Advertisement
Advertisement
India Women Cricket Team

ঘরের মাঠে চরম লজ্জা বাংলাদেশ মহিলা দলের, টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হরমনপ্রীতদের

ম্যাচ ও সিরিজ সেরা হন রাধা যাদব।

India Women Cricket Team wins t-20 series against Bangladesh convincingly
Published by: Krishanu Mazumder
  • Posted:May 9, 2024 8:43 pm
  • Updated:May 9, 2024 9:00 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচ ছিল সিলেটে। সেই ম্যাচেও ভারতের মহিলা (Indian Women Team) দলেরই দাপট দেখা গেল। হরমনপ্রীত-স্মৃতি মান্ধানারা ২১ রানে ম্যাচ জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করল। অস্ট্রেলিয়ার পর ভারত, টানা দুসিরিজে বাংলাদেশ (Bangladesh Women Team) হোয়াইট ওয়াশ হল।
ভারতের মহিলা দল টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত ২০ ওভারের শেষে ভারত করে ৫ উইকেটে ১৫৬ রান। ভারতের ইনিংসে সর্বোচ্চ রান করেন হেমলতা (৩৭)। তাছাড়া স্মৃতি মান্ধানা (৩৩), হরমনপ্রীত কউর (৩০), রিচা ঘোষ (অপরাজিত ২৮) রান পান। পাওয়ার প্লেতে শেষ দুওভারে ভারত করে ৫১ রান। বাংলাদেশ হতশ্রী ফিল্ডিং করে। একাধিক ক্যাচ ছাড়ে বাংলাদেশ। 

[আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে পণ্ড নাইটদের প্র্যাকটিস! মুম্বইয়ের বিরুদ্ধে নামতে পারবেন তো শ্রেয়সরা?]

ভারতের রান তাড়া করতে নেমে শুরু থেকে উইকেট খোয়াতে থাকে বাংলাদেশ। নিয়মিত ব্যবধানে উইকেট হারায় তারা। একসময়ে ৫২ রানে ৫ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। এর পরে রীতু মণি ও শরিফা খাতুন ৫৭ রান যোগ করেন। দলের মধ্যে সর্বোচ্চ ৩৭ রান করেন রীতু। শরিফা খাতুন ২৮ রানে অপরাজিত থেকে যান। ভারতীয় বোলারদের মধ্যে রাধা যাদব তিনটি উইকেট নেন। ম্যাচের সেরা হন রাধা যাদব। সিরিজ সেরাও তিনি।

Advertisement

[আরও পড়ুন: সামনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, কুয়েত ম্যাচে অনিশ্চিত ভারতের তারকা ফুটবলার, চিন্তা বাড়ল স্টিমাচের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement