Advertisement
Advertisement

Breaking News

India women team

পারথে বিরাটদের কীর্তি ফেরাতে ব্যর্থ, অস্ট্রেলিয়ার কাছে চুনকাম হরমনপ্রীতরা

জলে গেল স্মৃতি মান্ধানার দুরন্ত সেঞ্চুরি।

India women team lost to Australia in Perth
Published by: Anwesha Adhikary
  • Posted:December 11, 2024 9:01 pm
  • Updated:December 11, 2024 9:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পারথে লাল বলের ম্যাচ খেলতে নেমে বিরাট কোহলিদের কাছে ধরাশায়ী হয়েছিল অস্ট্রেলিয়া। কিন্তু সেই সাফল্য মিলল না হরমনপ্রীত কউরদের। বুধবার ওয়ানডে ম্যাচে অজিদের কাছে হারল ভারতের মহিলা ব্রিগেড। তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হলেন হরমনরা। জলে গেল স্মৃতি মান্ধানার দুরন্ত সেঞ্চুরি।

প্রথম দুটি ওয়ানডেতে হেরে আগেই সিরিজ হাতছাড়া হয়েছিল ভারতের। বুধবার নিয়মরক্ষার ম্যাচে নেমেও মাথা নিচু করেই মাঠ ছাড়লেন হরমনরা। টসে জিতে প্রথমে বল করতে নামে ভারত। প্রথম ১৫ ওভারে বেশ ভালো বল করেন দীপ্তি শর্মারা। কিন্তু চার উইকেট পড়ে যাওয়ার ধীরে ধীরে ছবিটা পালটাতে থাকে। একমাত্র অরুন্ধতী রেড্ডি ছাড়া সব ভারতীয় বোলারের বিরুদ্ধে সংহারমূর্তি ধারণ করেন অজি ব্যাটাররা। মাত্র ৯৫ বলে ১১০ রানের ইনিংস খেলেন অ্যানাবেল সাদারল্যান্ড। ঝোড়ো হাফসেঞ্চুরি হাঁকান অধিনায়ক টালিয়া ম্যাকগ্রা। ৫০ রান করেন অ্যাশলে গার্ডনারও। লোয়ার অর্ডারের দাপটেই ৫০ ওভারে ২৯৮ রান করে অজি ব্রিগেড। ভারতীয় বোলারদের মধ্যে এদিন ২৬ রান দিয়ে ৪ উইকেট নেন অরুন্ধতী। এক উইকেট পান দীপ্তি। কিন্তু বাকি বোলাররা প্রচুর রান দেন।

Advertisement

প্রায় তিনশো রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই আউট হয়ে যান ওপেনার রিচা ঘোষ। তার পর হরলিন দেওলের সঙ্গে ১১৮ রানের পার্টনারশিপ গড়েন স্মৃতি। কিন্তু দ্বিতীয় উইকেট পড়ার পর থেকেই ধসে পড়ে ভারতের ইনিংস। অধিনায়ক হরমন থেকে শুরু করে জেমাইমা রডরিগেজ- কেউই রান পাননি। ১০৯ বলে ১০৫ রানের ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি স্মৃতি। কারণ ক্রিজের উলটো দিক থেকে ইনিংস গড়েননি কেউই। শেষ পর্যন্ত ৪৫.১ ওভারে ২১৫ রানে অলআউট হয়ে যায় ভারত। অজিরা ম্যাচ জেতে ৮৩ রানে। হাফসেঞ্চুরির পাশাপাশি ৫ উইকেট তুলে নিয়ে গার্ডনার। তবে ম্যাচ এবং সিরিজের সেরা হন সাদারল্যান্ড। সেঞ্চুরির পাশাপাশি এদিন একটি উইকেটও নিয়েছেন তিনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement