Breaking News

India Women vs Australia Women

অজিদের সামনে অসহায় আত্মসমর্পণ, নিয়মরক্ষার ম্যাচেও বিশ্রী হার ভারতের মেয়েদের

ওয়ানডে সিরিজে অজিদের চ্যালেঞ্জই জানাতে পারল না টিম ইন্ডিয়া।

India Women vs Australia Women: India lost to Australia by 190 runs margin | Sangbad Pratidin
Published by: Subhajit Mandal
  • Posted:January 2, 2024 8:21 pm
  • Updated:January 2, 2024 8:21 pm  

অস্ট্রেলিয়া: ৩৩৮-৮ (লিচফিল্ড ১১৯, এলিসা হেলি ৮২)
ভারত: ১৪৮-১০ (স্মৃতি মন্ধানা ২৯, জেমিমা রডরিগেজ ২৫)
অস্ট্রেলিয়া ১৯০ রানে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাত্র দু সপ্তাহ আগে এই অস্ট্রেলিয়াকে টেস্টে দুরমুশ করে দিয়েছিল ভারত। অথচ ফরম্যাট বদলাতেই সবটা বদলে গেল। ওয়ানডে সিরিজে অজিদের যেন চ্যালেঞ্জই জানাতে পারল না টিম ইন্ডিয়া। ৩ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ আগেই হারতে হয়েছিল। মঙ্গলবার সিরিজের তৃতীয় ম্যাচেও বিশ্রীভাবে হারলেন হরমনপ্রীতরা। ১৯০ রানের ব্যবধানে জিতল অস্ট্রেলিয়া। 

Advertisement

মঙ্গলবার নিয়মরক্ষার ম্যাচে ওয়াংখেড়েতে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৩৩৮ রানের বিশাল ইনিংস গড়েন অজিরা। ওপেনার লিচফিল্ড অনবদ্য সেঞ্চুরি করেন। তাঁর ১২৫ বলে ১১৯ রানের ইনিংস ছাড়াও অধিনায়ক এলিসা হেলি করেন ৮৫ বলে ৮২ রান। শেষদিকে একাধিক অজি ব্যাটার উপযোগী ইনিংস খেলেন। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আলনা কিংয়ের ১৪ বলে ২৬ রানের ইনিংস।

[আরও পড়ুন: স্বরাষ্ট্রসচিব পদে নন্দিনীর নিয়োগকে ‘অবৈধ’ বলছেন শুভেন্দু, ‘ওর গা জ্বলছে’, পালটা কুণালের]

অজিদের দেওয়া বিশাল লক্ষ্যমাত্রার বোঝা মাথায় নিয়ে খেলতে নেমে শুরুতেই খেই হারায় ওমেন ইন ব্লু। টিম ইন্ডিয়ার প্রথম উইকেট পড়ে যায় ৩২ রানেই। স্মৃতি মন্ধানা (২৯), জেমিমা রডরিগেজ (২৫), দীপ্তি শর্মা (২৫) এবং বাংলার রিচা ঘোষ (১৯) সকলেই ভালো শুরু করেছিলেন। কিন্তু বড় ইনিংস কেউ খেলতে পারেননি। যার ফলে ৩১ ওভার ৪ বলে মাত্র ১৪৮ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। ১৯০ রানের বিশাল ব্যাবধানে হারে টিম ইন্ডিয়া।

[আরও পড়ুন: প্রাথমিকে নিয়োগে ৭.৫ কোটির দুর্নীতি! ‘লিপস অ্যান্ড বাউন্ডস’-এর যোগ খুঁজে পেল ইডি]

সাম্প্রতিক অতীতে ওয়ানডে ক্রিকেটে এটাই সম্ভবত সবচেয়ে বাজে পারফরম্যান্স টিম ইন্ডিয়ার। এই সিরিজে অধিনায়ক হরমনপ্রীতের ব্যাটিং ফর্ম বিশেষভাবে চিন্তায় রাখবে টিম ম্যানেজমেন্টকে। সেই সঙ্গে চিন্তায় রাখবে পেস বোলিং বিভাগও। গোটা সিরিজেই সেভাবে ভারতীয় পেসাররা দাগ কাটতে পারেননি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement