অস্ট্রেলিয়া: ২৫৮-৮ (লিচফিল্ড ৬৩, এলিস পেরি ৫০, দীপ্তি শর্মা ৫-৩৪)
ভারত: ২৫৫-৮ (রিচা ৯৬, জেমিমা ৪৪, সুদারল্যান্ড ৪৭-৩)
অস্ট্রেলিয়া ৩ রানে জয়ী।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টেস্ট ম্যাচে যে ম্যাজিক দেখা গিয়েছিল ওয়ানডে সিরিজে তার পুনরাবৃত্তি করতে পারলনে না ভারতের মেয়েরা। অজিদের বিরুদ্ধে পরপর দুই ম্যাচ হেরে সিরিজ খোয়াতে হল টিম ইন্ডিয়াকে (Team India)। প্রথম ম্যাচে বড় ব্যাবধানে হারতে হয়েছিল। শনিবার মুম্বইয়ে ভালো লড়াই করলেও শেষ পর্যন্ত জয় এল না। বিফলে গেল বাংলার মেয়ে রিচা ঘোষের (Richa Ghosh) অনবদ্য ইনিংস।
শনিবার ওয়াংখেড়েতে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ২৫৮ রান। অজিদের তরফে ওপেনার লিচফিল্ড করেন ৬৩ রান। অভিজ্ঞ এলিস পেরি ৪৭ বলে ৫০ রানের অনবদ্য ইনিংস খেলেন। শেষের দিকে আলনা কিং ১৭ বলে ২৮ রানের ঝোড়ো ইনিংস খেলেন। ভারতের হয়ে নজির গড়ে ৫ উইকেট নেন দীপ্তি শর্মা (Dipti Sharma)। মাত্র ৩৮ রান দিয়ে পাঁচ উইকেট পান দীপ্তি। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে যা কিনা রেকর্ড।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ হয়নি ভারতের। দুই ওপেনার ইয়াস্তিকা ভাটিয়া এবং স্মৃতি মন্ধানা শুরুটা ভালো করেছিলেন। ভারতের প্রথম উইকেট পড়ে ৩৭ রানে। ব্যক্তিগত ৩৪ রান করে স্মৃতি যখন আউট হলেন তখন ভারতের স্কোর ৭১। সেখান থেকে রিচা ঘোষ এবং জেমিমা রড্রিগেজ ইনিংসের হাল ধরেন। জেমিমা ৪৪ রান করলেও ৯৬ রানের অনবদ্য ইনিংস খেলেন শিলিগুড়ির রিচা। রিচা যখন আউট হলেন তখন ভারতের স্কোর ২১৮ রানে পাঁচ উইকেট। সেখান থেকে অনায়াসেই ম্যাচ জেতা উচিত ছিল ভারতের মেয়েদের। কিন্তু এদিন ব্যর্থ হন অধিনায়ক হরমনপ্রীত কৌর। শেষদিকে দ্রুত উইকেট পড়তে থাকে। একমাত্র দীপ্তি শর্মা ছাড়া ভারতের লোয়ার অর্ডার পুরোপুরি ব্যর্থ। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ২৫৫ রানে আটকে যায় টিম ইন্ডিয়া।
এদিন ৩ রানে হেরে যাওয়ায় ৩ ম্যাচর সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে গেল ভারত। অর্থাৎ অজিরা এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ পকেটে পুরে ফেলল। এদিন আরও একটা ঘটনা ঘটে গিয়েছে খেলার মাঠে। এদিন ফিল্ডিং করার সময় চোট পান ভারতের অলরাউন্ডার স্নেহ রানা। তাঁর বদলে কনকাশন সাব হিসাবে ভারত আনে হারলিন দেওলকে। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে এই প্রথম কনকাশন সাব ব্যবহৃত হল।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.